কলকাতা, 8 মার্চ: দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলকে এখনও অপরাধী মানতে রাজি নয় শাসক দল তৃণমূল কংগ্রেস ।
বুধবার নারী দিবসে কলকাতার বুকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে শশী পাঁজা-সহ রাজ্যস্তরের বিভিন্ন মহিলা নেত্রীরা উপস্থিত ছিলেন । সেখানেই রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Backs Aunbrata) বিরোধী নেতৃত্বের কটাক্ষের জবাব দিতে গিয়ে বলেন, অনুব্রত মণ্ডল অভিযুক্ত, এখনও দোষ প্রমাণিত হয়নি । একজন অভিযুক্ত মানুষকে এই ধরনের কথা বলার পেছনে কোনও কৃতিত্ব নেই (Chandrima Bhattacharya celebrates Women's Day)।
অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা প্রসঙ্গে তাঁর কাছে প্রশ্ন করা হয়েছিল, তাঁকে দিল্লি নিয়ে যাওয়ায় কি দল অসুবিধার মধ্যে পড়ল ? জবাবে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এখনও অনুব্রত মণ্ডল দোষী প্রমাণিত হয়নি । অতএব এখানে দলের কোনও অসুবিধার বিষয় নেই ।
এ দিন ডোরিনা ক্রসিং-এ একসঙ্গে নারী দিবস এবং হোলি পালন করলেন তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা । একে-ওপরকে আবির মাখিয়ে দোল উৎসবে মেতে উঠেন মহিলা কর্মী সমর্থক থেকে দলের শীর্ষ নেতৃত্ব । সেখানে উপস্থিত ছিলেন শশী পাঁজা, মালা রায়, স্মিতা বকসি-সহ একাধিক মহিলা নেতা থেকে শুরু করে সাধারণ মহিলা কর্মীরা ।
অনুষ্ঠানের শেষে তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "দিদির হাতেই এই বাংলার মহিলারা সুরক্ষিত । আর সে কারণেই আমরা আজ 36টি সাংগঠনিক জেলায় প্রায় দশ হাজার বাড়িতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে পৌঁছনোর কর্মসূচি নিয়েছিলাম । আমার ধারণা এই কর্মসূচি ব্যাপকভাবে সাড়া ফেলেছে গোটা বাংলায় । আমাদের কর্মী সমর্থকেরা এই একটা দিনেই প্রায় কুড়ি হাজারের বেশি বাড়িতে পৌঁছে গিয়েছে । বাংলার মা-বোনেদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন আমাদের মহিলা কর্মীরা ।"
আরও পড়ুন: বীরভূম জেলা পুলিশের হয়ে কাজ করতেন অনুব্রত, সঙ্গী সায়গল ! দাবি ইডির
এ দিন বিরোধীদের লক্ষ্মীর ভান্ডার নিয়ে করা কটাক্ষের জবাব দিয়েছেন তিনি । এই প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বাংলার মহিলারা ভাতা নির্ভর নন । এ ভাবে কারওকে ছোট করা উচিত নয় । সরকারে যে দলই থাকুক না কেন, এই টাকা বাংলার মানুষের । মেয়েদের টাকা মেয়েদের কাছে পৌঁছে দেওয়া তাকে ভাতা নির্ভরশীল করে তোলা নয় ।