কলকাতা, 19 এপ্রিল: নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় প্রেসিডেন্সি জেল থেকে আজ ফের ব্যাঙ্কশাল আদালতে ভার্চুয়ালি পেশ করা হল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের স্ত্রী ও পুত্রকে । এ দিনের শুনানিতে ইডির আইনজীবী বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের হাতটা একবার দেখুন । পার্থ চট্টোপাধ্যায় এত প্রভাবশালী যে তিনি সংশোধনাগারেও আংটি পরে আছেন । এরপর কী কথাবার্তা চলল আদালতে, দেখে নেব ৷
বিচারক: আপনারা যখন গ্রেফতার করেছিলেন তখন কি আংটি খুলে নেওয়া হয়েছিল ?
ইডির আইনজীবী: ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস অ্যাক্ট এবং ওয়েস্ট বেঙ্গল জেল কোড রুল অনুযায়ী - কোনও অভিযুক্ত সংশোধনাগারে এইগুলি পরে থাকতে পারেন না । জেল কর্তৃপক্ষের দায়িত্ব এইগুলি দেখা ।
বিচারক: আপনি (পার্থ চট্টোপাধ্যায়কে) কটা আংটি পরে আছেন ?
পার্থ: এক হাতে 2টি ৷
বিচারক: আপনার বিচলিত হওয়ার দরকার নেই ।
পার্থ (বিচারকের উদ্দেশে): আমার কিছু দরকার নেই, এ সব নিয়ে নিন । হাতে সোনার আংটি নেই, এগুলি এমন কিছু দামি নয়, আপনি বললে খুলে দেব । শরীর সাস্থ্য ভালো রাখার জন্য এইগুলি পরা । আমাকে কেউ বলেওনি এইগুলি খুলে ফেলতে । বললে খুলে ফেলতাম ।
বিচারক: আপনাকে কষ্ট করতে হবে না ৷ আপনি ওখানে শান্তিতে থাকুন ৷ এটা নিয়ে এতটা বিচলিত হবেন না ।
এ দিনের শুনানি শেষে পার্থ-অর্পিতা, মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরুপা ভট্টাচার্য ও ছেলে সৌভিক ভট্টাচার্যের 19 জুন পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়েছে আদালত ।
অন্যদিকে, শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও এ দিন আদালতে তোলা হয় । তাঁর তরফে আইনজীবী বলেন, "তেমন কিছু বলার নেই । ইডি খুব ভালো কাজ করছে । আমরা আবার নেক্সট ডেটে আসব আপনার কাছে । ইডি শুধু রিমান্ড আবেদন ফটোকপি করে করে নিয়ে আসছেন । আর কিছু বলবার নেই । জামিনের আবেদন করা হল না ।"
ইডির তরফে বলা হয় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের থেকে আরও অনেক কিছুর সূত্র পাবেন বলে নবে করছে তারা ৷ সে জন্য ধৈর্য ধরতে হবে বলে জানায় ইডি ।
আরও পড়ুন: সুবীরেশের ডিগ্রি ব্যবহারে নিষেধাজ্ঞায় অন্তর্বতী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের