কলকাতা, 15 মে: মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার দিন জানা গেল। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ কবে তা নিয়ে সোমবার দুপুরে একটি টুইট করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ সেখানেই তিনি জানান, আগামী সপ্তাহে 24 মে অর্থাৎ বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। প্রতিবারের মতো সংসদের অফিশিয়াল ওয়েবসাইটে থেকে ফল জানা যাবে। ওইদিন দুপুর বারোটার সময়ে সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। বেলা সাড়ে 12টা থেকে অনলাইনে ফল দেখতে পাবে পরীক্ষার্থীরা।
তিনি এদিন টুইটে জানিয়ে দেন ফলপ্রকাশের আধঘণ্টা পর অর্থাৎ সাড়ে 12টার পর ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে ৷ পাশপাশি আগামী 31 মে ছাত্রছাত্রীরা হাতে মার্কশিট হাতে পাবেন ৷ এর সঙ্গে ওইদিনকেই প্রকাশিত হবি একাদশ শ্রেণির ফলাফল। কীভাবে তা আপলোড করা হবে সেই বিষয়ে ইতিমধ্যেই স্কুলগুলিতে নির্দেশিকা পাঠানো হয়েছে। উল্লেখ্য, শিক্ষামন্ত্রী কয়েকদিন আগে টুইটে জানিয়েছিলেন, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী 19 মে। আর তার পাঁচ দিন পরেই প্রকাশ করা হবে উচ্চমাধ্যমিকের ফলও। চলতি বছরে 14 মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। তা চলেছে 27 মার্চ পর্যন্ত। প্রায় দু'মাসের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে।
- — Bratya Basu (@basu_bratya) May 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Bratya Basu (@basu_bratya) May 15, 2023
">— Bratya Basu (@basu_bratya) May 15, 2023
আরও পড়ুন: 19 মে মাধ্যমিকের ফলপ্রকাশ, টুইট করলেন শিক্ষামন্ত্রী
এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল রেকর্ড 8 লক্ষ 52 হাজার সংখ্যক পরীক্ষার্থী। 2023-এই প্রথমবার একটি প্রশ্নপত্র ও একটি উত্তরপত্রে পরীক্ষা দেয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। নতুন এই ব্যবস্থায় উত্তরপত্র আগে থেকেই ছাপানো হয়। উত্তরপত্রের প্রথম পৃষ্ঠায় ছিল এমসিকিউ-এর উত্তর লেখার জন্য নির্ধারিত জায়গা। এবং পরবর্তী দু'টি পৃষ্ঠা নির্দিষ্ট করে দেওয়া হয় এসএকিউ-এর উত্তর লেখার জন্য। সেই সঙ্গে বেশ কিছু নতুন চিন্তা ভাবনা নিয়েছিল সংসদ।
এই প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষার নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছিল আর এফডি মেশিন। তার সাহায্যে অতিস্পর্শ কাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে চেকিংয়ের যন্ত্র ব্যবহার করা হয়েছে। এছাড়াও মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশি চালানো হয়েছিল। এমনকী পরীক্ষার প্রশ্নপত্র খোলার সময়েও বেশ কিছু নিরাপত্তা বজায় রাখা হয়েছিল।