ETV Bharat / state

বাংলার করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের পরিকল্পনা কী, জানতে চাইল হাইকোর্ট - কলকাতা হাইকোর্ট

এ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা কী রয়েছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট ৷ সোমবার অ্যাডিশনাল সলিসিটর জেনেরালকে এব্যাপারে এক সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে কেন্দ্রের পরিকল্পনা জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ ৷

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : May 10, 2021, 9:05 PM IST

Updated : May 10, 2021, 9:58 PM IST

কলকাতা, 10 মে : এ রাজ্যের করোনা আক্রান্তদের চিকিৎসা ও টিকাকরণের ব্যাপারে কেন্দ্রের কী পরিকল্পনা জানতে চাইল কলকাতা হাইকোর্ট । অ্যাডিশনাল সলিসিটর জেনেরালকে এব্যাপারে এক সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে কেন্দ্রের পরিকল্পনা জানানোর নির্দেশ হাইকোর্টের । বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ সোমবার এই নির্দেশ দিয়েছে । একটি জনস্বার্থ মামলার রায়ে কলকাতা হাইকোর্ট আজ এই নির্দেশ দিয়েছে ।

একই সঙ্গে করোনা সংক্রমণের প্রতিরোধে রাজ্য সরকার এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে চিকিৎসার পরিকাঠামো উন্নয়নে রাজ্য কী পদক্ষেপ নিয়েছে তা জানানোর নির্দেশ দিয়েছে আদালত । আদালতের নির্দেশে আরও বলা হয়েছে, জীবনদায়ী ওষুধ ও ভ্যাকসিনেশনের ব্যাপারে রাজ্য সরকার কী পদক্ষেপ নিয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনেরালকে তা এক সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ ডিভিশন বেঞ্চের ।

অন্য আর একটি মামলায় কলকাতা হাইকোর্টের সমস্ত আইনজীবী, তাঁদের ক্লার্ক ও গাড়ি চালকদের যাতে অবিলম্বে ভ্যাকসিন দেওয়া হয় তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনেরালকে ।

আরও পড়ুন: প্রথম ডোজ নিয়েও তো রক্ষা পেলাম না... ওদের জন্য মনটা বড্ড ক্লান্ত

কলকাতা, 10 মে : এ রাজ্যের করোনা আক্রান্তদের চিকিৎসা ও টিকাকরণের ব্যাপারে কেন্দ্রের কী পরিকল্পনা জানতে চাইল কলকাতা হাইকোর্ট । অ্যাডিশনাল সলিসিটর জেনেরালকে এব্যাপারে এক সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে কেন্দ্রের পরিকল্পনা জানানোর নির্দেশ হাইকোর্টের । বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ সোমবার এই নির্দেশ দিয়েছে । একটি জনস্বার্থ মামলার রায়ে কলকাতা হাইকোর্ট আজ এই নির্দেশ দিয়েছে ।

একই সঙ্গে করোনা সংক্রমণের প্রতিরোধে রাজ্য সরকার এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে চিকিৎসার পরিকাঠামো উন্নয়নে রাজ্য কী পদক্ষেপ নিয়েছে তা জানানোর নির্দেশ দিয়েছে আদালত । আদালতের নির্দেশে আরও বলা হয়েছে, জীবনদায়ী ওষুধ ও ভ্যাকসিনেশনের ব্যাপারে রাজ্য সরকার কী পদক্ষেপ নিয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনেরালকে তা এক সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ ডিভিশন বেঞ্চের ।

অন্য আর একটি মামলায় কলকাতা হাইকোর্টের সমস্ত আইনজীবী, তাঁদের ক্লার্ক ও গাড়ি চালকদের যাতে অবিলম্বে ভ্যাকসিন দেওয়া হয় তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনেরালকে ।

আরও পড়ুন: প্রথম ডোজ নিয়েও তো রক্ষা পেলাম না... ওদের জন্য মনটা বড্ড ক্লান্ত

Last Updated : May 10, 2021, 9:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.