ETV Bharat / state

Mamata Banerjee: প্রাকৃতিক দুর্যোগে রাজ্যে মৃত 9, ক্ষতিগ্রস্ত পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর - আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

সোমবার ঝড়-বৃষ্টিতে রাজ্যে 9 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 16, 2023, 7:53 PM IST

কলকাতা, 16 মে: সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা কালবৈশাখীর তাণ্ডবের সাক্ষী থেকেছে ৷ মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সোমবারের ঝড়-বৃষ্টিতে রাজ্যে 9 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের পরিবারকে রাজ্যের তরফে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷ মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ বলেছেন, "জীবন হল সবচেয়ে মূল্যবান ৷ তা চলে গেলে তার আর কোনও ক্ষতিপূরণ হয় না ৷ তবে মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য মানবিক সিদ্ধান্ত নিয়েছে ৷"

উল্লেখ্য, সোমবারের ঝড়-বৃষ্টিতে হাওড়ায় মারা গিয়েছেন 3 জন ৷ পশ্চিম মেদিনীপুরে 1 জন, উত্তর 24 পরগনায় 2 জন, পূর্ব মেদিনীপুরে একজন এবং ঝাড়গ্রামে 1 জনের মৃত্যু হয়েছে। রবিবার কলকাতার একবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মা ও মেয়ের ৷ তাঁদের পরিবারকেও এদিন আড়াই লক্ষ টাকা করে সাহায্য প্রদান করেন মুখ্যমন্ত্রী ৷ এদিন তিনি একবালপুরে যান ৷

উল্লেখ্য, সোমবার কলকাতায় কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে পড়ে একাধিক গাছ ৷ গাড়ির উপরেই ভেঙে পড়ে গাছ ৷ আবহাওয়ার দফতর সূত্রে খবর, বিহার ও ঝাড়খণ্ডের মাঝ বরাবর একটি অক্ষরেখা রয়েছে। আর সেজন্য বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। ফলস্বরূপ এই সপ্তাহ জুড়েই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিস থেকে। বেশকিছু জেলায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। সোমবার সন্ধ্যায় ঝড়-বৃষ্টির জন্য রাজ্যের বহু জায়গায় গাছ-ঘরবাড়ি ভেঙে পড়ে গিয়েছে। কলকাতায় যান চলাচলও ব্যাহত হয় ৷

শিয়ালদা শাখাতেও ব্যাহত হয় ট্রেন চলাচল ৷ উল্লেখ্য, সোমবার কলকাতায় সর্বোচ্চ 84 কিমি গতিবেগে ঝড় বয়ে যায়, যার স্থায়িত্ব ছিল মাত্র তিন মিনিট ৷ সোমবার বৃষ্টির পর তীব্র গরম থেকে কিছুটা মুক্তি পেয়েছেন সাধারণ মানুষ ৷ আগামী কয়েকদিনও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৷

আরও পড়ুন: এগরার বিস্ফোরণে মৃত 5, সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা, 16 মে: সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা কালবৈশাখীর তাণ্ডবের সাক্ষী থেকেছে ৷ মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সোমবারের ঝড়-বৃষ্টিতে রাজ্যে 9 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের পরিবারকে রাজ্যের তরফে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷ মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ বলেছেন, "জীবন হল সবচেয়ে মূল্যবান ৷ তা চলে গেলে তার আর কোনও ক্ষতিপূরণ হয় না ৷ তবে মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য মানবিক সিদ্ধান্ত নিয়েছে ৷"

উল্লেখ্য, সোমবারের ঝড়-বৃষ্টিতে হাওড়ায় মারা গিয়েছেন 3 জন ৷ পশ্চিম মেদিনীপুরে 1 জন, উত্তর 24 পরগনায় 2 জন, পূর্ব মেদিনীপুরে একজন এবং ঝাড়গ্রামে 1 জনের মৃত্যু হয়েছে। রবিবার কলকাতার একবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মা ও মেয়ের ৷ তাঁদের পরিবারকেও এদিন আড়াই লক্ষ টাকা করে সাহায্য প্রদান করেন মুখ্যমন্ত্রী ৷ এদিন তিনি একবালপুরে যান ৷

উল্লেখ্য, সোমবার কলকাতায় কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে পড়ে একাধিক গাছ ৷ গাড়ির উপরেই ভেঙে পড়ে গাছ ৷ আবহাওয়ার দফতর সূত্রে খবর, বিহার ও ঝাড়খণ্ডের মাঝ বরাবর একটি অক্ষরেখা রয়েছে। আর সেজন্য বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। ফলস্বরূপ এই সপ্তাহ জুড়েই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিস থেকে। বেশকিছু জেলায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। সোমবার সন্ধ্যায় ঝড়-বৃষ্টির জন্য রাজ্যের বহু জায়গায় গাছ-ঘরবাড়ি ভেঙে পড়ে গিয়েছে। কলকাতায় যান চলাচলও ব্যাহত হয় ৷

শিয়ালদা শাখাতেও ব্যাহত হয় ট্রেন চলাচল ৷ উল্লেখ্য, সোমবার কলকাতায় সর্বোচ্চ 84 কিমি গতিবেগে ঝড় বয়ে যায়, যার স্থায়িত্ব ছিল মাত্র তিন মিনিট ৷ সোমবার বৃষ্টির পর তীব্র গরম থেকে কিছুটা মুক্তি পেয়েছেন সাধারণ মানুষ ৷ আগামী কয়েকদিনও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৷

আরও পড়ুন: এগরার বিস্ফোরণে মৃত 5, সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.