কলকাতা, 28 জুলাই : কলকাতায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক নার্সের ৷ বছর 35-এর এই নার্স SSKM হাসপাতালে কর্মরত ছিলেন ৷ তাঁর চিকিৎসা চলছিল বেলেঘাটা ID হাসপাতালে ৷ সেখানেই গতরাত সাড়ে 11টা নাগাদ মৃত্যু হয় তাঁর ৷
মৃত এই নার্স বাটা অঞ্চলের বাসিন্দা ছিলেন ৷ SSKM হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ICCU-তে কর্মরত ছিলেন ৷ কয়েকদিন আগে তাঁর জ্বর আসে ৷ তারপর থেকে বাড়িতেই ছিলেন তিনি ৷ পরে শ্বাসকষ্ট শুরু হওয়ায় 16 জুলাই তাঁকে SSKM হাসপাতালে ভরতি করানো হয় ৷ 18 জুলাই তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায়, তিনি কোরোনায় আক্রান্ত ৷ সেদিনই তাঁকে বেলেঘাটা ID-তে স্থানান্তরিত করা হয় ৷ শুধু কোরোনা নয়, এই নার্স হাঁপানির সমস্যায় আক্রান্ত ছিলেন বলেও জানা গিয়েছে ৷ পরে তাঁর শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গিয়েছিল ৷ নার্সের স্বামীও কোরোনা আক্রান্ত ৷ তিনি হোম আইসোলেশনে রয়েছেন ৷
এই মৃত্যুর জেরে নার্সদের বিভিন্ন অংশের মধ্যে ক্ষোভ আরও বেড়ে গিয়েছে ৷ তাঁদের অভিযোগ, নার্সদের সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না ৷ নার্সদের সংগঠন নার্সেজ় ইউনিটির তরফে জানানো হয়েছে, এই নার্সের মৃত্যুর পরও তাঁর ছেলেকে জানানো সম্ভব হচ্ছে না খবরটা ৷ কারণ, বাড়িতে অসুস্থ মা-বাবা রয়েছেন ৷ মৃত্যুর খবর শোনার পর ছেলেকে কে সামলাবে ৷
রাজ্যের কোথায় কতজন নার্স কোরোনায় আক্রান্ত তার কোনও সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ নার্সেজ় ইউনিটির সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায়ের ৷ বলেন, "কোরোনার বিরুদ্ধে চলা এই যুদ্ধে নার্সদের সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না ৷ আমাদের নার্সদের খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে ৷ কোনও নার্স যদি কোরোনায় আক্রান্ত হন তাহলে তাঁর সুরক্ষার জন্য কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে না ?"