ETV Bharat / state

বন্ধ চিকিৎসা পরিষেবা, হাসপাতালের কোনায় ঠাঁই ক্যান্সার আক্রান্ত রোগীর - corner

স্তন ক্যান্সারে আক্রান্ত । তবুও মিলল না চিকিৎসা । বাধ্য হয়ে হাসপাতালের কোনায় ঠাঁই রোগীর ।

ভাইঝি ও দেওরের সঙ্গে শান্তি মণ্ডল
author img

By

Published : Jun 15, 2019, 5:45 PM IST

Updated : Jun 15, 2019, 6:16 PM IST

কলকাতা, 15 জুন : ক্যান্সারে আক্রান্ত । কলকাতা মেডিকেল কলেজে এসেছিলেন চিকিৎসার জন্য । কিন্তু চিকিৎসা করবে কে ? তাই বাধ্য হয়েই হাসপাতাল চত্বরের এক কোনায় আশ্রয় নিলেন ক্যান্সার রোগী ।

মালদা হরিশচন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা শান্তি মণ্ডল । স্তনে টিউমার হওয়ায় মালদা মেডিকেল কলেজে ভরতি হয়েছিলেন । কিছুদিন আগে জানা যায় তিনি ক্যান্সার আক্রান্ত । তাই মালদা মেডিকেল কলেজ থেকে তাঁকে কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয় । সেইমতো চারদিন আগে কলকাতা মেডিকেল কলেজে আসেন তিনি । তারপর থেকেই অসহায় হয়ে পড়েছেন তিনি । মিলছে না চিকিৎসা পরিষেবা । তাই হাসপাতাল চত্বরেই আশ্রয় নিয়েছেন তিনি ।

শান্তি মণ্ডলের ভাইঝি মালা মণ্ডল ও দেওর মঙ্গল মণ্ডল বলেন, "এখানে ডাক্তারদের আন্দোলন চলছিল তা জানতাম না । রেফার করা হয়েছিল । তাই এসেছিলাম । কিন্তু ডাক্তাররা ভরতি নেননি । ইনফেকশন হয়েছে বিভিন্ন জায়গায় । যন্ত্রণা হচ্ছে পিসির । শারীরিক অবস্থা ভালো নয় ।"

সোমবার NRS হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । আক্রান্ত হন জুনিয়র ডাক্তার । এর প্রতিবাদে কর্মবিরতি চলছে সরকারি-বেসরকারি হাসপাতালে । সমস্যার মুখে পড়েছেন রোগী ও পরিজনরা ।

কলকাতা, 15 জুন : ক্যান্সারে আক্রান্ত । কলকাতা মেডিকেল কলেজে এসেছিলেন চিকিৎসার জন্য । কিন্তু চিকিৎসা করবে কে ? তাই বাধ্য হয়েই হাসপাতাল চত্বরের এক কোনায় আশ্রয় নিলেন ক্যান্সার রোগী ।

মালদা হরিশচন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা শান্তি মণ্ডল । স্তনে টিউমার হওয়ায় মালদা মেডিকেল কলেজে ভরতি হয়েছিলেন । কিছুদিন আগে জানা যায় তিনি ক্যান্সার আক্রান্ত । তাই মালদা মেডিকেল কলেজ থেকে তাঁকে কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয় । সেইমতো চারদিন আগে কলকাতা মেডিকেল কলেজে আসেন তিনি । তারপর থেকেই অসহায় হয়ে পড়েছেন তিনি । মিলছে না চিকিৎসা পরিষেবা । তাই হাসপাতাল চত্বরেই আশ্রয় নিয়েছেন তিনি ।

শান্তি মণ্ডলের ভাইঝি মালা মণ্ডল ও দেওর মঙ্গল মণ্ডল বলেন, "এখানে ডাক্তারদের আন্দোলন চলছিল তা জানতাম না । রেফার করা হয়েছিল । তাই এসেছিলাম । কিন্তু ডাক্তাররা ভরতি নেননি । ইনফেকশন হয়েছে বিভিন্ন জায়গায় । যন্ত্রণা হচ্ছে পিসির । শারীরিক অবস্থা ভালো নয় ।"

সোমবার NRS হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । আক্রান্ত হন জুনিয়র ডাক্তার । এর প্রতিবাদে কর্মবিরতি চলছে সরকারি-বেসরকারি হাসপাতালে । সমস্যার মুখে পড়েছেন রোগী ও পরিজনরা ।

Last Updated : Jun 15, 2019, 6:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.