ETV Bharat / state

কলকাতায় বাড়ল কোরোনায় আক্রান্তের সংখ্যা, কমল কনটেনমেন্ট জ়োন

author img

By

Published : Jul 17, 2020, 1:53 AM IST

কলকাতায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে অথচ কনটেনমেন্ট জ়োনের সংখ্যা কমে গেল । এখন কনটেনমেন্ট জ়োন 24টি৷

Corona infection increased in Kolkata, while decrease the contentment zones
Corona infection increased in Kolkata, while decrease the contentment zones

কলকাতা, 17 জুলাই : কলকাতায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেল, কিন্তু কমল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । কনটেনমেন্ট জ়োনের সংখ্যা কমে হয়ে গেল 24 । ছিল 28 । 11 টি জায়গা বাদ গেল এই তালিকা থেকে । অন্যদিকে নতুন করে যোগ হয়েছে 7টি এলাকা ।

চলতি মাসের 7 তারিখে কনটেনমেন্ট জ়োনগুলিতে লকডাউন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 8 তারিখ থেকে 28 টি জায়গায় লকডাউন শুরু হয় কলকাতায় । সেই সময় আক্রান্তের সংখ্যা ছিল 8, 368 জন । এখন আক্রান্তের সংখ্যা 11,471 । নতুন করে 3 হাজারের বেশি মানুষ কোরোনায় আক্রান্ত বলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট। গতকাল কলকাতায় কোরোনায় আক্রান্তের সংখ্যা 500 ছাড়িয়েছে । নতুন করে 3 হাজারের বেশি মানুষ শহরে কোরোনায় আক্রান্ত । সেখানে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা কমে যাওয়ায় বিভ্রান্ত পৌরনিগমের স্বাস্থ্য আধিকারিকরা । রাজ্য স্বাস্থ্য দপ্তর আক্রান্তের তালিকা তৈরি করেছে । সেই রাজ্য স্বাস্থ্য দপ্তরই তৈরি করেছে কনটেনমেন্ট জ়োনের তালিকা ।

গত 8 দিনে 3 হাজারের বেশি আক্রান্ত অথচ কনটেনমেন্ট জ়োনের সংখ্যা কমে 24, এ বিষয়ে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক তথা পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম কোনও মন্তব্য করতে চাননি। তিনি কেবল জানিয়েছেন, রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে এই তালিকা তৈরি করা হয়েছে । এই তালিকাতে 11 টি জায়গার নাম বাদ দেওয়া হয়েছে ও নতুন করে 7 টি জায়গার নাম যোগ করা হয়েছে ।

নতুন করে যে 7 টি জায়গা কনটেনমেন্ট জ়োনের তালিকাভুক্ত হয়েছে তারমধ্যে উত্তর কলকাতায় একটি মাত্র জায়গা, পোস্তার নাম রয়েছে । বাকি সবক'টি দক্ষিণ কলকাতায় । 18/1 ডোভার লেন, 6 নম্বর শরৎ বোস রোড, 46/1 শরৎ বোস রোড, শিকদার পাড়া স্ট্রিট, রাজা সন্তোষ রায় রোড, 11 জাস্টিস চন্দ্র মাধব রোড ও পাহাড়পুর রোড।

কলকাতা, 17 জুলাই : কলকাতায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেল, কিন্তু কমল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । কনটেনমেন্ট জ়োনের সংখ্যা কমে হয়ে গেল 24 । ছিল 28 । 11 টি জায়গা বাদ গেল এই তালিকা থেকে । অন্যদিকে নতুন করে যোগ হয়েছে 7টি এলাকা ।

চলতি মাসের 7 তারিখে কনটেনমেন্ট জ়োনগুলিতে লকডাউন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 8 তারিখ থেকে 28 টি জায়গায় লকডাউন শুরু হয় কলকাতায় । সেই সময় আক্রান্তের সংখ্যা ছিল 8, 368 জন । এখন আক্রান্তের সংখ্যা 11,471 । নতুন করে 3 হাজারের বেশি মানুষ কোরোনায় আক্রান্ত বলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট। গতকাল কলকাতায় কোরোনায় আক্রান্তের সংখ্যা 500 ছাড়িয়েছে । নতুন করে 3 হাজারের বেশি মানুষ শহরে কোরোনায় আক্রান্ত । সেখানে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা কমে যাওয়ায় বিভ্রান্ত পৌরনিগমের স্বাস্থ্য আধিকারিকরা । রাজ্য স্বাস্থ্য দপ্তর আক্রান্তের তালিকা তৈরি করেছে । সেই রাজ্য স্বাস্থ্য দপ্তরই তৈরি করেছে কনটেনমেন্ট জ়োনের তালিকা ।

গত 8 দিনে 3 হাজারের বেশি আক্রান্ত অথচ কনটেনমেন্ট জ়োনের সংখ্যা কমে 24, এ বিষয়ে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক তথা পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম কোনও মন্তব্য করতে চাননি। তিনি কেবল জানিয়েছেন, রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে এই তালিকা তৈরি করা হয়েছে । এই তালিকাতে 11 টি জায়গার নাম বাদ দেওয়া হয়েছে ও নতুন করে 7 টি জায়গার নাম যোগ করা হয়েছে ।

নতুন করে যে 7 টি জায়গা কনটেনমেন্ট জ়োনের তালিকাভুক্ত হয়েছে তারমধ্যে উত্তর কলকাতায় একটি মাত্র জায়গা, পোস্তার নাম রয়েছে । বাকি সবক'টি দক্ষিণ কলকাতায় । 18/1 ডোভার লেন, 6 নম্বর শরৎ বোস রোড, 46/1 শরৎ বোস রোড, শিকদার পাড়া স্ট্রিট, রাজা সন্তোষ রায় রোড, 11 জাস্টিস চন্দ্র মাধব রোড ও পাহাড়পুর রোড।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.