ETV Bharat / state

National Cancer Awareness Day: ক্যানসার দিবসে 'দুয়ারে উপশম চিকিৎসা' পরিষেবা নিয়ে হাজির শহরের হাসপাতাল - উপশম চিকিৎসা

জাতীয় ক্যানসার সচেতনতা দিবসে (National Cancer Awareness Day) দুয়ারে উপশম চিকিৎসার ব্যবস্থা (Palliative treatment service at door) নিয়ে হাজির শহরের বেসরকারি হাসপাতাল মেডিকা ৷

City Hospital comes up with 'palliative treatment service at door' on National Cancer Awareness Day
ক্যানসার দিবসে 'দুয়ারে উপশম চিকিৎসা' পরিষেবা নিয়ে হাজির শহরের হাসপাতাল
author img

By

Published : Nov 7, 2022, 8:06 PM IST

কলকাতা, 7 নভেম্বর: ক্যানসারের একদম শেষলগ্নে প্রয়োজন হয় উপশম চিকিৎসার । তবে এই চিকিৎসার জন্য ব্যয় হয় অনেকটা সময় । অনেকের সন্তান চাকরির সুবাদে থাকেন বাইরে । ফলে এই চিকিৎসা ঘিরে বিপাকে পড়তে হয় বহু মানুষকে । আর তাই এ বার জাতীয় ক্যানসার সচেতনতা দিবসে (National Cancer Awareness Day) "দুয়ারে উপশম চিকিৎসার" ব্যবস্থা (Palliative treatment service at door) করল বেসরকারি হাসপাতাল মেডিকা ৷

15 কিলোমিটারের মধ্যে কোনও রোগী যদি হাসপাতালের হেল্পলাইন নম্বরে ফোন করেন, তবে তৎক্ষণার একটি গাড়ি ওই ঠিকানায় পৌঁছে যাবে। ক্যানসার আক্রান্ত রোগীকে স্বল্প খরচে উপশম চিকিৎসার ব্যবস্থা করে দেবে বেসরকারি এই হাসপাতাল । হাসপাতালে ডিরেক্টর চিকিৎসক সৌরভ দত্ত জানান, "যাঁরা ক্যানসারে আক্রান্ত, তাঁদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে যান ৷ তবে যাঁদেরকে আমরা জানি যে ঠিক হবেন না, তাঁদের ক্ষেত্রে আনুষাঙ্গিক যে কষ্ট তাঁরা পাচ্ছেন, সেই কষ্ট একটু হলেও লাঘব যাতে হয় সেজন্যই আমরা এই ব্যবস্থা নিয়ে এসেছি । এর ফলে ওই রোগীদের হাসপাতালে এসে দীর্ঘ সময় বসে থাকতে হবে না । দুটো স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে আমরা যোগাযোগ করে গাড়ির ব্যবস্থা করেছি । খুব স্বল্প খরচে আমরা এই পরিষেবা দিচ্ছি । যদি কারও গুরুতরভাবে আর্থিক কোনও সমস্যা থাকে, তবে বিনামূল্যেও এই চিকিৎসা পরিষেবা তাঁরা পাবেন, তাতেও আমাদের কোনও সমস্যা নেই ।"

চিকিৎসক সুবীর গঙ্গোপাধ্যায় জানান, "আমাদের দেখে যদি বেসরকারি বা সরকারি কোনও হাসপাতাল এই পদক্ষেপ করে, তাহলে মানুষের আরও লাভ হবে । এটা পুরোটাই নতুন । বিশিষ্ট এক চিকিৎসক বলেছিলেন, রোগী চিকিৎসকের কাছে আসবেন না, ডাক্তার পৌঁছে যাবেন রোগীর কাছে । আমরা শুধু সেই ভাবনাকে নিয়েই এগোচ্ছি । আমার মনে হয় এতে মানুষ অনেক সুবিধা পেতে পারে ।"

