ETV Bharat / state

কালীঘাটের কাকুর কণ্ঠস্বর প্রমাণ হিসাবে এখনই ব্যবহার করতে পারবে না ইডি, নির্দেশ ডিভিশন বেঞ্চের

Sujoy Krishna Bhadra: কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিয়ে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ বুধবার বেঞ্চের তরফে জানানো হয়েছে, এখনই ইডি ওই কণ্ঠস্বরকে প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবে না ৷ প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেবে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ ৷

Sujoy Krishna Bhadra
Sujoy Krishna Bhadra
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 1:50 PM IST

কলকাতা, 10 জানুয়ারি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এখনই কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবে না, বুধবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও উদয় কুমারের ডিভিশন বেঞ্চ । তবে ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিঙ্গল বেঞ্চ । ফলে ডিভিশন বেঞ্চের নির্দেশে স্বস্তি মিলল না কালীঘাটের কাকুর ৷

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে ইডি কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা করেছিল । কণ্ঠস্বর পরীক্ষার ক্ষেত্রে তাঁর কোনও অনুমতি ছিল না জানিয়ে সুজয়কৃষ্ণ ভদ্র বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন । কিন্তু ডিভিশন বেঞ্চ জানিয়েছে, তারা এই মামলায় হস্তক্ষেপ করবে না ৷ মামলার সিদ্ধান্ত নেবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ । ওই বেঞ্চই সিদ্ধান্ত নেবে যে ইডি কণ্ঠস্বরের নমুনা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবে কি না !

উল্লেখ্য, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সুজয়কৃষ্ণ ভদ্র সংক্রান্ত দু’টি মামলার শুনানি চলছে । বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সুজয়কৃষ্ণ ভদ্রর চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট তলব করেছিলেন । তার মধ্যেই গত সপ্তাহে রুদ্ধদ্বার এজলাসে বিচারপতি অমৃতা সিনহা সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করার নির্দেশ দেন ইডিকে । ইডি ইতিমধ্যেই সুজয়কৃষ্ণর কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করেছে । কিন্তু তাঁর অনুমতি না নিয়ে হাইকোর্টে অন্য একটা মামলা চলাকালীন সিঙ্গল বেঞ্চের এই নির্দেশ কেন, সেই প্রশ্ন তুলে ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন সুজয় ।

প্রসঙ্গত, এ দিন বিকেলেই সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে ।

আরও পড়ুন:

  1. 'কালীঘাটের কাকু'র তিন বাক্যই ব্রহ্মাস্ত্র! নমুনা সংগ্রহে একই কথা বারবার বলালো ইডি
  2. সাড়ে 4 মাস পর এসএসকেএম থেকে বের করা হল সুজয়কৃষ্ণ ভদ্রকে
  3. কালীঘাটের কাকুকে ঘিরে জোকা হাসপাতালে 'চোর চোর' স্লোগান

কলকাতা, 10 জানুয়ারি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এখনই কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবে না, বুধবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও উদয় কুমারের ডিভিশন বেঞ্চ । তবে ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিঙ্গল বেঞ্চ । ফলে ডিভিশন বেঞ্চের নির্দেশে স্বস্তি মিলল না কালীঘাটের কাকুর ৷

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে ইডি কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা করেছিল । কণ্ঠস্বর পরীক্ষার ক্ষেত্রে তাঁর কোনও অনুমতি ছিল না জানিয়ে সুজয়কৃষ্ণ ভদ্র বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন । কিন্তু ডিভিশন বেঞ্চ জানিয়েছে, তারা এই মামলায় হস্তক্ষেপ করবে না ৷ মামলার সিদ্ধান্ত নেবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ । ওই বেঞ্চই সিদ্ধান্ত নেবে যে ইডি কণ্ঠস্বরের নমুনা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবে কি না !

উল্লেখ্য, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সুজয়কৃষ্ণ ভদ্র সংক্রান্ত দু’টি মামলার শুনানি চলছে । বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সুজয়কৃষ্ণ ভদ্রর চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট তলব করেছিলেন । তার মধ্যেই গত সপ্তাহে রুদ্ধদ্বার এজলাসে বিচারপতি অমৃতা সিনহা সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করার নির্দেশ দেন ইডিকে । ইডি ইতিমধ্যেই সুজয়কৃষ্ণর কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করেছে । কিন্তু তাঁর অনুমতি না নিয়ে হাইকোর্টে অন্য একটা মামলা চলাকালীন সিঙ্গল বেঞ্চের এই নির্দেশ কেন, সেই প্রশ্ন তুলে ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন সুজয় ।

প্রসঙ্গত, এ দিন বিকেলেই সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে ।

আরও পড়ুন:

  1. 'কালীঘাটের কাকু'র তিন বাক্যই ব্রহ্মাস্ত্র! নমুনা সংগ্রহে একই কথা বারবার বলালো ইডি
  2. সাড়ে 4 মাস পর এসএসকেএম থেকে বের করা হল সুজয়কৃষ্ণ ভদ্রকে
  3. কালীঘাটের কাকুকে ঘিরে জোকা হাসপাতালে 'চোর চোর' স্লোগান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.