কলকাতা, 10 অক্টোবর: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গরুপাচার মামলায় সিবিআই এর পেশ করা চার্জশিটে নাম রয়েছে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের (Satabdi Roy Name as Witness in CBI Charge Sheet) ৷ গত শুক্রবারই অনুব্রত মণ্ডলের নামে আসানসোল আদালতে 35 পাতার চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI Charge Sheet Against Anubrata Mondal) ৷ জানা গিয়েছে, সাক্ষী হিসেবে ওই চার্জশিটের 46 নম্বরে নাম রয়েছে শতাব্দী রায়ের ৷ মোট 95 জনের নাম সাক্ষী তালিকায় রেখেছেন তদন্তকারী আধিকারিকরা ৷
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) সিবিআই গ্রেফতার করার পর, শতাব্দী রায়কে অনুব্রত মণ্ডলের সমর্থনে কথা বলতে শোনা গিয়েছিল ৷ শুধু শতাব্দীর রায় নন, বরং এ নিয়ে চার্জশিটে মলয় পিঠের নাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন সিবিআই এর গোয়েন্দারা ৷ চার্জশিটে সিবিআই আরও উল্লেখ করেছে যে, গরুপাচারের টাকা একাধিক ব্যবসা-বাণিজ্যে লাগানো হয়েছে ৷ অনুব্রত মণ্ডলের কয়েকটি ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ৷ পাশাপাশি 25টি বেনামী দলিলও তদন্তকারীদের হাতে এসেছে ৷ সেই সব বিষয় 35 পাতার ওই চার্জশিটে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর ৷
চার্জশিটে 46 নম্বর সাক্ষী হিসাবে তৃণমূল সাংসদের নাম রয়েছে বলে জানা গিয়েছে ৷ সিবিআই সূত্রে খবর, 161 নম্বর ধারায় শতাব্দী রায়ের বয়ান রেকর্ড করেছে সিবিআই ৷ কিন্তু প্রশ্ন উঠছে, যে শতাব্দী অনুব্রত গ্রেফতার হওয়ার পর, তাঁর পাশে দাঁড়িয়েছিলেন ৷ সেই শতাব্দীর নামই কিনা চার্জশিটে সাক্ষীর তালিকায় ৷ প্রসঙ্গত, বীরভূমে শতাব্দী রায় এবং অনুব্রত মণ্ডলের সম্পর্ক প্রায়ই অম্ল-মধুর থেকেছে ৷ প্রকাশ্যে দু’জনের দ্বন্দ্ব যেমন দেখা গিয়েছিল অতীতে ৷ তেমনি ভোটের সময় শতাব্দী রায়ের হয়ে প্রচারও করেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি ৷ এ বার গরুপাচার মামলায় সেই অনুব্রতর বিরুদ্ধে পেশ করা চার্জশিটে সাক্ষী সেই সাংসদ শতাব্দী রায় ৷ পাশাপাশি, চার্জশিটে ব্যাংক ম্যানেজার ও ব্যাংক কর্মীদের নামও সাক্ষী তালিকায় রয়েছে ৷
আরও পড়ুন: গরু পাচার মামলায় অনুব্রতর নামে চতুর্থ চার্জশিট পেশ সিবিআইয়ের
গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে বোলপুরের বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই ৷ তার পরে বোলপুরের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে অনুব্রত মণ্ডলের নামে ও বেনামে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন সিবিআই আধিকারিকরা ৷ এমনকী বীরভূমের তৃণমূল জেলা সভাপতির মেয়ে ও পরিবারের সদস্যদের নামে একাধিক রাইস মিলের হদিশ পেয়েছেন গোয়েন্দারা ৷ এই মামলায় একাধিক আর্থিক লেনদেনর ঘটনা সামনে আসায় অর্থ মন্ত্রকের আওতাধীন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গরুপাচার মামলায় তদন্ত শুরু করেছে ৷ বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের নজরে রয়েছেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলও ৷