ETV Bharat / state

আগামী 48 ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা - kolkata weather update

আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে । তবে বিকালে বা সন্ধেয় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দুপুরের পর বৃষ্টির মেঘ ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

kalbaishakhi
কালবৈশাখি
author img

By

Published : May 13, 2020, 3:34 PM IST

কলকাতা, 13 মে : আগামী 48 ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে । এই নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রাজ্যে প্রবেশ করছে । অতিরিক্ত জলীয়বাষ্পের জন্য স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে । ফলে 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হতে পারে ।

আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে । তবে বিকালে বা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দুপুরের পর মেঘ ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দু'টোই স্বাভাবিকের থেকে বেশি থাকায় অতিরিক্ত গরম অনুভূত হয়েছে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 90% ও সর্বনিম্ন 45% । জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম রয়েছে কলকাতায় । আগামী 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 38 ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । কলকাতায় তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘণ্টায় ।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের উপর সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি বৃদ্ধি করছে । আগামীকালের মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হবে । আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে । এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর গতি আরও ত্বরান্বিত হতে পারে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবার নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় মৌসুমি বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ।

কলকাতা, 13 মে : আগামী 48 ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে । এই নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রাজ্যে প্রবেশ করছে । অতিরিক্ত জলীয়বাষ্পের জন্য স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে । ফলে 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হতে পারে ।

আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে । তবে বিকালে বা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দুপুরের পর মেঘ ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দু'টোই স্বাভাবিকের থেকে বেশি থাকায় অতিরিক্ত গরম অনুভূত হয়েছে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 90% ও সর্বনিম্ন 45% । জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম রয়েছে কলকাতায় । আগামী 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 38 ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । কলকাতায় তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘণ্টায় ।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের উপর সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি বৃদ্ধি করছে । আগামীকালের মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হবে । আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে । এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর গতি আরও ত্বরান্বিত হতে পারে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবার নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় মৌসুমি বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.