কলকাতা, 12 জানুয়ারি : নরেন্দ্র মোদি প্রবেশ করার আগেই নেতাজি ইন্ডোর থেকে গ্রেপ্তার ছাত্র পরিষদ সভাপতি সৌরভ প্রসাদ ৷ প্রধানমন্ত্রী মিলেনিয়াম পার্ক থেকে নেতাজি ইন্ডোরের দিকে রওনা দেওয়ার পরই নেতাজি ইন্ডোরের একদম গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্র পরিষদের সদস্যরা । নেতৃত্ব দিচ্ছিলেন সৌরভ । রীতিমতো টেনেহিঁচড়ে তাঁকে গাড়িতে তোলে হেয়ার স্ট্রিট থানার পুলিশ ।
কলকাতা পোর্ট ট্রাস্টের 150 বছর পূর্তিতে নেতাজি ইন্ডোরে বক্তব্য পেশ করেন নরেন্দ্র মোদি । বেলুড় মঠ থেকে জলপথে মিলেনিয়াম পার্ক হয়ে নেতাজি ইন্ডোরে ঢোকেন তিনি । তাঁর আসার আগে থেকেই নেতাজি ইন্ডোরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্র পরিষদের সদস্যরা । মোদি মিলেনিয়াম পার্ক থেকে রওনা হতেই বিক্ষোভ শুরু হয় । বিক্ষোভকারীরা একেবারে গেটের সামনে চলে আসে । গো ব্যাক স্লোগানের পাশাপাশি কালো পতাকা নিয়ে প্রতিবাদ দেখাতে শুরু করেন তাঁরা ।
এই সংক্রান্ত আরও খবর : ''বন্ধ রাস্তা, দেশ মেরামতের কাজ চলছে''; স্লোগানে ধর্মতলায় বিক্ষোভ পড়ুয়াদের
এদিকে, সকাল থেকেই ডোরিনা ক্রসিংয়ে একাধিক স্লোগান ও কালো পতাকায় চলছে বিক্ষোভ । CAA-র প্রতিবাদে এই বিক্ষোভ শুরু গতকাল রাতেই ।
এই সংক্রান্ত আরও খবর : 'মন যতদূর চাইছে ততদূর আমার দেশ', পোস্টারে প্রতিবাদ ডোরিনা ক্রসিংয়ে