কলকাতা, 14 মার্চ : কোরোনা ভাইরাস নিয়ে মুখ্যমন্ত্রী দ্বিচারিতা করছেন বলে অভিযোগ তুললেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী । অফিস, স্কুল, কলেজ অর্থাৎ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যখন ছুটি দেওয়ার ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার, তখনই বহু লোকের সমাগমে ক্লাবকে টাকার চেক বিলি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অথচ তিনি বলছেন ভিড় এড়িয়ে চলার কথা । এই বিষয়টিকে দ্বিচারিতা বলে মন্তব্য করলেন সুজন চক্রবর্তী ।
সুজন চক্রবর্তীর কথায়, কোরোনা ভাইরাস যেভাবে ছড়াচ্ছে তা বিপদজনক । কোরোনা ভাইরাসের জন্য খেলা বন্ধ । যেদিন মুখ্যমন্ত্রী বিপদজনক ভাইরাস সম্পর্কে সতর্ক হতে বললেন, সেদিনই বহু লোকের সমাগমে চেক বিলির অনুষ্ঠান করলেন ক্লাবগুলিতে । দলে দলে লোক এলেন চেক নিতে । মুখ্যমন্ত্রী উপস্থিত থেকে টাকাও দিলেন । বিধানসভা খোলা রইল । ঘোষণা করা হল বিধানসভায় সাংবাদিকরাও কম ঢুকবে । সার্বিকভাবে যুদ্ধকালীন পরিস্থিতি গ্রহণ করা উচিত কোরোনা ভাইরাসের বিরুদ্ধে ।
কেন্দ্রের নির্দেশিকা জারি হলে, যুদ্ধকালীন পরিস্থিতিতে মোকাবিলা করা উচিত কোরোনা ভাইরাসের বিরুদ্ধে । কোটি কোটি টাকা খরচ করে মুখ্যমন্ত্রী চেক বিলি করলেন । কোরোনার জন্য মুখ্যমন্ত্রী নিজে ডেমোস্ট্রেশন দিলেন । অথচ মাস্কের ব্যবস্থা করে দিতে পারলেন না । সমগ্র বিষয়টিকে দ্বিচারিতা বলে মন্তব্য করেছেন তিনি ।
এর পাশাপাশি সকলের উদ্দেশে সুজনের বার্তা, আতঙ্কিত হবেন না, সুরক্ষিত থাকুন ।