ETV Bharat / state

দক্ষিণেশ্বরের কাছে প্রতিদিন 800 জনকে খাওয়ানোর উদ্যোগ BSF-এর

দিন আনা দিন খাওয়া মানুষের পাশে এবার BSF । দক্ষিণেশ্বরের কাছে প্রতিদিন 800 মানুষের খাওয়ার ব্যবস্থা করা হয়ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে ।

author img

By

Published : Apr 8, 2020, 10:39 AM IST

aa
খাদ্য বিতরণ

কলকাতা, 8 এপ্রিল: কোরোনা সংক্রমণ রুখতে লকডাউন জারি রয়েছে দেশে । এই অবস্থায় কেউ যেন অভুক্ত না থাকে । বিষয়টি বারবার নিশ্চিত করতে চাইছেন সবাই । সক্রিয় রয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার । সক্রিয় পুলিশ এবং বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠন । সেই সক্রিয়তায় নাম লিখিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সও । শুধুমাত্র সীমান্তে নয়, BSF সক্রিয় রয়েছে কলকাতাতেও ।

দক্ষিণেশ্বরের কাছে রয়েছে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের 27 নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্প । তার আশপাশে বহু মানুষ থাকে যারা দিন আনে দিন খায় । লকডাউনের জেরে তাদের রোজগার বন্ধ । জমানো টাকা শেষ । টান পড়েছে ভাঁড়ারে । তাদের সাহায্যে এগিয়ে এল 27 নম্বর ব্যাটেলিয়ন । রোজ দুপুরে প্রায় 800 মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে ব্যাটেলিয়নের তরফে । শহরে BSF-এর এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে ।

সীমান্তের অতন্দ্র প্রহরী BSF । সীমান্ত লাগোয়া এলাকায় মূলত তাদের কাজকর্ম । সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার সূত্রে খবর, সীমান্তে প্রত্যেকের বিষয়ে খোঁজ খবর রাখছেন জওয়ানরা । প্রত্যেকের সুবিধা-অসুবিধায় পাশে দাঁড়াচ্ছেন । সোমবার পেট্রাপোল সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে ট্রাক ড্রাইভারদের দান করা হয়েছে দশ দিনের রেশন ।

কলকাতা, 8 এপ্রিল: কোরোনা সংক্রমণ রুখতে লকডাউন জারি রয়েছে দেশে । এই অবস্থায় কেউ যেন অভুক্ত না থাকে । বিষয়টি বারবার নিশ্চিত করতে চাইছেন সবাই । সক্রিয় রয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার । সক্রিয় পুলিশ এবং বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠন । সেই সক্রিয়তায় নাম লিখিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সও । শুধুমাত্র সীমান্তে নয়, BSF সক্রিয় রয়েছে কলকাতাতেও ।

দক্ষিণেশ্বরের কাছে রয়েছে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের 27 নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্প । তার আশপাশে বহু মানুষ থাকে যারা দিন আনে দিন খায় । লকডাউনের জেরে তাদের রোজগার বন্ধ । জমানো টাকা শেষ । টান পড়েছে ভাঁড়ারে । তাদের সাহায্যে এগিয়ে এল 27 নম্বর ব্যাটেলিয়ন । রোজ দুপুরে প্রায় 800 মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে ব্যাটেলিয়নের তরফে । শহরে BSF-এর এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে ।

সীমান্তের অতন্দ্র প্রহরী BSF । সীমান্ত লাগোয়া এলাকায় মূলত তাদের কাজকর্ম । সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার সূত্রে খবর, সীমান্তে প্রত্যেকের বিষয়ে খোঁজ খবর রাখছেন জওয়ানরা । প্রত্যেকের সুবিধা-অসুবিধায় পাশে দাঁড়াচ্ছেন । সোমবার পেট্রাপোল সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে ট্রাক ড্রাইভারদের দান করা হয়েছে দশ দিনের রেশন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.