ETV Bharat / state

বন্দর এলাকায় মাদকচক্র, গ্রেপ্তার 2 - news on south port kolkata

দক্ষিণ বন্দর এলাকা থেকে গতকাল মাদকচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 23 কেজি গাঁজা ।

ধৃত দুই কিংপিন
author img

By

Published : Oct 22, 2019, 8:53 AM IST

কলকাতা, 22 অক্টোবর : ধরপাকড় চলছে । তবু বন্দর এলাকায় কমানো যাচ্ছে না মাদকচক্রের বাড়বাড়ন্ত । শেষ কয়েক মাসে কখনও ব্রাউন সুগার, হেরোইন, কখনও আবার উদ্ধার করা হয়েছে প্রচুর চরস । গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে । গতকাল ফের দক্ষিণ বন্দর থানা এলাকার দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা ।

লালবাজার সূত্রে খবর, দক্ষিণ বন্দর থানা এলাকায় বেশ কয়েকজন গাঁজা বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, চক্রের দুই কিংপিনের কথা । তাদের নাম বির্জু মল্লিক এবং থমাস পিটার গ্যাম্বলার । তার মধ্যে বির্জু ভূকৈলাস রোড এলাকার বাসিন্দা ও পিটার একবালপুরের বাসিন্দা । বেশ কিছুদিন ধরেই তাদের খোঁজ চলছিল । গতকাল গোয়েন্দা বিভাগের অ্যান্টি নারকোটিক সেল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় । গ্রেপ্তার করা হয় দু'জনকেই । তাদের কাছ উদ্ধার হয় মোট 22 কেজি 60 গ্রাম গাঁজা ।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তারা এই গাঁজা কোথা থেকে পেত তা জানার চেষ্টা করছে পুলিশ । গোয়েন্দাদের ধারণা, এদের সঙ্গে আন্তঃরাজ্য গাঁজাচক্রের যোগাযোগ রয়েছে । ফলে এখন জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কে কে জড়িত আছে তার খোঁজ পেতে চাইছে পুলিশ ।

cannabis arrest
উদ্ধার হওয়া গাঁজা

কলকাতা, 22 অক্টোবর : ধরপাকড় চলছে । তবু বন্দর এলাকায় কমানো যাচ্ছে না মাদকচক্রের বাড়বাড়ন্ত । শেষ কয়েক মাসে কখনও ব্রাউন সুগার, হেরোইন, কখনও আবার উদ্ধার করা হয়েছে প্রচুর চরস । গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে । গতকাল ফের দক্ষিণ বন্দর থানা এলাকার দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা ।

লালবাজার সূত্রে খবর, দক্ষিণ বন্দর থানা এলাকায় বেশ কয়েকজন গাঁজা বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, চক্রের দুই কিংপিনের কথা । তাদের নাম বির্জু মল্লিক এবং থমাস পিটার গ্যাম্বলার । তার মধ্যে বির্জু ভূকৈলাস রোড এলাকার বাসিন্দা ও পিটার একবালপুরের বাসিন্দা । বেশ কিছুদিন ধরেই তাদের খোঁজ চলছিল । গতকাল গোয়েন্দা বিভাগের অ্যান্টি নারকোটিক সেল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় । গ্রেপ্তার করা হয় দু'জনকেই । তাদের কাছ উদ্ধার হয় মোট 22 কেজি 60 গ্রাম গাঁজা ।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তারা এই গাঁজা কোথা থেকে পেত তা জানার চেষ্টা করছে পুলিশ । গোয়েন্দাদের ধারণা, এদের সঙ্গে আন্তঃরাজ্য গাঁজাচক্রের যোগাযোগ রয়েছে । ফলে এখন জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কে কে জড়িত আছে তার খোঁজ পেতে চাইছে পুলিশ ।

cannabis arrest
উদ্ধার হওয়া গাঁজা
Intro:কলকাতা, 21 অক্টোবর: ধরপাকড় চলছে। তবু বন্দর এলাকায় কমানো যাচ্ছেনা মাদকচক্রের বাড়বাড়ন্ত। শেষ কয়েক মাসে কখনো ব্রাউন সুগার, হেরোইন, কখনো আবার উদ্ধার করা হয়েছে প্রচুর চরস। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। আজ ফের দক্ষিণ বন্দর থানা এলাকার দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা।
Body:লালবাজার সূত্রে খবর, দক্ষিণ বন্দর থানা এলাকায় বেশ কয়েকজন গাঁজা বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, চক্রের দুই কিংপিনের কথা। তাদের নাম বির্জু মল্লিক এবং থমাস পিটার গ্যাম্বলার। ভূকৈলাশ রোড এলাকার বাসিন্দা। আর পিটার একবালপুর বাসী। বেশ কিছুদিন ধরেই তাদের খোঁজ চলছিল। আজ গোয়েন্দা বিভাগের অ্যান্টি নারকটিক সেল গোপন সূত্রে খবর পেয়ে চালায় অভিযান। গ্রেপ্তার করা হয় দু'জনকেই। তাদের কাছে উদ্ধার হয় মোট 22 Kgs 060 grms গাঁজা।
Conclusion:ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তারা এই গাঁজা কোথা থেকে পেত তা জানার চেষ্টা করছে পুলিশ। গোয়েন্দাদের ধারণা ধৃতদের সঙ্গে আন্তর্রাজ্য গাঁজা চক্রের যোগাযোগ রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের খোঁজ পেতে চাইছে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.