ETV Bharat / state

সাতদিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নম্বর সহ নতুন তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের

সাতদিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে প্রাপ্ত নম্বরের ব্রেকআপ সহ নতুন তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

calcutta high court
সাতদিনের মধ্যে কমিশনকে নম্বর সহ নতুন তালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের
author img

By

Published : Jul 2, 2021, 6:55 PM IST

কলকাতা, 2 জুলাই: সাতদিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নম্বর সহ নতুন তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । আগামী শুক্রবার ফের মামলার শুনানি হবে ।

আদালতের নির্দেশের ব্যাপারে মামলাকারীদের আইনজীবী আলি আহসান আলমগীর বলেন, "বিচারপতি নির্দেশ দিয়েছেন যাঁরা ইন্টারভিউ লিস্টে এসেছেন, তাঁদের প্রাপ্ত নম্বরের ব্রেকআপ স্পষ্ট করে জানাতে হবে । যাঁরা ইন্টারভিউ লিস্টে জায়গা পাননি তাঁদেরও নম্বরের উল্লেখ করতে হবে।" বিচারপতি জানিয়েছেন, যদি দেখা যায় সমস্ত কিছু স্বচ্ছ রয়েছে তাহলে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে তা তুলে নেওয়া হবে ।

শুক্রবার মামলার শুনানিতে মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষক নিয়োগ সংক্রান্ত ব্যাপারে সংবাদমাধ্যমে যে সমস্ত মন্তব্য করেছেন সেই সংক্রান্ত একটি ভিডিও দেখান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে । মুখ্যমন্ত্রীর মন্তব্য, আদালত অবমাননার সামিল বলেও উল্লেখ করেন তিনি । কিন্তু বিচারপতি ভিডিওটি দেখার পর বিকাশরঞ্জন ভট্টাচার্যের এই দাবি খারিজ করে দেন । এর আগে আজ সকালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন । চেয়ারম্যান এবং শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশও দেন ।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য়কে তুলোধনা কলকাতা হাইকোর্টের

আদালতে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হাজির হলে বিচারপতি জানান , আগামী সাতদিনের মধ্যে নম্বর সহ নতুন লিস্ট প্রকাশ করুন । যদি দেখা যায় সবকিছু ঠিকঠাক আছে তাহলে আমি যে স্থগিতাদেশ দিয়েছি তা তুলে নেব । কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্যের প্রাথমিক এবং উচ্চ-প্রাথমিক মিলিয়ে প্রায় 30 হাজারের বেশি শিক্ষক নিয়োগ করা হবে । সেই ঘোষণা মতোই উচ্চ প্রাথমিকে প্রায় 15000 শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল কমিশন । 21 জুন 14339টি পদে শিক্ষক নিয়োগের জন্য প্রকাশ করেছিল ইন্টারভিউ তালিকা । কিন্তু সেই তালিকায় একাধিক অসঙ্গতি থাকার অভিযোগ ওঠে ।

কলকাতা, 2 জুলাই: সাতদিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নম্বর সহ নতুন তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । আগামী শুক্রবার ফের মামলার শুনানি হবে ।

আদালতের নির্দেশের ব্যাপারে মামলাকারীদের আইনজীবী আলি আহসান আলমগীর বলেন, "বিচারপতি নির্দেশ দিয়েছেন যাঁরা ইন্টারভিউ লিস্টে এসেছেন, তাঁদের প্রাপ্ত নম্বরের ব্রেকআপ স্পষ্ট করে জানাতে হবে । যাঁরা ইন্টারভিউ লিস্টে জায়গা পাননি তাঁদেরও নম্বরের উল্লেখ করতে হবে।" বিচারপতি জানিয়েছেন, যদি দেখা যায় সমস্ত কিছু স্বচ্ছ রয়েছে তাহলে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে তা তুলে নেওয়া হবে ।

শুক্রবার মামলার শুনানিতে মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষক নিয়োগ সংক্রান্ত ব্যাপারে সংবাদমাধ্যমে যে সমস্ত মন্তব্য করেছেন সেই সংক্রান্ত একটি ভিডিও দেখান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে । মুখ্যমন্ত্রীর মন্তব্য, আদালত অবমাননার সামিল বলেও উল্লেখ করেন তিনি । কিন্তু বিচারপতি ভিডিওটি দেখার পর বিকাশরঞ্জন ভট্টাচার্যের এই দাবি খারিজ করে দেন । এর আগে আজ সকালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন । চেয়ারম্যান এবং শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশও দেন ।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য়কে তুলোধনা কলকাতা হাইকোর্টের

আদালতে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হাজির হলে বিচারপতি জানান , আগামী সাতদিনের মধ্যে নম্বর সহ নতুন লিস্ট প্রকাশ করুন । যদি দেখা যায় সবকিছু ঠিকঠাক আছে তাহলে আমি যে স্থগিতাদেশ দিয়েছি তা তুলে নেব । কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্যের প্রাথমিক এবং উচ্চ-প্রাথমিক মিলিয়ে প্রায় 30 হাজারের বেশি শিক্ষক নিয়োগ করা হবে । সেই ঘোষণা মতোই উচ্চ প্রাথমিকে প্রায় 15000 শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল কমিশন । 21 জুন 14339টি পদে শিক্ষক নিয়োগের জন্য প্রকাশ করেছিল ইন্টারভিউ তালিকা । কিন্তু সেই তালিকায় একাধিক অসঙ্গতি থাকার অভিযোগ ওঠে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.