কলকাতা, 7 এপ্রিল : অনুব্রত মণ্ডলের বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে ? কোন পথে এগোবে তদন্ত ? এই বিষয়ে প্রশ্ন করা হলে নিজাম প্যালেস থেকে বেরোনোর সময় সিবিআই ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব জানান, অনুব্রত মণ্ডলের মেডিক্যাল রিপোর্ট স্ট্যাটাস দেখে তারপরে যা করার করা হবে (CBI Comments on Next Investigation of Anubrata Mandal) ।
অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা কেমন রয়েছে তা জানার জন্য বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন সিবিআই আধিকারিকরা । পরে আসানসোল আদালতে সিবিআই-এর আইনজীবীদের সঙ্গে কথা বলেন গরু পাচার কাণ্ডের তদন্তকারী অফিসাররা । ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের তরফ থেকে সিবিআইয়ের কাছে চার সপ্তাহের সময়সীমা চাওয়া হয়েছে (Anubrata Mandal Investigation Issue) ৷ এই অবস্থায় কী করণীয় তা জানার জন্য একাধিক লিগাল সেলের সঙ্গে কথা বলছে সিবিআই ।
আরও পড়ুন : Rudranil pokes Anubrata : ‘অক্সিজেনে টান পড়েছে, কুঁকড়ে গেছে নেতা’, কবিতায় অনুব্রতকে কটাক্ষ রুদ্রনীলের
ইতিমধ্যেই আইনের দ্বারস্থ হয়েছে সিবিআই । জানা গিয়েছে যে, এবার অনুব্রত মণ্ডলকে কারা কোন কোন চিকিৎসা করেছেন এবং তাঁদের নাম কী সব জানতে চাইছে সিবিআই ৷ এছাড়াও অনুব্রত মণ্ডলের সমস্ত কিছুর মেডিক্যাল রিপোর্ট এবার আইনের মাধ্যমে পেতে চাইছে সিবিআই । নিজাম প্যালেস সূত্রে খবর, সেই মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পরেই তাঁরা সরাসরি দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করবেন ।
তাছাড়াও অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা যাবে কি না, তা ঠিক করার জন্য দিল্লির লিগাল সেলের সঙ্গেও কথা বলছেন সিবিআই আধিকারিকরা । এই অবস্থায় যদি এইমস হাসপাতাল থেকে সবুজ সঙ্কেত পান তাহলে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা ।
আরও পড়ুন : BJP MLA Writes Song on Anubrata : অনুব্রতের 'শ্বাসকষ্ট' নিয়ে ছড়া কেটে কটাক্ষ বিজেপি বিধায়কদের