ETV Bharat / state

Cyber Fraud: পুজোর আগে শহরে সক্রিয় চিনা সাইবার দস্যুরা - পুজোকে আগে শহরে সক্রিয় চিনা জালিয়াতরা

দুর্গাপুজোর আগে শহরে থাবা বসাচ্ছে চিনা জালিয়াতরা ৷ ঋণের নামে করা হচ্ছে জালিয়াতি (Cyber Fraud) ৷ আর এই ফাঁদে পা দিলেই সর্বশান্ত গ্রাহক ৷

Cyber Fraud
Cyber Fraud
author img

By

Published : Sep 26, 2022, 7:31 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে শহরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোj (Durga Puja) আগে প্রতারণার নতুন জাল বিস্তার করছে চিনা জালিয়াতরা (Chinese Fraudsters) । সেই চিনা জালিয়াতদের তরফে পুজোকে সামনে রেখে অল্প সময় এবং স্বল্প সুদে ঋণ দেওয়ার বার্তা দেওয়া হচ্ছে । আর এই অল্প সময়ের স্বল্প সুদের ঋণে একবার পা দিলেই সুদ এবং আসলের জালে জর্জরিত হতে বাধ্য সাধারণ মানুষ । আর তারপরেই শুরু হবে বিভিন্ন কায়দায় ব্ল্যাকমেলিং ।

গ্রাহকের মুখের সঙ্গে ফটোশপের মাধ্যমে অন্য অশ্লীল ছবি জুড়ে দেওয়া হয় ৷ তারপর সেই ছবি সামাজিক মাধ্যম ও সংশ্লিষ্ট গ্রাহকের একাধিক আত্মীয়-স্বজনের ফোনে পাঠিয়ে দেওয়া হয় ৷ এরপর তাদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করা হচ্ছে ৷ এই কাজেই নেমেছে চিনা জালিয়াতরা ।

লালবাজার গোয়েন্দা সূত্রে খবর, একবার এই চিনা অ্যাপের খপ্পরে পড়লে অভিযুক্তদের খুঁজে বার করা অত্যন্ত কঠিন । ঘটনার অপারেশনাল এরিয়া হচ্ছে নেপালের কাঠমাণ্ডুর আশেপাশের কয়েকটি জায়গা । সেখানে কলসেন্টার খুলে নেপালি তরুণ-তরুণীদের সাহায্যেই এই মেসেজ পাঠিয়ে খাস কলকাতায় জালিয়াতির জাল বিস্তার করা হচ্ছে (Cyber Fraud) ।

জানা গিয়েছে, এই প্রতারণার ফাঁদে পা দিলেই প্রথমেই তারা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবে এবং একটি লিংকে শেয়ার করবে । সেই লিংকে ক্লিক করলেই ডাউনলোড হবে একটি অ্যাপ । আর সেই অ্যাপটি খুললেই ওই ব্যক্তি বা মহিলার বিভিন্ন তথ্য একের পর এক চাওয়া হবে । অল্প সময়ে স্বল্প সুদে বড় টাকার ঋণ পাওয়ার নেশায় একবার নিজের ব্যক্তিগত তথ্য সেখানে দিয়ে দেওয়া মাত্রই সেই গ্রাহকের সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে যাবে চিনা সাইবার দস্যুরা ।

আরও পড়ুন: কয়লা পাচার কাণ্ডে কলকাতা পুলিশের ডিসি সাউথকে তলব ইডির

একবার সেই অ্যাপগুলির মাধ্যমে 10 থেকে 15 হাজার বা 20 হাজার টাকা ঋণ নিলেই এরপর মাসিক এবং কখনও কখনও সাপ্তাহিক ও দৈনিক মোটা অংকের সুদ চেয়ে ফোন বা হোয়াটসঅ্যাপ মেসেজ আসতে থাকে গ্রাহকের কাছে । তা না শুনলে এরপর করা হয় ব্ল্যাকমেলিং ।

কলকাতা, 26 সেপ্টেম্বর: সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে শহরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোj (Durga Puja) আগে প্রতারণার নতুন জাল বিস্তার করছে চিনা জালিয়াতরা (Chinese Fraudsters) । সেই চিনা জালিয়াতদের তরফে পুজোকে সামনে রেখে অল্প সময় এবং স্বল্প সুদে ঋণ দেওয়ার বার্তা দেওয়া হচ্ছে । আর এই অল্প সময়ের স্বল্প সুদের ঋণে একবার পা দিলেই সুদ এবং আসলের জালে জর্জরিত হতে বাধ্য সাধারণ মানুষ । আর তারপরেই শুরু হবে বিভিন্ন কায়দায় ব্ল্যাকমেলিং ।

গ্রাহকের মুখের সঙ্গে ফটোশপের মাধ্যমে অন্য অশ্লীল ছবি জুড়ে দেওয়া হয় ৷ তারপর সেই ছবি সামাজিক মাধ্যম ও সংশ্লিষ্ট গ্রাহকের একাধিক আত্মীয়-স্বজনের ফোনে পাঠিয়ে দেওয়া হয় ৷ এরপর তাদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করা হচ্ছে ৷ এই কাজেই নেমেছে চিনা জালিয়াতরা ।

লালবাজার গোয়েন্দা সূত্রে খবর, একবার এই চিনা অ্যাপের খপ্পরে পড়লে অভিযুক্তদের খুঁজে বার করা অত্যন্ত কঠিন । ঘটনার অপারেশনাল এরিয়া হচ্ছে নেপালের কাঠমাণ্ডুর আশেপাশের কয়েকটি জায়গা । সেখানে কলসেন্টার খুলে নেপালি তরুণ-তরুণীদের সাহায্যেই এই মেসেজ পাঠিয়ে খাস কলকাতায় জালিয়াতির জাল বিস্তার করা হচ্ছে (Cyber Fraud) ।

জানা গিয়েছে, এই প্রতারণার ফাঁদে পা দিলেই প্রথমেই তারা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবে এবং একটি লিংকে শেয়ার করবে । সেই লিংকে ক্লিক করলেই ডাউনলোড হবে একটি অ্যাপ । আর সেই অ্যাপটি খুললেই ওই ব্যক্তি বা মহিলার বিভিন্ন তথ্য একের পর এক চাওয়া হবে । অল্প সময়ে স্বল্প সুদে বড় টাকার ঋণ পাওয়ার নেশায় একবার নিজের ব্যক্তিগত তথ্য সেখানে দিয়ে দেওয়া মাত্রই সেই গ্রাহকের সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে যাবে চিনা সাইবার দস্যুরা ।

আরও পড়ুন: কয়লা পাচার কাণ্ডে কলকাতা পুলিশের ডিসি সাউথকে তলব ইডির

একবার সেই অ্যাপগুলির মাধ্যমে 10 থেকে 15 হাজার বা 20 হাজার টাকা ঋণ নিলেই এরপর মাসিক এবং কখনও কখনও সাপ্তাহিক ও দৈনিক মোটা অংকের সুদ চেয়ে ফোন বা হোয়াটসঅ্যাপ মেসেজ আসতে থাকে গ্রাহকের কাছে । তা না শুনলে এরপর করা হয় ব্ল্যাকমেলিং ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.