কলকাতা, 12 জুন: কোরোনার সময়ে রাজ্যের ছাত্রসমাজের কিছু গুরুত্বপূর্ণ সমস্যায় শিক্ষামন্ত্রীকে চিঠি। ছাত্র পরিষদের পক্ষ থেকেরাজ্য সভাপতি সৌরভ প্রসাদ, পার্থচট্টোপাধ্যায়কে চিঠি দেন। আগামী সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার অনুরোধজানানো হয় চিঠিতে। এছাড়াও এই পরিস্থিতিতে বিভিন্ন স্কুলের বেতন বৃদ্ধির সমস্যাওশিক্ষামন্ত্রীর নজরে আনা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে এই একই বিষয় নিয়েরাজ্যপালের সঙ্গে দেখা করতে না পেরে রাজভবনের সামনে বিক্ষোভে বসেন ছাত্র পরিষদেরসদস্যরা। এবার তাঁরা নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে শিক্ষামন্ত্রী পার্থচট্টোপাধ্যায়ের সঙ্গে তিনজনের প্রতিনিধিদল সাক্ষাৎ করতে চান। এমনটাই আবেদন করাহয়েছে শিক্ষামন্ত্রী কাছে।
লকডাউনেগৃহবন্দী মানুষ। রাজ্যের বিস্তীর্ণ এলাকায় বেকারত্বের সংখ্যা বেড়েছে। এইঅবস্থায় মানুষের আর্থিক সংকট বৃদ্ধি পেয়েছে। তার ওপর স্কুল বন্ধ থাকলেও, সর্বত্রই প্রতি মাসের বেতন দিতেহচ্ছে। বেসরকারি স্কুলগুলি এই পরিস্থিতিতেও বেতন বৃদ্ধি করেছে। সমগ্র বিষয়টিকেনীতি বহির্ভূত বলে মন্তব্য করেছেন রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ। এপ্রসঙ্গে তিনি বলেন, ছাত্র-ছাত্রীদেরভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তাঁরা। দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে রাজ্যের শিক্ষাব্যবস্থা। এরইমধ্যে বিদ্যালয়ের বেতন বৃদ্ধি করা হয়েছে। যা নিয়ে সংকটে পড়েছেনপড়ুয়ারা। সমগ্র বিষয়টি শিক্ষামন্ত্রী নজরে আনার জন্য তিন সদস্যের প্রতিনিধি দলআগামী সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চান।