ETV Bharat / state

শুধু অ্যাপে আড়িপাতা নয়, এটিএম প্রতারণাতেও চিনের হাত !

ওয়েবসাইটে স্কিমিং ডিভাইস বিক্রি হচ্ছে মাত্র 730 টাকা থেকে 3650 টাকার মধ্যে ।

chinese-skimming-device-sold-in-india-for-atm-fraud
chinese-skimming-device-sold-in-india-for-atm-fraud
author img

By

Published : Dec 3, 2020, 9:17 AM IST

Updated : Dec 3, 2020, 12:57 PM IST

কলকাতা, 3 ডিসেম্বর : এখন আলিবাবা সাহায্য করছে চোরেদের ? ভাবছেন উলট পুরাণ ? না না তেমন কিছু নয় । এ কোনও আরব্য রজনীর গল্প নয় । এটা বাস্তব । অনলাইন শপিং সংস্থা আলিবাবা ডট কম হয়ে উঠেছে এটিএম প্রতারণাকারীদের পছন্দের সাইট । কারণ, ওই ওয়েবসাইটে ঢালাও বিক্রি হচ্ছে চিনা স্কিমিং ডিভাইস । শুধু অর্ডার করলেই হল । চিন থেকে সোজা হাজির হবে এটিএম প্রতারণার যন্ত্র । অনলাইনে কেনা যন্ত্র দিয়েই যে এটিএম প্রতারণা হচ্ছে তা স্বীকার করে নিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা ।

এ কোনও অন্ধকার জগৎ নয় । আর পাঁচটা অনলাইন শপিং ওয়েবসাইটের মতো এখানেও বিক্রি হয় মোবাইল, জামাকাপড় ও অন্যান্য সামগ্রী । কিন্তু, এই ওয়েবসাইটকে কাজে লাগাচ্ছে অন্ধকার জগতের মানুষজন । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর এমনটাই । সেখানে অর্ডার করলে হাতের নাগালে চলে আসছে এটিএম প্রতারণার প্রাথমিক শর্তের টেকনিক্যাল জিনিসপত্র । ওয়েবসাইটে স্কিমিং ডিভাইস বিক্রি হচ্ছে মাত্র 730 টাকা থেকে 3650 টাকার মধ্যে । ওই মেশিন নাকি এটিএম প্রতারণার ক্ষেত্রে প্রায় 92 শতাংশ সফল ।

শুনুন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের বক্তব্য

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ জেনেছে, চিনা অনলাইন সংস্থায় অর্ডার করলেই অনায়াসেই তা কুরিয়ারের মাধ্যমে হাতে পাচ্ছে মানুষ । সম্প্রতি কলকাতায় ATM প্রতারণার ঘটনায় ব্যবহৃত স্কিমার মেশিন ওই সংস্থা থেকেই কেনা । এপ্রসঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা বলেন, "নানা বেআইনি জিনিসপত্র কুরিয়ারের মাধ্যমে দেশে ঢুকছে । এর মধ্যে এটিএম স্কিমিং ডিভাইসও রয়েছে । বিষয়টি কীভাবে বন্ধ করা যায় তা দেখতে হবে ।"

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, দিল্লি ও কলকাতার বেশ কয়েকটি মার্কেট রয়েছে যেখানে অসাধু ব্যবসায়ীরা অনলাইনের মাধ্যমে ওইসব জিনিসপত্র কিনে বাজারে চড়া দামে বিক্রি করছে । এই বিষয়গুলির দিকে এবার নজর দেবে পুলিশ ।

কলকাতা, 3 ডিসেম্বর : এখন আলিবাবা সাহায্য করছে চোরেদের ? ভাবছেন উলট পুরাণ ? না না তেমন কিছু নয় । এ কোনও আরব্য রজনীর গল্প নয় । এটা বাস্তব । অনলাইন শপিং সংস্থা আলিবাবা ডট কম হয়ে উঠেছে এটিএম প্রতারণাকারীদের পছন্দের সাইট । কারণ, ওই ওয়েবসাইটে ঢালাও বিক্রি হচ্ছে চিনা স্কিমিং ডিভাইস । শুধু অর্ডার করলেই হল । চিন থেকে সোজা হাজির হবে এটিএম প্রতারণার যন্ত্র । অনলাইনে কেনা যন্ত্র দিয়েই যে এটিএম প্রতারণা হচ্ছে তা স্বীকার করে নিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা ।

এ কোনও অন্ধকার জগৎ নয় । আর পাঁচটা অনলাইন শপিং ওয়েবসাইটের মতো এখানেও বিক্রি হয় মোবাইল, জামাকাপড় ও অন্যান্য সামগ্রী । কিন্তু, এই ওয়েবসাইটকে কাজে লাগাচ্ছে অন্ধকার জগতের মানুষজন । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর এমনটাই । সেখানে অর্ডার করলে হাতের নাগালে চলে আসছে এটিএম প্রতারণার প্রাথমিক শর্তের টেকনিক্যাল জিনিসপত্র । ওয়েবসাইটে স্কিমিং ডিভাইস বিক্রি হচ্ছে মাত্র 730 টাকা থেকে 3650 টাকার মধ্যে । ওই মেশিন নাকি এটিএম প্রতারণার ক্ষেত্রে প্রায় 92 শতাংশ সফল ।

শুনুন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের বক্তব্য

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ জেনেছে, চিনা অনলাইন সংস্থায় অর্ডার করলেই অনায়াসেই তা কুরিয়ারের মাধ্যমে হাতে পাচ্ছে মানুষ । সম্প্রতি কলকাতায় ATM প্রতারণার ঘটনায় ব্যবহৃত স্কিমার মেশিন ওই সংস্থা থেকেই কেনা । এপ্রসঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা বলেন, "নানা বেআইনি জিনিসপত্র কুরিয়ারের মাধ্যমে দেশে ঢুকছে । এর মধ্যে এটিএম স্কিমিং ডিভাইসও রয়েছে । বিষয়টি কীভাবে বন্ধ করা যায় তা দেখতে হবে ।"

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, দিল্লি ও কলকাতার বেশ কয়েকটি মার্কেট রয়েছে যেখানে অসাধু ব্যবসায়ীরা অনলাইনের মাধ্যমে ওইসব জিনিসপত্র কিনে বাজারে চড়া দামে বিক্রি করছে । এই বিষয়গুলির দিকে এবার নজর দেবে পুলিশ ।

Last Updated : Dec 3, 2020, 12:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.