ETV Bharat / state

Constable Death: থানার সামনে বাইকে থাকা পুলিশকর্মীকে পিষে দিল বালিবোঝাই লরি - মৃত্যু হল কনস্টেবলের

বালিবোঝাই লরির ধাক্কা কনস্টেবলের বাইকে ৷ ঘটনায় মৃত্যু হয়েছে শিশির মণ্ডল নামে ওই কনস্টেবল । ঠাকুরপুকুর থানায় কর্মরত ছিলেন তিনি ।

Etv Bharat
পুলিশ কর্মীকে পিষে দিল বালিবোঝাই লরি
author img

By

Published : Apr 8, 2023, 12:52 PM IST

কলকাতা, 8 এপ্রিল: ডিউটি শেষ করে ফেরার পথে মৃত্যু হল কনস্টেবলের ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বেহালার ঠাকুরপুকুর থানার সামনে । মালদহের বাসিন্দা মৃত ওই কনস্টেবলের নাম শিশির মণ্ডল। ঠাকুরপুকুর থানা এলাকায় সারারাত ডিউটি করে বাইক নিয়ে এদিন থানায় ফিরছিলেন ওই কনস্টেবল । সেই সময়েই দুর্ঘটনাটি ঘটেছে । তাঁর পরিবারের সদস্যরা ইতিমধ্যেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে ।

জানা গিয়েছে, এদিন সকালে ঠাকুরপুকুর থানার সামনে তাঁর বাইটি যখন ইউটার্ন নিচ্ছিল সেই সময়েই দ্রুত গতিতে আসা একটি বালিবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই কনস্টেবলের বাইকে । তিনি পড়ে গেলে তাঁর উপর দিয়েই চলে যায় লরিটি । ঘটনাটি ঠাকুরপুকুর থানায় থাকা কয়েকজন পুলিশকর্মীর দেখতে পেয়েই শিশির মণ্ডলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

পুলিশের অভিযোগ, ঘাতক লরিটির গতি বেশি থাকায় দুর্ঘটনাটি ঘটেছে । লরিটিকে আটক করলেও তার চালক ও খালাসী পলাতক । ঘটনার সিসিটিভি ফুটেজ জোগাড় করেছে পুলিশ । ওই এলাকা দিয়ে ইউটার্ন নেওয়া যায় কি না তাও খতিয়ে দেখছে পুলিশ । এছাড়াও মৃত কনস্টেবলের মাথা থেকে কীভাবে হেলমেট খুলল তাও খতিয়ে দেখা হচ্ছে । ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং ট্রাফিক বিভাগের পুলিশ কর্মীরা ।

আরও পড়ুন: এসআই-এর মৃত্যুতে খুনের অভিযোগ স্ত্রীর, অন্য পুলিশ আধিকারিককে নিয়ে সন্দেহ

2022 সালে 20 সেপ্টেম্বর ডিউটি সেরে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন এক পুলিশ কনস্টেবল । ডায়মন্ড হারবার রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক কনস্টেবলের । মৃত প্রদীপ মুখোপাধ্যায় (38) ঠাকুরপুকুর থানার বাছারপাড়া সারদা পার্ক এলাকার বাসিন্দা । তিনি কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখায় কর্মরত ছিলেন ।

আরও পড়ুন: স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী! ক্যানসার-খরচের চাপে চরম পদক্ষেপ, অনুমান পুলিশের

কলকাতা, 8 এপ্রিল: ডিউটি শেষ করে ফেরার পথে মৃত্যু হল কনস্টেবলের ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বেহালার ঠাকুরপুকুর থানার সামনে । মালদহের বাসিন্দা মৃত ওই কনস্টেবলের নাম শিশির মণ্ডল। ঠাকুরপুকুর থানা এলাকায় সারারাত ডিউটি করে বাইক নিয়ে এদিন থানায় ফিরছিলেন ওই কনস্টেবল । সেই সময়েই দুর্ঘটনাটি ঘটেছে । তাঁর পরিবারের সদস্যরা ইতিমধ্যেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে ।

জানা গিয়েছে, এদিন সকালে ঠাকুরপুকুর থানার সামনে তাঁর বাইটি যখন ইউটার্ন নিচ্ছিল সেই সময়েই দ্রুত গতিতে আসা একটি বালিবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই কনস্টেবলের বাইকে । তিনি পড়ে গেলে তাঁর উপর দিয়েই চলে যায় লরিটি । ঘটনাটি ঠাকুরপুকুর থানায় থাকা কয়েকজন পুলিশকর্মীর দেখতে পেয়েই শিশির মণ্ডলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

পুলিশের অভিযোগ, ঘাতক লরিটির গতি বেশি থাকায় দুর্ঘটনাটি ঘটেছে । লরিটিকে আটক করলেও তার চালক ও খালাসী পলাতক । ঘটনার সিসিটিভি ফুটেজ জোগাড় করেছে পুলিশ । ওই এলাকা দিয়ে ইউটার্ন নেওয়া যায় কি না তাও খতিয়ে দেখছে পুলিশ । এছাড়াও মৃত কনস্টেবলের মাথা থেকে কীভাবে হেলমেট খুলল তাও খতিয়ে দেখা হচ্ছে । ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং ট্রাফিক বিভাগের পুলিশ কর্মীরা ।

আরও পড়ুন: এসআই-এর মৃত্যুতে খুনের অভিযোগ স্ত্রীর, অন্য পুলিশ আধিকারিককে নিয়ে সন্দেহ

2022 সালে 20 সেপ্টেম্বর ডিউটি সেরে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন এক পুলিশ কনস্টেবল । ডায়মন্ড হারবার রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক কনস্টেবলের । মৃত প্রদীপ মুখোপাধ্যায় (38) ঠাকুরপুকুর থানার বাছারপাড়া সারদা পার্ক এলাকার বাসিন্দা । তিনি কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখায় কর্মরত ছিলেন ।

আরও পড়ুন: স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী! ক্যানসার-খরচের চাপে চরম পদক্ষেপ, অনুমান পুলিশের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.