ETV Bharat / state

নেতাজি ইন্ডোরের গেটে গ্রেপ্তার ছাত্র পরিষদ সভাপতি - গ্রেপ্তার ছাত্র পরিষদ সভাপতি সৌরভ প্রধান

নরেন্দ্র মোদি প্রবেশ করার আগেই নেতাজি ইন্ডোর থেকে গ্রেপ্তার ছাত্র পরিষদ সভাপতি ৷

CP president of WB arrest
গ্রেপ্তার ছাত্র পরিষদ সভাপতি
author img

By

Published : Jan 12, 2020, 11:29 AM IST

Updated : Jan 12, 2020, 2:42 PM IST

কলকাতা, 12 জানুয়ারি : নরেন্দ্র মোদি প্রবেশ করার আগেই নেতাজি ইন্ডোর থেকে গ্রেপ্তার ছাত্র পরিষদ সভাপতি সৌরভ প্রসাদ ৷ প্রধানমন্ত্রী মিলেনিয়াম পার্ক থেকে নেতাজি ইন্ডোরের দিকে রওনা দেওয়ার পরই নেতাজি ইন্ডোরের একদম গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্র পরিষদের সদস্যরা । নেতৃত্ব দিচ্ছিলেন সৌরভ । রীতিমতো টেনেহিঁচড়ে তাঁকে গাড়িতে তোলে হেয়ার স্ট্রিট থানার পুলিশ ।

কলকাতা পোর্ট ট্রাস্টের 150 বছর পূর্তিতে নেতাজি ইন্ডোরে বক্তব্য পেশ করেন নরেন্দ্র মোদি । বেলুড় মঠ থেকে জলপথে মিলেনিয়াম পার্ক হয়ে নেতাজি ইন্ডোরে ঢোকেন তিনি । তাঁর আসার আগে থেকেই নেতাজি ইন্ডোরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্র পরিষদের সদস্যরা । মোদি মিলেনিয়াম পার্ক থেকে রওনা হতেই বিক্ষোভ শুরু হয় । বিক্ষোভকারীরা একেবারে গেটের সামনে চলে আসে । গো ব্যাক স্লোগানের পাশাপাশি কালো পতাকা নিয়ে প্রতিবাদ দেখাতে শুরু করেন তাঁরা ।

এই সংক্রান্ত আরও খবর : ''বন্ধ রাস্তা, দেশ মেরামতের কাজ চলছে''; স্লোগানে ধর্মতলায় বিক্ষোভ পড়ুয়াদের

এদিকে, সকাল থেকেই ডোরিনা ক্রসিংয়ে একাধিক স্লোগান ও কালো পতাকায় চলছে বিক্ষোভ । CAA-র প্রতিবাদে এই বিক্ষোভ শুরু গতকাল রাতেই ।

এই সংক্রান্ত আরও খবর : 'মন যতদূর চাইছে ততদূর আমার দেশ', পোস্টারে প্রতিবাদ ডোরিনা ক্রসিংয়ে

কলকাতা, 12 জানুয়ারি : নরেন্দ্র মোদি প্রবেশ করার আগেই নেতাজি ইন্ডোর থেকে গ্রেপ্তার ছাত্র পরিষদ সভাপতি সৌরভ প্রসাদ ৷ প্রধানমন্ত্রী মিলেনিয়াম পার্ক থেকে নেতাজি ইন্ডোরের দিকে রওনা দেওয়ার পরই নেতাজি ইন্ডোরের একদম গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্র পরিষদের সদস্যরা । নেতৃত্ব দিচ্ছিলেন সৌরভ । রীতিমতো টেনেহিঁচড়ে তাঁকে গাড়িতে তোলে হেয়ার স্ট্রিট থানার পুলিশ ।

কলকাতা পোর্ট ট্রাস্টের 150 বছর পূর্তিতে নেতাজি ইন্ডোরে বক্তব্য পেশ করেন নরেন্দ্র মোদি । বেলুড় মঠ থেকে জলপথে মিলেনিয়াম পার্ক হয়ে নেতাজি ইন্ডোরে ঢোকেন তিনি । তাঁর আসার আগে থেকেই নেতাজি ইন্ডোরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্র পরিষদের সদস্যরা । মোদি মিলেনিয়াম পার্ক থেকে রওনা হতেই বিক্ষোভ শুরু হয় । বিক্ষোভকারীরা একেবারে গেটের সামনে চলে আসে । গো ব্যাক স্লোগানের পাশাপাশি কালো পতাকা নিয়ে প্রতিবাদ দেখাতে শুরু করেন তাঁরা ।

এই সংক্রান্ত আরও খবর : ''বন্ধ রাস্তা, দেশ মেরামতের কাজ চলছে''; স্লোগানে ধর্মতলায় বিক্ষোভ পড়ুয়াদের

এদিকে, সকাল থেকেই ডোরিনা ক্রসিংয়ে একাধিক স্লোগান ও কালো পতাকায় চলছে বিক্ষোভ । CAA-র প্রতিবাদে এই বিক্ষোভ শুরু গতকাল রাতেই ।

এই সংক্রান্ত আরও খবর : 'মন যতদূর চাইছে ততদূর আমার দেশ', পোস্টারে প্রতিবাদ ডোরিনা ক্রসিংয়ে

New Delhi, Jan 12 (ANI): Philippines ambassador to India, Ramon S. Bagatsing Jr, who was part of the delegation that went to the valley on the two-day visit, said that the visit was informative and eye -opener and there was normalcy in Srinagar the way it was before August 05."It was very informative trip and eye opener for me. People were on the streets and shops were open. It appears that there was normalcy, the way Srinagar was before August 5," Bagatsing told ANI. The government had in August repealed Article 370 which gave special status to Jammu and Kashmir.
Last Updated : Jan 12, 2020, 2:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.