ETV Bharat / state

টেট পরীক্ষা ঘিরে উত্তেজনা ! সময়ের আগে গেট বন্ধ করে দেওয়া নিয়ে বিতর্ক বাগবাজারের স্কুলে ! নাজেহাল পরীক্ষার্থীরা - TET in Kolkata

TET Examination 2023: শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে টালমাটাল চলছে রাজ্যে ৷ তার মধ্যে আজ টেট পরীক্ষা ৷ তবে পরীক্ষা শুরুর আগে গোলমাল বাধল বাগবাজার মাল্টিপারপস স্কুলে ৷

ETV Bharat
টেট পরীক্ষায় উত্তেজনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2023, 12:11 PM IST

Updated : Dec 24, 2023, 2:03 PM IST

টেট পরীক্ষা দিতে এসে বাগবাজারে স্কুলের গেট বন্ধ দেখে পরীক্ষার্থীরা

কলকাতা, 24 ডিসেম্বর: রাজ্যে চলছে প্রাথমিকের টেট ৷ এই পরীক্ষা ঘিরে দিনের শুরুতেই অপ্রীতিকর ঘটনা ঘটল কলকাতায় ৷ দুপুর 12টা থেকে শুরু হওয়ার কথা ৷ তার আগে উত্তর কলকাতার বাগবাজার মাল্টিপারপস স্কুলে সকাল 11টার সময় গেট বন্ধ করে দেওয়া হয় ৷ এদিকে একাধিক টেট পরীক্ষার্থী স্কুলগেটে পৌঁছে দেখেন গেট বন্ধ ৷ এরপর সামনে দাঁড়িয়ে থাকা পুলিশকর্মীদের তাঁরা এর কারণ জিজ্ঞাসা করেন ৷ তখন পুলিশকর্মীরা জানিয়ে দেন, স্কুল কর্তৃপক্ষ গেট বন্ধ করার নির্দেশ দিয়েছে ৷ এটা তাঁদের আওতায় পড়ে না ৷ এমনকী পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় নিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের বচসা বাধে ৷

পুলিশ জানিয়ে দেয়, পরীক্ষা নিয়ে কোনও অভিযোগ জানাতে হলে, স্কুল কর্তৃপক্ষ বা সরকারকে জানাতে হবে ৷ টেট পরীক্ষার্থীদের এক পুলিশকর্মী জানান, সকাল 9.30 মিনিট থেকে 11টা পর্যন্ত স্কুলে ঢোকা যাবে ৷ এদিকে পরীক্ষার্থীরা অভিযোগ করেন, তাঁদের এই সময়ের কথা জানানো হয়নি ৷ তাঁরা এবিষয়টি একেবারেই জানেন না ৷ পরীক্ষার্থীরা স্কুলের দরজায় কড়া নাড়তে থাকেন ৷

পুলিশ আরও জানায়, তাদের দায়িত্ব আইন ও শৃঙ্খলা সামলানো ৷ এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ পরীক্ষার্থীরা চিৎকার করে বলতে থাকেন, এই পরীক্ষা সম্পর্কিত যে নথি তাঁদের পাঠানো হয়েছে ৷ তাতে কোথাও এমন কোনও উল্লেখ নেই যে, পরীক্ষার এক ঘণ্টা আগে ঢুকতে হবে ৷ তাই 11টায় কেন গেট বন্ধ হল, এনিয়ে শোরগোল পড়ে যায় পরীক্ষার্থীদের মধ্যে ৷ এই পরিস্থিতিতে 11.45 মিনিট নাগাদ স্কুল কর্তৃপক্ষ ফের গেট খোলে ৷ তখন বাইরে দাঁড়িয়ে থাকা প্রায় 50 জন পরীক্ষার্থী লাইন দিয়ে স্কুলে ঢোকেন ৷

টেট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:

  • 2022-এর 11 ডিসেম্বর পাঁচ বছর বাদে প্রাথমিকের টেট পরীক্ষা হয় ৷
  • 2023-এর 10 ডিসেম্বর টেট পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ তার বদলে আজ 24 ডিসেম্বর টেট পরীক্ষা হচ্ছে ৷
  • নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটিহীন রাখতে সচেষ্ট পর্ষদ।
  • সিসিটিভির নজরদারিতে এই পরীক্ষা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ এর সঙ্গে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের জন্য বায়োমেট্রিকের ব্যবস্থাও রাখা হয়েছে ।
  • মোবাইল ফোন বা স্ক্যানার জাতীয় ব্লু-টুথ প্রযুক্তি রয়েছে এমন কোনও যন্ত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না
  • প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট নিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে আসতে হবে ৷
  • এই পরীক্ষার জন্য আজ 130টির পরিবর্তে 234 টি মেট্রো চলার কথা ৷ রবিরার সাধারণত 130টি মেট্রো চলে। এদিন টেট থাকায় মেট্রোর সংখ্যা আরও বাড়ানো হয়েছে। এছাড়াও রাজ্য পরিবহণ দফতরের বাড়তি বাস থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷
  • কলকাতা পুলিশের পক্ষ থেকে টেট পরীক্ষার্থীদের জন্য আলাদা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে ।
  • এবছর 11 হাজার 765 টি আসন আসন খালি আছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ পরীক্ষার্থীর সংখ্যা 3 লক্ষ 9 হাজার 54 জন ৷
  • সারা রাজ্যে 773 টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা হচ্ছে । এর মধ্যে কলকাতায় পাঁচটি পরীক্ষাকেন্দ্র রয়েছে- চেতলা গার্লস যাদবপুর বিদ্যাপীঠ, টাকি মাল্টিপারপাস বয়েজ স্কুল, বাগবাজার মাল্টিপারপাস গার্লস এবং কুমার আশুতোষ ইনস্টিটিউশন ৷
  • বারোটা থেকে আড়াইটা পর্যন্ত পরীক্ষা নেওয়া হলেও দশটার পর পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে পরীক্ষার্থীদের ৷
  • টেটের দিনেই রবিবার ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ। পরিবহন সমস্যার আশঙ্কায় অনেকেই চার ঘন্টা আগেই পরীক্ষা কেন্দ্রে। ইতিমধ্যেই সকাল আটটা থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের ভিড়।

আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক শেষেও কাটল না জট, দিন ঘিরে রয়ে গেল বিতর্ক

টেট পরীক্ষা দিতে এসে বাগবাজারে স্কুলের গেট বন্ধ দেখে পরীক্ষার্থীরা

কলকাতা, 24 ডিসেম্বর: রাজ্যে চলছে প্রাথমিকের টেট ৷ এই পরীক্ষা ঘিরে দিনের শুরুতেই অপ্রীতিকর ঘটনা ঘটল কলকাতায় ৷ দুপুর 12টা থেকে শুরু হওয়ার কথা ৷ তার আগে উত্তর কলকাতার বাগবাজার মাল্টিপারপস স্কুলে সকাল 11টার সময় গেট বন্ধ করে দেওয়া হয় ৷ এদিকে একাধিক টেট পরীক্ষার্থী স্কুলগেটে পৌঁছে দেখেন গেট বন্ধ ৷ এরপর সামনে দাঁড়িয়ে থাকা পুলিশকর্মীদের তাঁরা এর কারণ জিজ্ঞাসা করেন ৷ তখন পুলিশকর্মীরা জানিয়ে দেন, স্কুল কর্তৃপক্ষ গেট বন্ধ করার নির্দেশ দিয়েছে ৷ এটা তাঁদের আওতায় পড়ে না ৷ এমনকী পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় নিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের বচসা বাধে ৷

