কলকাতা, 18 মে : লকডাউনের সুযোগে রাতে গাড়ি নিয়ে রাস্তায় । তাও আবার মদ্যপ অবস্থায় । ফাঁকা রাস্তার সুযোগ নিয়ে চলছিল গতির খেলা । তাতেই বাধে বিপত্তি। ফুটপাথে উঠে যায় গাড়ি । বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে জখম হন পাঁচ যুবক । ঘটনাটি বেহালার জনকল্যাণের । মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আটজনকে আটক করা হয়েছে ।
আগের কলকাতা আর লকডাউনের কলকাতার মধ্যে বিস্তর ফারাক । আগে রাত 10 টায় যেখানে আলো ঝলমল করত রাস্তায়, ট্র্যাফিক সামলাতে হয়রান হত পুলিশ, সেখানে আজকের রাত 10 টা অনেকটা আলাদা । রাতের কলকাতা কার্যত জনশূন্য । সেই সুযোগেই জেমস লং সরণিতে একদল যুবক সম্প্রতি গাড়ি নিয়ে বেরোতে শুরু করে । রাতের ফাঁকা রাস্তার সুযোগ নিয়ে চলে রেসিং । তাদের মধ্যে কয়েকজন স্থানীয় যুবক । কয়েকজন আবার আসে বাইরে থেকে । সঙ্গে থাকে নানা ধরনের গাড়ি । অভিযোগ, সেই গাড়ির মধ্যে প্রথমে চলে মদ্যপান । মদের নেশা বাড়লে শুরু হয় গতির খেলা । যার জেরে গতরাতে ঘটে দুর্ঘটনা ।
গতরাতে রেসিং করতে গিয়ে জেমস লং সরণিতে জনকল্যাণের কাছে সোজা ফুটপাথে উঠে যায় গাড়ি । ধাক্কা মারে বিদ্যুতের খুঁটিতে । বিকট আওয়াজ শুনে বেরিয়ে আসেন স্থানীয়রা । অন্যান্য গাড়িগুলি ধরে ফেলেন তাঁরা । ভাঙচুর করতে শুরু করেন । খবর দেওয়া হয় ঠাকুরপুকুর থানায় । পুলিশ এসে পরিস্থিতি খতিয়ে দেখে । মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে 8 জনকে আটক করা হয় । জখমদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে ।