ETV Bharat / state

অনুব্রতকে তলব সিবিআইয়ের, না যাওয়ার পরামর্শ মমতার - assembly election 2021

অনুব্রতকে সিবিআই তলব করেছে ৷ কিন্তু ভোটের মধ্যে তাঁকে সেখানে না যাওয়ার পরামর্শ দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ কয়েকদিন আগে অনুব্রত মণ্ডলকে আয়কর দফতর থেকে নোটিশ পাঠানো হয় ৷

Mamata
মমতা বন্দ্য়োপাধ্য়ায়
author img

By

Published : Apr 26, 2021, 3:42 PM IST

Updated : Apr 26, 2021, 4:01 PM IST

কলকাতা, 26 এপ্রিল : অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই ৷ আজ শ্যামপুকুর মিনার্ভা থিয়েটারের সভামঞ্চ থেকে একথা বলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ নির্বাচনের কাজ যাতে না করতে পারে সেকারণে অনুব্রতকে তলব করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷

আজ মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "কালকে কেষ্টর বাড়িতে গেছে ৷ ওকে প্রতিবার নজরবন্দি করে দেয় ৷ বেরোতে দেয় না ৷ কালকে দুটো সিবিআই অফিসার চলে গেছে ওর বাড়িতে ৷ গিয়ে বলেছে 27 তারিখে সিবিআই অফিসে আসুন ৷ কেন যাবে 27 তারিখ সিবিআই অফিসে ? নির্বাচন চলছে ৷ ইচ্ছামতো ! এজেন্সি দিয়েও কাজ করছে ৷ যেন সে নির্বাচনের কাজ করবে না ৷ সে একটা পার্টির প্রেসিডেন্ট (তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি) ৷ তার বাড়িতেও চলে যাচ্ছে ৷ "

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বক্তব্য়

আরও পড়ুন- কেন্দ্রীয় বাহিনী সব জায়গায় ঠিক কাজ করছে না, অভিযোগ ঐশীর

তবে ভোটের মধ্যে অনুব্রতকে সেখানে না যাওয়ার নির্দেশ দিয়েছেন মমতা ৷ সেকথা নিজেই জানিয়েছেন তিনি ৷ এপ্রসঙ্গে তিনি বলেন, "আমি বলে দিয়েছি একদম যাবি না ৷ বলবি ইলেকশন প্রসেস ওভার হবে তারপর যাব ৷"

কয়েকদিন আগে অনুব্রত মণ্ডলকে আয়কর দফতর থেকে নোটিশ পাঠানো হয় ৷ হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ এরপর তাঁর বিরুদ্ধে সিবিআই তলব করার বিষয়টি প্রকাশ্য়ে আনলেন মমতা ৷

কলকাতা, 26 এপ্রিল : অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই ৷ আজ শ্যামপুকুর মিনার্ভা থিয়েটারের সভামঞ্চ থেকে একথা বলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ নির্বাচনের কাজ যাতে না করতে পারে সেকারণে অনুব্রতকে তলব করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷

আজ মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "কালকে কেষ্টর বাড়িতে গেছে ৷ ওকে প্রতিবার নজরবন্দি করে দেয় ৷ বেরোতে দেয় না ৷ কালকে দুটো সিবিআই অফিসার চলে গেছে ওর বাড়িতে ৷ গিয়ে বলেছে 27 তারিখে সিবিআই অফিসে আসুন ৷ কেন যাবে 27 তারিখ সিবিআই অফিসে ? নির্বাচন চলছে ৷ ইচ্ছামতো ! এজেন্সি দিয়েও কাজ করছে ৷ যেন সে নির্বাচনের কাজ করবে না ৷ সে একটা পার্টির প্রেসিডেন্ট (তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি) ৷ তার বাড়িতেও চলে যাচ্ছে ৷ "

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বক্তব্য়

আরও পড়ুন- কেন্দ্রীয় বাহিনী সব জায়গায় ঠিক কাজ করছে না, অভিযোগ ঐশীর

তবে ভোটের মধ্যে অনুব্রতকে সেখানে না যাওয়ার নির্দেশ দিয়েছেন মমতা ৷ সেকথা নিজেই জানিয়েছেন তিনি ৷ এপ্রসঙ্গে তিনি বলেন, "আমি বলে দিয়েছি একদম যাবি না ৷ বলবি ইলেকশন প্রসেস ওভার হবে তারপর যাব ৷"

কয়েকদিন আগে অনুব্রত মণ্ডলকে আয়কর দফতর থেকে নোটিশ পাঠানো হয় ৷ হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ এরপর তাঁর বিরুদ্ধে সিবিআই তলব করার বিষয়টি প্রকাশ্য়ে আনলেন মমতা ৷

Last Updated : Apr 26, 2021, 4:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.