ETV Bharat / state

কলকাতা পৌরনিগমের অ্যাডেড এরিয়ায় নেচার পার্ক তৈরির পরিকল্পনা মেয়রের - plan

16 নম্বর বোরোর 122, 123 ও 124 নম্বর ওয়ার্ডে রয়েছে বেশ কয়েকটি জলাশয় । সেগুলিকে নতুন করে সাজিয়ে নেচার পার্ক তৈরির পরিকল্পনা নিল কলকাতা পৌরনিগম ।

কাউন্সিলর ও বোরো চেয়ারম্যানের সঙ্গে বৈঠক
author img

By

Published : Jun 10, 2019, 2:50 PM IST

কলকাতা, 10 জুন : গতকাল মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পৌরনিগমের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বোরো চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন । বৈঠকে তিনি নেচার পার্ক তৈরির সিদ্ধান্তের কথা জানান । সেই সঙ্গে তিনি বলেন, "বোরোর বেশ কয়েকটি ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে । KMDA এবং কলকাতা পৌরনিগমের কাজের জন্য রাস্তার অবস্থাও ভালো নয় ।"

122, 123, 124, 125, 126, 142, 143 ও 144 নম্বর ওয়ার্ড নিয়ে 16 নম্বর বোরো তৈরি হয়েছে । বেহালা-জোকার অ্যাডেড এরিয়া নিয়ে 12টি এরিয়া পরে কলকাতা পৌরনিগমের সঙ্গে যুক্ত হয়েছে । পরে যুক্ত হওয়ায় অ্যাডেড এরিয়াগুলির উন্নয়ন সেভাবে হয়নি । এরমধ্যে 122, 123 ও 124 নম্বর ওয়ার্ডে রয়েছে কয়েকটি জলাশয় । একসময় জলাশয়গুলিতে মাছ চাষ করা হত । কিন্তু এখন জলাশয়গুলি সংস্কারের অভাবে দূষিত । তাই সেগুলিকে নতুন করে সাজিয়ে নেচার পার্ক তৈরির পরিকল্পনা নিয়েছে পৌরনিগম । পার্কগুলিকে সাজিয়ে মাছ চাষ করা হবে, কটেজ তৈরি করা হবে বলে জানানো হয়েছে ।

এই অ্যাডেড এরিয়াগুলিতে আমতলা PHI (পাবলিক হেল্থ ইঞ্জিনিয়ারিং) থেকে জল সরবারহ করা হয় । কিন্তু এখনও ঠিক মত জল সরবরাহ না হওয়ায় সমস্যায় পড়েছেন এলাকার মানুষ । গতকাল ফিরহাদ হাকিম মিটিংয়ে আশ্বাস দিয়েছেন সেই সমস্যা দ্রুত সমাধান করার ।

কলকাতা, 10 জুন : গতকাল মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পৌরনিগমের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বোরো চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন । বৈঠকে তিনি নেচার পার্ক তৈরির সিদ্ধান্তের কথা জানান । সেই সঙ্গে তিনি বলেন, "বোরোর বেশ কয়েকটি ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে । KMDA এবং কলকাতা পৌরনিগমের কাজের জন্য রাস্তার অবস্থাও ভালো নয় ।"

122, 123, 124, 125, 126, 142, 143 ও 144 নম্বর ওয়ার্ড নিয়ে 16 নম্বর বোরো তৈরি হয়েছে । বেহালা-জোকার অ্যাডেড এরিয়া নিয়ে 12টি এরিয়া পরে কলকাতা পৌরনিগমের সঙ্গে যুক্ত হয়েছে । পরে যুক্ত হওয়ায় অ্যাডেড এরিয়াগুলির উন্নয়ন সেভাবে হয়নি । এরমধ্যে 122, 123 ও 124 নম্বর ওয়ার্ডে রয়েছে কয়েকটি জলাশয় । একসময় জলাশয়গুলিতে মাছ চাষ করা হত । কিন্তু এখন জলাশয়গুলি সংস্কারের অভাবে দূষিত । তাই সেগুলিকে নতুন করে সাজিয়ে নেচার পার্ক তৈরির পরিকল্পনা নিয়েছে পৌরনিগম । পার্কগুলিকে সাজিয়ে মাছ চাষ করা হবে, কটেজ তৈরি করা হবে বলে জানানো হয়েছে ।

এই অ্যাডেড এরিয়াগুলিতে আমতলা PHI (পাবলিক হেল্থ ইঞ্জিনিয়ারিং) থেকে জল সরবারহ করা হয় । কিন্তু এখনও ঠিক মত জল সরবরাহ না হওয়ায় সমস্যায় পড়েছেন এলাকার মানুষ । গতকাল ফিরহাদ হাকিম মিটিংয়ে আশ্বাস দিয়েছেন সেই সমস্যা দ্রুত সমাধান করার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.