ETV Bharat / state

হাসপাতাল থেকে ভার্চুয়াল শুনানি, সুজয়কৃষ্ণের বিরুদ্ধে সিবিআই আদালতে চার্জ গঠন - SUJAY KRISHNA BHADRA ON CBI COURT

হাসপাতাল থেকেই ভার্চুয়াল শুনানি ৷ কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জ গঠন সিবিআইয়ের বিশেষ আদালতে ৷

Sujay Krishna Bhadra
সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জ গঠন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2025, 4:45 PM IST

কলকাতা, 6 জানুয়ারি: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় চার্জ গঠন করল বিশেষ সিবিআই আদালত। বেশ কয়েকদিন ধরে তাঁর শারীরিক অসুস্থতার জন্য থমকে যাচ্ছিল চার্জ গঠনের প্রক্রিয়া । কিন্তু সোমবার বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে ভার্চুয়ালি পেশ করা হয় আদালতে ৷ বিচারক শুভেন্দু সাহা ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করেন ৷ এরপরই আর্থিক তছরূপের ধারায় চার্জ গঠন করেন বিচারক ।

এদিন বিচারক বলেন, "আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আপনি প্রাথমিকে একটা বড়সড় দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন ৷ এই কাজটা করার জন্য আপনি পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষের সঙ্গে যুক্ত হয়ে অযোগ্য চাকরিপ্রার্থীদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন ৷ এছাড়াও লিপস অ্যান্ড বাউন্ডসের কয়েককোটি টাকা আর্থিক তছরূপের সঙ্গে জড়িত আছেন । পিএমএলএ অ্যাক্টের সেকশন 3-এর আওতায় আপনার বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে । তাই পিএমএলএ অ্যাক্টের সেকশন 4-এর আওতায় আপনার বিরুদ্ধে চার্জ গঠন করা হচ্ছে ।"

বিচারক ও সুজয়কৃষ্ণ ভদ্রের কথোপকথন :

বিচারক: আপনি দোষী না নির্দোষ ?
সুজয়কৃষ্ণ: আমার সম্পর্কে কে অভিযোগ করল স্যার ?
বিচারক: সেটা আগের দিনের শুনানিতে বিস্তারিত বলা হয়েছে । এখন আপনি অসুস্থ। আপনাকে বেশি কষ্ট দিতে চাই না ৷ আপনি দোষী না নির্দোষ ?
সুজয়কৃষ্ণ: আমি সম্পূর্ণ নির্দোষ।

এরপর বিচারক শুভেন্দু সাহা হাসপাতালকে বলেন, "সুজয়কৃষ্ণ অনেক দিন ধরে ভুগছেন ৷ ভালো করে ওনার চিকিৎসা করুন।" উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে মোট 54 জনের বিরুদ্ধে চার্জ গঠন হওয়ার কথা ৷ তবে ইতিমধ্যেই 19 জন অভিযুক্ত মামলা থেকে অব্যাহতি চেয়ে ডিসচার্জ পিটিশন দায়ের করেছেন। তাদের বিষয়ে বিচারক এখনও কোনও নির্দেশ দেননি ।

কলকাতা, 6 জানুয়ারি: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় চার্জ গঠন করল বিশেষ সিবিআই আদালত। বেশ কয়েকদিন ধরে তাঁর শারীরিক অসুস্থতার জন্য থমকে যাচ্ছিল চার্জ গঠনের প্রক্রিয়া । কিন্তু সোমবার বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে ভার্চুয়ালি পেশ করা হয় আদালতে ৷ বিচারক শুভেন্দু সাহা ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করেন ৷ এরপরই আর্থিক তছরূপের ধারায় চার্জ গঠন করেন বিচারক ।

এদিন বিচারক বলেন, "আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আপনি প্রাথমিকে একটা বড়সড় দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন ৷ এই কাজটা করার জন্য আপনি পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষের সঙ্গে যুক্ত হয়ে অযোগ্য চাকরিপ্রার্থীদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন ৷ এছাড়াও লিপস অ্যান্ড বাউন্ডসের কয়েককোটি টাকা আর্থিক তছরূপের সঙ্গে জড়িত আছেন । পিএমএলএ অ্যাক্টের সেকশন 3-এর আওতায় আপনার বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে । তাই পিএমএলএ অ্যাক্টের সেকশন 4-এর আওতায় আপনার বিরুদ্ধে চার্জ গঠন করা হচ্ছে ।"

বিচারক ও সুজয়কৃষ্ণ ভদ্রের কথোপকথন :

বিচারক: আপনি দোষী না নির্দোষ ?
সুজয়কৃষ্ণ: আমার সম্পর্কে কে অভিযোগ করল স্যার ?
বিচারক: সেটা আগের দিনের শুনানিতে বিস্তারিত বলা হয়েছে । এখন আপনি অসুস্থ। আপনাকে বেশি কষ্ট দিতে চাই না ৷ আপনি দোষী না নির্দোষ ?
সুজয়কৃষ্ণ: আমি সম্পূর্ণ নির্দোষ।

এরপর বিচারক শুভেন্দু সাহা হাসপাতালকে বলেন, "সুজয়কৃষ্ণ অনেক দিন ধরে ভুগছেন ৷ ভালো করে ওনার চিকিৎসা করুন।" উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে মোট 54 জনের বিরুদ্ধে চার্জ গঠন হওয়ার কথা ৷ তবে ইতিমধ্যেই 19 জন অভিযুক্ত মামলা থেকে অব্যাহতি চেয়ে ডিসচার্জ পিটিশন দায়ের করেছেন। তাদের বিষয়ে বিচারক এখনও কোনও নির্দেশ দেননি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.