আরও পড়ুন: আজ জাতীয় ক্যানসার সচেতনতা দিবস

এ ছাড়াও এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী থেকে শুরু করে ক্যানসারজয়ী বিভিন্ন ধরনের মানুষ । তাঁদের এই নতুন ভাবনা অনেকটাই সুবিধে দেবে বলে মনে করছেন চিকিৎসকরা । বাড়িতে উপশম চিকিৎসা পৌঁছে যাওয়া চিকিৎসা বিভাগের ক্ষেত্রে অনেকটাই প্রসার ঘটবে বলে মত বিশেষজ্ঞদের ৷

কলকাতা, 7 নভেম্বর: ক্যানসারের একদম শেষলগ্নে প্রয়োজন হয় উপশম চিকিৎসার । তবে এই চিকিৎসার জন্য ব্যয় হয় অনেকটা সময় । অনেকের সন্তান চাকরির সুবাদে থাকেন বাইরে । ফলে এই চিকিৎসা ঘিরে বিপাকে পড়তে হয় বহু মানুষকে । আর তাই এ বার জাতীয় ক্যানসার সচেতনতা দিবসে (National Cancer Awareness Day) "দুয়ারে উপশম চিকিৎসার" ব্যবস্থা (Palliative treatment service at door) করল বেসরকারি হাসপাতাল মেডিকা ৷

15 কিলোমিটারের মধ্যে কোনও রোগী যদি হাসপাতালের হেল্পলাইন নম্বরে ফোন করেন, তবে তৎক্ষণার একটি গাড়ি ওই ঠিকানায় পৌঁছে যাবে। ক্যানসার আক্রান্ত রোগীকে স্বল্প খরচে উপশম চিকিৎসার ব্যবস্থা করে দেবে বেসরকারি এই হাসপাতাল । হাসপাতালে ডিরেক্টর চিকিৎসক সৌরভ দত্ত জানান, "যাঁরা ক্যানসারে আক্রান্ত, তাঁদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে যান ৷ তবে যাঁদেরকে আমরা জানি যে ঠিক হবেন না, তাঁদের ক্ষেত্রে আনুষাঙ্গিক যে কষ্ট তাঁরা পাচ্ছেন, সেই কষ্ট একটু হলেও লাঘব যাতে হয় সেজন্যই আমরা এই ব্যবস্থা নিয়ে এসেছি । এর ফলে ওই রোগীদের হাসপাতালে এসে দীর্ঘ সময় বসে থাকতে হবে না । দুটো স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে আমরা যোগাযোগ করে গাড়ির ব্যবস্থা করেছি । খুব স্বল্প খরচে আমরা এই পরিষেবা দিচ্ছি । যদি কারও গুরুতরভাবে আর্থিক কোনও সমস্যা থাকে, তবে বিনামূল্যেও এই চিকিৎসা পরিষেবা তাঁরা পাবেন, তাতেও আমাদের কোনও সমস্যা নেই ।"

চিকিৎসক সুবীর গঙ্গোপাধ্যায় জানান, "আমাদের দেখে যদি বেসরকারি বা সরকারি কোনও হাসপাতাল এই পদক্ষেপ করে, তাহলে মানুষের আরও লাভ হবে । এটা পুরোটাই নতুন । বিশিষ্ট এক চিকিৎসক বলেছিলেন, রোগী চিকিৎসকের কাছে আসবেন না, ডাক্তার পৌঁছে যাবেন রোগীর কাছে । আমরা শুধু সেই ভাবনাকে নিয়েই এগোচ্ছি । আমার মনে হয় এতে মানুষ অনেক সুবিধা পেতে পারে ।"

আরও পড়ুন: আজ জাতীয় ক্যানসার সচেতনতা দিবস

এ ছাড়াও এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী থেকে শুরু করে ক্যানসারজয়ী বিভিন্ন ধরনের মানুষ । তাঁদের এই নতুন ভাবনা অনেকটাই সুবিধে দেবে বলে মনে করছেন চিকিৎসকরা । বাড়িতে উপশম চিকিৎসা পৌঁছে যাওয়া চিকিৎসা বিভাগের ক্ষেত্রে অনেকটাই প্রসার ঘটবে বলে মত বিশেষজ্ঞদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.