কলকাতা, 6 মে : বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে কেন্দ্রের মতামত জানতে চাইল কলকাতা হাইকোর্ট । বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আগামী সোমবারের মধ্যে এ ব্যাপারে কেন্দ্রকে জানানোর নির্দেশ দিয়েছে । করোনার অতিমারী ঠেকাতে সবাইকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়া, পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা ও অক্সিজেনের কালোবাজারি বন্ধ করাসহ প্রয়োজনীয় ওষুধের কালোবাজারি বন্ধ করার দাবিতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন প্রখ্যাত চিকিৎসক তথা সিপিএম নেতা ফুয়াদ হালিম । সেই মামলায় আজ এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।
রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পাশাপাশি হোম আইসোলেশনেও অক্সিজেন পাওয়া নিয়ে সংশয় রয়েছে । এই সুযোগে কিছু অসৎ ব্যবসায়ী ওষুধ ও অক্সিজেনের কালোবাজারি করছেন । এই পরিস্থিতিতে হাসপাতালগুলিতে অবিলম্বে বেড বাড়ানোর প্রয়োজন বলে আর্জি জানিয়ে ছিলেন মামলাকারী । পাশাপাশি জীবনদায়ী ওষুধ সরবরাহ যাতে ঠিক থাকে সেটা সরকারকে সুনিশ্চিত করতে হবে বলে আর্জি জানিয়েছিলেন তিনি ।
আরও পড়ুন : রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিনের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা
প্রসঙ্গত বিধানসভা নির্বাচনে জয়ের পর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেবেন বলে জানিয়েছিলেন এবং সেই ব্যাপারে ইতিমধ্যে তিনি কেন্দ্রের কাছে দরবারও করেছেন । পাশাপাশি আরেকটি জনস্বার্থ মামলায় রাজ্যে যাতে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা থাকে সেই বিষয়েও রাজ্যকে সক্রিয় হওয়ার আর্জি জানানো হয়েছিল । সেই মামলায় কার্যকারী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই ব্যাপারে কেন্দ্র কোনও গাইডলাইন সোমবারের মধ্যে দিচ্ছে কি না সেটা দেখেই নির্দেশ দেবে হাইকোর্ট ।