কলকাতা, 17 এপ্রিল : কয়েকদিন ধরেই অভিযোগ উঠছিল । প্রশ্ন উঠছিল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিয়ে । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের একাংশের অভিযোগ, পর্যাপ্ত PPE দেওয়া হচ্ছে না। অভাব রয়েছে হ্যান্ড স্যানিটাইজ়ারের। যে গ্লাভস দেওয়া হচ্ছে তা নিম্নমানের । এভাবে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের। কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিল স্বাস্থ্য দপ্তর । জানিয়ে দেওয়া হল, মেডিকেল কলেজে পর্যাপ্ত চিকিৎসা সংক্রান্ত সামগ্রী পাঠানো হয়েছে । যথাযথ সুরক্ষার ব্যবস্থাও রয়েছে ।
আজ স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়, ইতিমধ্যেই মেডিকেল কলেজে 8 হাজার 350টি PPE, 4 হাজার 200 N95 মাস্ক, 17 হাজার 50 টি ডিসপোজ়েবল মাস্ক, 8 হাজার 300টি পুনরায় ব্যবহারযোগ্য মাস্ক, 14 হাজার 500 গ্লাভস ও 712 লিটার স্যানিটাইজ়ার পাঠানো হয়েছে । চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই কাজ করছে স্বাস্থ্য দপ্তর । রাজ্যের সবকটি হাসপাতালেই পাঠানো হয়েছে পর্যাপ্ত সামগ্রী। সরকারের অর্ডার অনুযায়ী যেভাবে জিনিসপত্র আসছে সঙ্গে সঙ্গে তা পাঠিয়ে দেওয়া হচ্ছে হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে।
এর আগে মেডিকেল কলেজের একাংশের তরফে অভিযোগ ছিল, স্বাস্থ্য দপ্তরের তরফে PPE-র বদলে দেওয়া হচ্ছে সস্তার রেইনকোট। যেটি পরে কোরোনা রোগীর চিকিৎসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ । কারণ ওই রেইনকোটে গলার কাছে, কোমরের কাছে অনেক হাওয়া ঢোকার জায়গা রয়েছে। এর সঙ্গেই যে গ্লাভসগুলি দেওয়া হয়েছে তা সস্তার । অভিযোগকারীদের বক্তব্য, রাজ্যে ইতিমধ্যে বেশ কয়েকজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এই ধরনের সরঞ্জাম ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ । কোথাও যেন সংক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছে । যদিও আজ সমস্ত দাবি ও অভিযোগ কার্যত উড়িয়ে দিল সরকার ।