ETV Bharat / state

Bratya Basu Meeting with NSM : নয়া সিলেবাস কমিটির সঙ্গে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর বৈঠক - Bratya Basu Meeting with NSM

শুক্রবার বিকাশ ভবনে নয়া সিলেবাস কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন আগের সিলেবাস কমিটির অধ্যাপক অভীক মজুমদারও (Bratya Basu in meeting at bikash bhavan with new syllabus committee) ।

Bratya Basu Meeting with NSM
নয়া সিলেবাস কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী
author img

By

Published : May 6, 2022, 10:37 PM IST

কলকাতা, 6 মে : নয়া সিলেবাস কমিটি গঠিত হয়েছে। শুক্রবার বিকাশ ভবনে নতুন সিলেবাস কমিটির সঙ্গে বৈঠক সারলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন কমিটির সব সদস্যরা (Bratya Basu in meeting at bikash bhavan with new syllabus committee)। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন যে সিলেবাস কমিটি ছিল, সেটিকে ভেঙে ফেলে নতুন করে সাজানো হয়েছে এই কমিটি।

তবে আগের মতই এই নয়া সিলেবাস কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পারেটিভ লিটারেচার বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অভিক মজুমদার। প্রতিটি বিষয়ের জন্য রয়েছে একজন করে মেন্টর এবং দুই থেকে তিন জন করে মেম্বার বা সদস্য।

সূত্রের খবর, 2017 সালের মাধ্যমিকের সিলেবাস সংস্কার করা হয়েছিল। পাশাপাশি 2015 সালে উচ্চ মাধ্যমিক সিলেবাস সংস্কার করা হয়। অভীক মজুমদার দায়িত্ব সামলাবার পর প্রাইমারি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সমস্ত সিলেবাস সংস্কার করা হয়। আগামিদিনে আবারও সিলেবাস পরিবর্তন আনা হতে পারে। তাই সবকটি জেলা থেকে সিলাবাস সম্পর্কে মতামত নেওয়া হবে।

আরও পড়ুন : প্রয়োজনে অনলাইনে ক্লাস, বেসরকারি স্কুলের দরজা বন্ধের নির্দেশ রাজ্য শিক্ষা দফতরের

সেই পরামর্শের ভিত্তিতে নতুন সিলেবাস গঠন করা হবে। আগামী 2 জুন আবার বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, পুরনো সিলেবাসের কোন দিকটা ভাল আর কোন দিকটা খারাপ এবং কোন কোন বিষয় খামতি রয়েছে এবং সেগুলি কীভাবে কাটিয়ে ওঠা যাবে সেই নিয়ে প্রস্তাব গ্রহণ করা হবে।আরও জানা গিয়েছে যে বর্তমান সিলেবাস সম্পর্কে 1 হাজার 300টি স্কুলে সার্ভে করা হবে। পাশাপাশি পড়ুয়ারা বর্তমান সিলেবাস থেকে কতটা শিখতে পারল, তাও দেখা হবে সার্ভের মাধ্যমে।

কলকাতা, 6 মে : নয়া সিলেবাস কমিটি গঠিত হয়েছে। শুক্রবার বিকাশ ভবনে নতুন সিলেবাস কমিটির সঙ্গে বৈঠক সারলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন কমিটির সব সদস্যরা (Bratya Basu in meeting at bikash bhavan with new syllabus committee)। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন যে সিলেবাস কমিটি ছিল, সেটিকে ভেঙে ফেলে নতুন করে সাজানো হয়েছে এই কমিটি।

তবে আগের মতই এই নয়া সিলেবাস কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পারেটিভ লিটারেচার বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অভিক মজুমদার। প্রতিটি বিষয়ের জন্য রয়েছে একজন করে মেন্টর এবং দুই থেকে তিন জন করে মেম্বার বা সদস্য।

সূত্রের খবর, 2017 সালের মাধ্যমিকের সিলেবাস সংস্কার করা হয়েছিল। পাশাপাশি 2015 সালে উচ্চ মাধ্যমিক সিলেবাস সংস্কার করা হয়। অভীক মজুমদার দায়িত্ব সামলাবার পর প্রাইমারি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সমস্ত সিলেবাস সংস্কার করা হয়। আগামিদিনে আবারও সিলেবাস পরিবর্তন আনা হতে পারে। তাই সবকটি জেলা থেকে সিলাবাস সম্পর্কে মতামত নেওয়া হবে।

আরও পড়ুন : প্রয়োজনে অনলাইনে ক্লাস, বেসরকারি স্কুলের দরজা বন্ধের নির্দেশ রাজ্য শিক্ষা দফতরের

সেই পরামর্শের ভিত্তিতে নতুন সিলেবাস গঠন করা হবে। আগামী 2 জুন আবার বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, পুরনো সিলেবাসের কোন দিকটা ভাল আর কোন দিকটা খারাপ এবং কোন কোন বিষয় খামতি রয়েছে এবং সেগুলি কীভাবে কাটিয়ে ওঠা যাবে সেই নিয়ে প্রস্তাব গ্রহণ করা হবে।আরও জানা গিয়েছে যে বর্তমান সিলেবাস সম্পর্কে 1 হাজার 300টি স্কুলে সার্ভে করা হবে। পাশাপাশি পড়ুয়ারা বর্তমান সিলেবাস থেকে কতটা শিখতে পারল, তাও দেখা হবে সার্ভের মাধ্যমে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.