ETV Bharat / state

Mamata Banerjee at Chhath Puja: ছটপুজোর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানালেন শুভেচ্ছা - Chhath Puja 2022

ছটপুজোর শুভেচ্ছা জানাতে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে গঙ্গার বিভিন্ন ঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Chhath Puja)৷

Etv Bharat
ছটপুজোর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Oct 30, 2022, 4:57 PM IST

Updated : Oct 30, 2022, 5:15 PM IST

কলকাতা, 30 অক্টোবর: ছটপুজোর অনুষ্ঠানে যোগ দিতে গঙ্গার বিভিন্ন ঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee at Chhath Puja Programme)৷ বিহারী ভাষাভাষী মানুষদের শুভেচ্ছা জানালেন তিনি । রবিবার বিকেলে দলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সি, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সঙ্গে নিয়ে গঙ্গার ঘাটে হাজির হন মুখ্যমন্ত্রী ৷

মূলত, ছটপুজোর দিন গঙ্গার ঘাটে প্রচুর হিন্দি ভাষাভাষী মানুষদের ভিড় হয় । সূর্যাস্তের সময় গঙ্গার ঘাটে উপস্থিত হয়ে তাঁরা সূর্যদেবতার পুজো করেন (Chhath Puja 2022)। এদিন তাঁদের শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী ।প্রথমে তক্তাঘাটে এবং পরে দইঘাটে যান ৷ সেখানে সাবধানতার সঙ্গে সূর্য দেবতার উপাসনা করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান ।

আরও পড়ুন : ছট পুজোয় ডিজে, প্লাস্টিকে না, সুবজ বাজিতে সময় বেঁধে দিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ

প্রথমে তক্তাঘাটে গিয়ে তিনি বলেন, "ছটপুজোর জন্য এই সরকার অনেক কাজ করেছে । অনেক জায়গায় কৃত্রিম পুকুর তৈরি করা হয়েছে । কোথাও কোথাও পুলিশ এবং আমাদের নেতৃত্ব গঙ্গার ঘাটে উপস্থিত থেকে যাতে সুস্থভাবে এই উৎসব সম্পন্ন করা যায় তার ব্যবস্থা করেছে । আমি শুধু মানুষকে অনুরোধ করব আপনারা ধীরে ধীরে শান্তিপূর্ণভাবে আপনাদের পরব সম্পন্ন করুন । কেউ কেউ অশান্তি করার চেষ্টা করছেন কিন্তু প্ররোচনায় পা দেবেন না । ওরা পরিকল্পনা করেই এসব করছে, ঝগড়া লাগানোর চেষ্টা করছে এতে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, "সদ্য দুর্গাপুজো সম্পন্ন হয়েছে, আমরা তাতেও অংশগ্রহণ করেছি । কালীপুজো এবং দিওয়ালিতেও অংশগ্রহণ করেছি । আমরা সমস্ত ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করি । মনে রাখবেন ধর্ম যার যার নিজের, তবে উৎসব সবার ।" একইভাবে এদিন দইঘাটে গিয়েও ছটপুজো করতে আসা পুণ্যার্থীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী । সেখানেও ধীরস্থিরভাবে এই কর্মসূচি সম্পাদনের কথা বলেন তিনি । এদিন এই মঞ্চ থেকে তিনি জানিয়ে দেন, ইতিমধ্যেই রাজ্যের জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গিয়েছে । রবিবারই তিনি পোস্তা বাজারে আয়োজিত পুজোর উদ্বোধনে যাবেন । এখানেও তিনি সকলকে নিয়ে চলার বার্তা দেন ।

আরও পড়ুন : ছটপুজোয় ফলের চাহিদা তুঙ্গে, বেড়েছে দামও

কলকাতা, 30 অক্টোবর: ছটপুজোর অনুষ্ঠানে যোগ দিতে গঙ্গার বিভিন্ন ঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee at Chhath Puja Programme)৷ বিহারী ভাষাভাষী মানুষদের শুভেচ্ছা জানালেন তিনি । রবিবার বিকেলে দলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সি, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সঙ্গে নিয়ে গঙ্গার ঘাটে হাজির হন মুখ্যমন্ত্রী ৷

মূলত, ছটপুজোর দিন গঙ্গার ঘাটে প্রচুর হিন্দি ভাষাভাষী মানুষদের ভিড় হয় । সূর্যাস্তের সময় গঙ্গার ঘাটে উপস্থিত হয়ে তাঁরা সূর্যদেবতার পুজো করেন (Chhath Puja 2022)। এদিন তাঁদের শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী ।প্রথমে তক্তাঘাটে এবং পরে দইঘাটে যান ৷ সেখানে সাবধানতার সঙ্গে সূর্য দেবতার উপাসনা করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান ।

আরও পড়ুন : ছট পুজোয় ডিজে, প্লাস্টিকে না, সুবজ বাজিতে সময় বেঁধে দিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ

প্রথমে তক্তাঘাটে গিয়ে তিনি বলেন, "ছটপুজোর জন্য এই সরকার অনেক কাজ করেছে । অনেক জায়গায় কৃত্রিম পুকুর তৈরি করা হয়েছে । কোথাও কোথাও পুলিশ এবং আমাদের নেতৃত্ব গঙ্গার ঘাটে উপস্থিত থেকে যাতে সুস্থভাবে এই উৎসব সম্পন্ন করা যায় তার ব্যবস্থা করেছে । আমি শুধু মানুষকে অনুরোধ করব আপনারা ধীরে ধীরে শান্তিপূর্ণভাবে আপনাদের পরব সম্পন্ন করুন । কেউ কেউ অশান্তি করার চেষ্টা করছেন কিন্তু প্ররোচনায় পা দেবেন না । ওরা পরিকল্পনা করেই এসব করছে, ঝগড়া লাগানোর চেষ্টা করছে এতে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, "সদ্য দুর্গাপুজো সম্পন্ন হয়েছে, আমরা তাতেও অংশগ্রহণ করেছি । কালীপুজো এবং দিওয়ালিতেও অংশগ্রহণ করেছি । আমরা সমস্ত ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করি । মনে রাখবেন ধর্ম যার যার নিজের, তবে উৎসব সবার ।" একইভাবে এদিন দইঘাটে গিয়েও ছটপুজো করতে আসা পুণ্যার্থীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী । সেখানেও ধীরস্থিরভাবে এই কর্মসূচি সম্পাদনের কথা বলেন তিনি । এদিন এই মঞ্চ থেকে তিনি জানিয়ে দেন, ইতিমধ্যেই রাজ্যের জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গিয়েছে । রবিবারই তিনি পোস্তা বাজারে আয়োজিত পুজোর উদ্বোধনে যাবেন । এখানেও তিনি সকলকে নিয়ে চলার বার্তা দেন ।

আরও পড়ুন : ছটপুজোয় ফলের চাহিদা তুঙ্গে, বেড়েছে দামও

Last Updated : Oct 30, 2022, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.