কলকাতা, 22 অক্টোবর : সম্প্রতি প্রকাশিত হয়েছে QS ইন্ডিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2020 ৷ গতবারের মতো এবছরও তালিকায় স্থান করে নিয়েছে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ তালিকায় 11তম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয় ও 12তম স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে ৷ এই তালিকায় প্রথম থেকে দশম স্থানাধিকারী ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়গুলি কেন্দ্রীয় । সেই হিসেবে দেখতে গেলে তালিকায় রাজ্য বিশ্ববিদ্যালয় হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ই প্রথম । অর্থাৎ, দেশের সব রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ও পশ্চিমবঙ্গের সব বিশ্ববিদ্যালয়গুলির মধ্যেও প্রথম স্থান অধিকার করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় । এই সাফল্যের জন্য আজ সকালে টুইট করে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
QS ইন্ডিয়া ইউনিভার্সিটি ব়্যাঙ্কিং 2019-এ কলকাতা বিশ্ববিদ্যালয় 11তম স্থান ও যাদবপুর বিশ্ববিদ্যালয় 12তম স্থানে ছিল । 2020 সালের ব়্যাঙ্কিংয়েও দুটি বিশ্ববিদ্যালয়ের এই ব়্যাঙ্কে কোনও পরিবর্তন হয়নি । যদিও, QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস ব়্যাঙ্কিংয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় 801-1000-র মধ্যে রয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় 651-700-র মধ্যে রয়েছে ।
এই সাফল্য নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, "গবেষণা, পঠন-পাঠন এই সমস্ত রকম বিষয়ের ভিত্তিতেই এই ব়্যাঙ্কিং করা হয় । কলকাতা বিশ্ববিদ্যালয় সমস্ত রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম । তাতে খুব গর্বিত বোধ করছি । আগামীদিনে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাচ্ছি । সারা পৃথিবীতেই ব়্যাঙ্কিং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়ে উঠেছে । এর ফলে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধব ৷ সরকারি অনুদান পেতে পারি ৷ আমরা আরও বেশি সুবিধা পাব ।" যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "আমরা খুব খুশি আমাদের পারফর্মেন্সে । তবে, যাদবপুর আরও ভালো করবে আশা করেছিলাম । ভবিষ্যতে আরও ভালো করবে এই আশা রাখি ।"