কলকাতা, 12 ডিসেম্বর: ভোট পরবর্তী হিংসা মামলায় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ সিটের আইনজীবীর। সিটের প্রধান সুমন বালা সাউ (আইপিএস)। সম্প্রতি তিনি অবসর গ্রহণ করবেন। তাঁর জায়গায় নতুন সিটের প্রধান নিয়োগ করুক আদালত আর্জি প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের। যেহেতু রাজ্য সিটের জন্য আইপিএস অফিসারের নাম দিয়েছিল, সেই কারণে নতুন অফিসার নিয়োগের জন্য রাজ্যকে চিঠি দিতে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। তারপর 5 বিচারপতির বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ বর্তমানে ভোট পরবর্তী হিংসা মামলা পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে বিচারাধীন।
প্রধান বিচারপতি জানিয়েছেন, এই নির্দেশ জারি করেছিল পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ। এই বিষয়ে ওই বৃহত্তর বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করতে হবে বা বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখ্যপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে হবে। এই মামলায় সরকারি আইনজীবী ছিলেন রাজ্যের আগের অ্যাডভোকেট জেনারেল ৷ বর্তমানে ওই পদে এখনও পর্যন্ত কেউ নেই। সিটের আইনজীবী অয়ন ভট্টাচার্যকে পরামর্শ দিয়ে প্রধান বিচারপতি বলেন, "সিটের পক্ষ থেকে অবসরের বিষয়টা জানিয়ে আপনারা রাজ্য সরকারের কাছে আবেদন জানান ৷ সেখানে সিটের ওই প্রধানের জায়গায় অন্য কোনও আইপিএসকে নিযুক্ত করা হোক।"
2021 সালের ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত আদালত অবমাননার মামলায় সম্প্রতি পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করেছে কলকাতা হাইকোর্ট।
রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা দায়ের হয়েছিল। ওই মামলা শুনবে নতুন বৃহত্তর বেঞ্চ। সেই বেঞ্চে আবেদন জানানোর নির্দেশ দেওয়া হয়। 2021 বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার ঘটনায় একাধিক মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানি করতে পাঁচ সদস্যের বিশেষ বেঞ্চ গঠন হয় কলকাতা হাইকোর্টে। এই বিশেষ বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সিবিআইকে বিশেষ তদন্তকারী দল গঠন করতে বলা হয়। পাশাপাশি রাজ্য পুলিশকেও অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলাগুলির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: