কলকাতা, 29 জুন: পরীক্ষা হয়ে যাওয়ার পরও একজন ছাত্রীর জন্যই বর্ধমান বিশ্ববিদ্যালয়কে ফের পরীক্ষার আয়োজন করার নির্দেশ দিল হাইকোর্ট (University of Burdwan to Arrange Examine for a Student)। এর আগে সিঙ্গল বেঞ্চও একই নির্দেশ দিয়েছিল । কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । বুধবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ বর্ধমান বিশ্ববিদ্যালয়কে ওই ছাত্রীর পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে ।
হাইকোর্ট মামলার সূত্রে জানা গিয়েছে, তাহিতি সিনহা রায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ধ্রুপতি ইউরোপিয়ান ইংরেজি সাহিত্যের ছাত্রী । 5 বছরের এই কোর্সে মোট তিনটি সেমেস্টারে উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকে । প্রথম সেমেস্টারে তিনি উত্তীর্ণ হতে পারেননি । সেটার রিভিউ করার আবেদন জানান । কিন্তু ইতিমধ্যেই দ্বিতীয় সেমেস্টার শুরু হয়ে যায় । প্রথম সেমেস্টারের নম্বর তখনও জানতে না-পারায় তিনি দ্বিতীয় সেমেস্টারের ওই পেপারগুলোর পরীক্ষা দিতে পারেননি ।
আরও পড়ুন : কলকাতা বিশ্ববিদ্যালয়ে অফলাইন পরীক্ষার বিরুদ্ধে হাইকোর্টে মামলা
এরপর 2020 সালে করোনা পরিস্থিতি শুরু হয়ে যায় এবং তৃতীয়-চতুর্থ ও পঞ্চম সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ায় তিনি বসতে পারেননি । গত 21 জুন পঞ্চম সেমেস্টারের পরীক্ষায় বসতে গেলে বিশ্ববিদ্যালয় তাকে জানায় যেহেতু মামলা হাইকোর্টে বিচারাধীন রয়েছে তাই তিনি পরীক্ষা দিতে পারবেন না ।
উল্লেখ্য, এর আগে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ওই ছাত্রীকে পরীক্ষায় বসতে দেওয়ার নির্দেশ দিলেও সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করে বিশ্ববিদ্যালয় । বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ বুধবার বিশ্ববিদ্যালয়কে ওই ছাত্রীর জন্য যত শীঘ্রই সম্ভব বকেয়া পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে ।
হাইকোর্টে ছাত্রীর তরফে সওয়ালকারী আইনজীবী শুভেন্দু রায়চৌধুরী বলেন, "আমার মক্কেলের যতগুলো পেপার বাকি রয়েছে সব গুলোর পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়কে পরীক্ষার আয়োজন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।"
আরও পড়ুন : পুলিশে নিয়োগের প্রশ্ন ইংরেজিতে করার দাবি খারিজ করল হাইকোর্ট