কলকাতা, 21 সেপ্টেম্বর : রবিবার রাত থেকে একনাগাড়ে বৃষ্টি চলছে রাজ্যে । আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ প্রধানত মেঘলা থাকবে । সঙ্গে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চললেও বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।
আজ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ লাগাতার বৃষ্টির জেরে বেশ কিছু সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস । টানা বৃষ্টির জেরে ক্ষেতের শাকসব্জি ও শস্যের ক্ষতির হতে পারে বলে মনে করা হচ্ছে ।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশ পশ্চিমের দিকে যাচ্ছে । এখন স্থলভাগ থেকে 5.8 কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত । সেই সঙ্গে মৌসুমী অক্ষরেখা গোয়া থেকে কলকাতার উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিক থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর প্রভাবে আজও রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে । বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
আরও পড়ুন : Kolkata Traffic : সপ্তাহ শুরুতেই বৃষ্টিতে মন্থর কলকাতার গতি
আবহাওয়া অফিস জানিয়েছে আজ সারাদিন কলকাতাজুড়ে বৃষ্টি হতে পারে ৷ আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ । গত 24 ঘণ্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে 107.2 মিলিমিটার ।
দু'দিন ধরে চলতে থাকা বৃষ্টির ফলে ঠনঠনিয়া, মুক্তারামবাবু স্ট্রিট, কলেজ স্ট্রিট, পার্ক সার্কাস, মল্লিক বাজার, উল্টোডাঙা, পাতিপুকুর, বেহালা, আলিপুর, গার্ডেনরিচ, খিদিরপুর, বালিগঞ্জ, তারাতলা, যাদবপুর-সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে ।