ETV Bharat / state

Centre Grants Rs 8k Crore: পঞ্চায়েত ভোটের আগে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় রাজ্যকে ₹8200 কোটি বরাদ্দ কেন্দ্রের - প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা

পঞ্চায়েত ভোটের (Panchayat Elections) ঠিক আগে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় (Pradhan Mantri Gramin Awas Yojana) 8200 কোটি টাকা রাজ্য সরকারকে (Centre Grants Rs 8k Crore) বরাদ্দ করল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ৷ এই সময় এই বরাদ্দ বিজেপিকে রাজ্যে বাড়তি সুবিধে দেবে বলে মত ওয়াকিবহাল মহলের ৷

Centre allocates Rs 8,200 crore to Bengal Govt for Pradhan Mantri Gramin Awas Yojana ahead of panchayat elections
পঞ্চায়েত ভোটের আগে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় 8200 কোটি টাকা রাজ্যকে বরাদ্দ করল কেন্দ্র
author img

By

Published : Nov 24, 2022, 6:45 PM IST

কলকাতা, 24 নভেম্বর: কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে গত কয়েকদিন ধরে বারবারই সরব হতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। দেরিতে হলেও অবশেষে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections) আগে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় (Pradhan Mantri Gramin Awas Yojana) টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার । অবশেষে রাজ্য সরকারের কাছে এল সুখবর । এই প্রকল্পে এ বার 8200 কোটি টাকা পেতে চলেছে রাজ্য সরকার (Centre allocates Rs 8200 crore to Bengal Govt)।

যে সময় কেন্দ্রীয় সরকার এই বরাদ্দ করল তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল (Centre Grants Rs 8k Crore)। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির হাতে সময় কম । ইতিমধ্যেই পুরোদস্তুর প্রচারে নেমে পড়েছে রাজ্যের শাসক এবং বিরোধীরা । এই অবস্থায় কেন্দ্রের অসহযোগিতার কারণে গরিব মানুষদের জন্য নেওয়া প্রকল্প রূপায়ণ করা যাচ্ছে না ৷ এটা বিজেপির জন্য একটা বড় অস্বস্তির কারণ হতে পারত । আর তাই এই সময় এই টাকা প্রদান বরং প্রচারে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেবে বলে মনে করছেন তাঁরা ।

যদিও এ দিনের বরাদ্দের খবর প্রকাশ্যে আসার পর নবান্নের তরফ থেকে সে ভাবে প্রতিক্রিয়া জানানো হয়নি । বরং এ ক্ষেত্রে নবান্নের আধিকারিকেরা এ কথাই বলছেন যে, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশের পর রাজ্য স্তরে কিছু কেন্দ্রীয় প্রকল্পে দিল্লির সরকারের বরাদ্দ করার কথা । কাজেই রাজ্যকে হকের টাকাই দিয়েছে কেন্দ্র । 11 লক্ষ বাড়ির জন্য রাজ্যের শেয়ার এবং কেন্দ্রের শেয়ার মিলে মূল বরাদ্দ 13 হাজার কোটি টাকার কিছু বেশি । সেই অনুযায়ী গ্রামীণ আবাস যোজনায় 8200 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক । বাকি টাকা দিতে হবে রাজ্য সরকারকেই ।

আরও পড়ুন: 'জঙ্গলের অধিকার জঙ্গলের বাসিন্দাদের হাতেই সুরক্ষিত', বিধানসভায় বললেন মমতা

যদিও এই আনন্দের দিনেও রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, দীর্ঘদিন ধরে রাজ্যের প্রাপ্য 100 দিনের টাকা এবং গ্রামীণ আবাস যোজনার টাকা আটকে রেখেছিল কেন্দ্রীয় সরকার । গ্রামীণ আবাস যোজনার জন্য বরাদ্দ ঘোষণা করা হলেও 100 দিনের জন্য বরাদ্দ এখনও দেওয়া হয়নি । যাঁরা কাজ করেছেন টাকা পাওয়া তাঁদের অধিকার । তাই কেন্দ্র যাতে এই বিষয়টি বিবেচনা করে । তাঁর মতে, রাজ্যের তরফ থেকে সমস্ত কাগজ দেওয়া হয়েছে কেন্দ্রকে । নতুন করে রাজ্যের কাছে কেন্দ্রের তরফে কোনও তথ্য তালাশ করা হয়নি । তারপরেও কেন টাকা দেওয়া হচ্ছে না, তাই বুঝতে পারছেন না তিনি ।