পুলিশ জানিয়ে দেয়, পরীক্ষা নিয়ে কোনও অভিযোগ জানাতে হলে, স্কুল কর্তৃপক্ষ বা সরকারকে জানাতে হবে ৷ টেট পরীক্ষার্থীদের এক পুলিশকর্মী জানান, সকাল 9.30 মিনিট থেকে 11টা পর্যন্ত স্কুলে ঢোকা যাবে ৷ এদিকে পরীক্ষার্থীরা অভিযোগ করেন, তাঁদের এই সময়ের কথা জানানো হয়নি ৷ তাঁরা এবিষয়টি একেবারেই জানেন না ৷ পরীক্ষার্থীরা স্কুলের দরজায় কড়া নাড়তে থাকেন ৷

পুলিশ আরও জানায়, তাদের দায়িত্ব আইন ও শৃঙ্খলা সামলানো ৷ এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ পরীক্ষার্থীরা চিৎকার করে বলতে থাকেন, এই পরীক্ষা সম্পর্কিত যে নথি তাঁদের পাঠানো হয়েছে ৷ তাতে কোথাও এমন কোনও উল্লেখ নেই যে, পরীক্ষার এক ঘণ্টা আগে ঢুকতে হবে ৷ তাই 11টায় কেন গেট বন্ধ হল, এনিয়ে শোরগোল পড়ে যায় পরীক্ষার্থীদের মধ্যে ৷ এই পরিস্থিতিতে 11.45 মিনিট নাগাদ স্কুল কর্তৃপক্ষ ফের গেট খোলে ৷ তখন বাইরে দাঁড়িয়ে থাকা প্রায় 50 জন পরীক্ষার্থী লাইন দিয়ে স্কুলে ঢোকেন ৷

টেট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:

  • 2022-এর 11 ডিসেম্বর পাঁচ বছর বাদে প্রাথমিকের টেট পরীক্ষা হয় ৷
  • 2023-এর 10 ডিসেম্বর টেট পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ তার বদলে আজ 24 ডিসেম্বর টেট পরীক্ষা হচ্ছে ৷
  • নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটিহীন রাখতে সচেষ্ট পর্ষদ।
  • সিসিটিভির নজরদারিতে এই পরীক্ষা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ এর সঙ্গে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের জন্য বায়োমেট্রিকের ব্যবস্থাও রাখা হয়েছে ।
  • মোবাইল ফোন বা স্ক্যানার জাতীয় ব্লু-টুথ প্রযুক্তি রয়েছে এমন কোনও যন্ত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না
  • প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট নিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে আসতে হবে ৷
  • এই পরীক্ষার জন্য আজ 130টির পরিবর্তে 234 টি মেট্রো চলার কথা ৷ রবিরার সাধারণত 130টি মেট্রো চলে। এদিন টেট থাকায় মেট্রোর সংখ্যা আরও বাড়ানো হয়েছে। এছাড়াও রাজ্য পরিবহণ দফতরের বাড়তি বাস থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷
  • কলকাতা পুলিশের পক্ষ থেকে টেট পরীক্ষার্থীদের জন্য আলাদা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে ।
  • এবছর 11 হাজার 765 টি আসন আসন খালি আছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ পরীক্ষার্থীর সংখ্যা 3 লক্ষ 9 হাজার 54 জন ৷
  • সারা রাজ্যে 773 টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা হচ্ছে । এর মধ্যে কলকাতায় পাঁচটি পরীক্ষাকেন্দ্র রয়েছে- চেতলা গার্লস যাদবপুর বিদ্যাপীঠ, টাকি মাল্টিপারপাস বয়েজ স্কুল, বাগবাজার মাল্টিপারপাস গার্লস এবং কুমার আশুতোষ ইনস্টিটিউশন ৷
  • বারোটা থেকে আড়াইটা পর্যন্ত পরীক্ষা নেওয়া হলেও দশটার পর পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে পরীক্ষার্থীদের ৷
  • টেটের দিনেই রবিবার ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ। পরিবহন সমস্যার আশঙ্কায় অনেকেই চার ঘন্টা আগেই পরীক্ষা কেন্দ্রে। ইতিমধ্যেই সকাল আটটা থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের ভিড়।

আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক শেষেও কাটল না জট, দিন ঘিরে রয়ে গেল বিতর্ক

Last Updated : Dec 24, 2023, 2:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.