কলকাতা, 24 নভেম্বর: কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে গত কয়েকদিন ধরে বারবারই সরব হতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। দেরিতে হলেও অবশেষে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections) আগে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় (Pradhan Mantri Gramin Awas Yojana) টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার । অবশেষে রাজ্য সরকারের কাছে এল সুখবর । এই প্রকল্পে এ বার 8200 কোটি টাকা পেতে চলেছে রাজ্য সরকার (Centre allocates Rs 8200 crore to Bengal Govt)।

যে সময় কেন্দ্রীয় সরকার এই বরাদ্দ করল তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল (Centre Grants Rs 8k Crore)। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির হাতে সময় কম । ইতিমধ্যেই পুরোদস্তুর প্রচারে নেমে পড়েছে রাজ্যের শাসক এবং বিরোধীরা । এই অবস্থায় কেন্দ্রের অসহযোগিতার কারণে গরিব মানুষদের জন্য নেওয়া প্রকল্প রূপায়ণ করা যাচ্ছে না ৷ এটা বিজেপির জন্য একটা বড় অস্বস্তির কারণ হতে পারত । আর তাই এই সময় এই টাকা প্রদান বরং প্রচারে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেবে বলে মনে করছেন তাঁরা ।

যদিও এ দিনের বরাদ্দের খবর প্রকাশ্যে আসার পর নবান্নের তরফ থেকে সে ভাবে প্রতিক্রিয়া জানানো হয়নি । বরং এ ক্ষেত্রে নবান্নের আধিকারিকেরা এ কথাই বলছেন যে, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশের পর রাজ্য স্তরে কিছু কেন্দ্রীয় প্রকল্পে দিল্লির সরকারের বরাদ্দ করার কথা । কাজেই রাজ্যকে হকের টাকাই দিয়েছে কেন্দ্র । 11 লক্ষ বাড়ির জন্য রাজ্যের শেয়ার এবং কেন্দ্রের শেয়ার মিলে মূল বরাদ্দ 13 হাজার কোটি টাকার কিছু বেশি । সেই অনুযায়ী গ্রামীণ আবাস যোজনায় 8200 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক । বাকি টাকা দিতে হবে রাজ্য সরকারকেই ।

আরও পড়ুন: 'জঙ্গলের অধিকার জঙ্গলের বাসিন্দাদের হাতেই সুরক্ষিত', বিধানসভায় বললেন মমতা

যদিও এই আনন্দের দিনেও রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, দীর্ঘদিন ধরে রাজ্যের প্রাপ্য 100 দিনের টাকা এবং গ্রামীণ আবাস যোজনার টাকা আটকে রেখেছিল কেন্দ্রীয় সরকার । গ্রামীণ আবাস যোজনার জন্য বরাদ্দ ঘোষণা করা হলেও 100 দিনের জন্য বরাদ্দ এখনও দেওয়া হয়নি । যাঁরা কাজ করেছেন টাকা পাওয়া তাঁদের অধিকার । তাই কেন্দ্র যাতে এই বিষয়টি বিবেচনা করে । তাঁর মতে, রাজ্যের তরফ থেকে সমস্ত কাগজ দেওয়া হয়েছে কেন্দ্রকে । নতুন করে রাজ্যের কাছে কেন্দ্রের তরফে কোনও তথ্য তালাশ করা হয়নি । তারপরেও কেন টাকা দেওয়া হচ্ছে না, তাই বুঝতে পারছেন না তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.