ETV Bharat / state

Kolkata Book Fair: সার্থক বাঙালির বই প্রেম, বইমেলায় 25 কোটির রেকর্ড বিক্রি - Kolkata International Book Fair

রেকর্ড অঙ্কের বই বিক্রি হল 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় (Kolkata International Book Fair) ৷ বিক্রি হল 25 কোটির বই ৷

ETV Bharat
কলকাতা বইমেলা
author img

By

Published : Feb 12, 2023, 11:05 PM IST

Updated : Feb 13, 2023, 4:20 PM IST

কলকাতা, 12 ফেব্রুয়ারি: রবিবার ছিল এবছরের কলকাতা বইমেলার শেষদিন ৷ রবিবার রাত মানে যেন বইমেলায় বিজয়া দশমীর আবহ । আবার এক বছরের অপেক্ষা । তবে সব রেকর্ডকে ভেঙে দিয়েছে 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata Book Fair ends) । এদিন বইমেলার শেষ দিনে সাংবাদিক সম্মেলনে গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, বইমেলায় এবার লোকসংখ্যা 25 লক্ষ পার করে গিয়েছে । গতবার বই বিক্রি হয়েছিল 23 কোটি টাকার । এবারে সেই রেকর্ডও ভেঙে গিয়েছে ৷ মোট 25 কোটি টাকার বই বিক্রি হয়েছে এবার ।

এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে, সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল সেন, বিধাননগর পৌরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, সাংসদ দোলা সেন । সুধাংশুশেখর দে বলেন,"এত বড় বইমেলা সুষ্ঠুভাবে করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই । কোনওরকম ত্রুটি থাকলে আমাদের জানাবেন । আমরা সবাই ভুল থেকে শিক্ষা নিই । ছোট থেকে বড় স্টল সব জায়গাতেই প্রচুর বই বিক্রি হয়েছে এবার । তবে সবথেকে বেশি পরিমাণে বিক্রি হয়েছে বাংলাদেশের বই ।" গিল্ড কর্তৃপক্ষের কথায়, প্রায় 1 কোটি টাকার উপর বই বিক্রি হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়নে (sell in Kolkata Book Fair) ।

আরও পড়ুন: 'দশমী'র বইমেলা যেন অলীক কোনও উঠান !

তবে এই বিষয়ে ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, "আমরা বাংলাদেশে গেলেও এই পরিমাণ বই বিক্রি হয় না ৷" এবছর বইমেলায় থিম কান্ট্রি ছিল স্পেন ৷ এদিনের সাংবাদিক বৈঠকে স্পেনের প্রতিনিধির পক্ষ থেকে বলা হয়, এবার স্পেন প্যাভিলিয়নে একশোর উপর আলোচনা সভা বসেছে । সিনেমা, সাহিত্য, ফুটবল, গান বাদ যায়নি কিছুই । এমনকি স্পেন থেকে যা বই আনা হয়েছে, তার সবই এখানে বিভিন্ন মানুষের হাতে তুলে দেওয়া হবে ।

এই বছর বইমেলায় বিশেষ পুরস্কার দেওয়া হয় বাংলাদেশ, থাইল্যান্ড, বিধাননগর পৌরসভা, পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দফতর, বিধাননগর পুলিশ, দমকলকে । বাংলার ঐতিহ্য দুর্গাপুজোকে তুলে ধরার অভিনব ভাবনার জন্য পুরস্কার দেওয়া হয় জাগো বাংলার স্টলকেও । হলের মধ্যে ছোট স্টল হিসেবে পুরস্কার পায় মায়া আর্ট স্পেস । বড় স্টল হিসেবে পুরস্কার পায় পেঙ্গুইন । মেলার মধ্যে খোলা জায়গায় ছোট স্টলের মধ্যে যুগ্মভাবে জয়ী হয়েছে 7 নং সাহিত্য পাড়া লেন এবং বাণীশিল্প । বড় স্টলের মধ্যে জয়ী হয়েছে প্রতিভাস এবং কারিগর । গিল্ডের তরফে জানানো হয়েছে, 47 তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার প্রথম সাংবাদিক সম্মেলন করা হবে 2023 সালের নভেম্বর মাসে । আগামী বছরে থিম কান্ট্রি হতে ইউরোপেরই কোনও দেশ বলে এদিন আভাস মিলেছে ৷

কলকাতা, 12 ফেব্রুয়ারি: রবিবার ছিল এবছরের কলকাতা বইমেলার শেষদিন ৷ রবিবার রাত মানে যেন বইমেলায় বিজয়া দশমীর আবহ । আবার এক বছরের অপেক্ষা । তবে সব রেকর্ডকে ভেঙে দিয়েছে 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata Book Fair ends) । এদিন বইমেলার শেষ দিনে সাংবাদিক সম্মেলনে গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, বইমেলায় এবার লোকসংখ্যা 25 লক্ষ পার করে গিয়েছে । গতবার বই বিক্রি হয়েছিল 23 কোটি টাকার । এবারে সেই রেকর্ডও ভেঙে গিয়েছে ৷ মোট 25 কোটি টাকার বই বিক্রি হয়েছে এবার ।

এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে, সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল সেন, বিধাননগর পৌরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, সাংসদ দোলা সেন । সুধাংশুশেখর দে বলেন,"এত বড় বইমেলা সুষ্ঠুভাবে করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই । কোনওরকম ত্রুটি থাকলে আমাদের জানাবেন । আমরা সবাই ভুল থেকে শিক্ষা নিই । ছোট থেকে বড় স্টল সব জায়গাতেই প্রচুর বই বিক্রি হয়েছে এবার । তবে সবথেকে বেশি পরিমাণে বিক্রি হয়েছে বাংলাদেশের বই ।" গিল্ড কর্তৃপক্ষের কথায়, প্রায় 1 কোটি টাকার উপর বই বিক্রি হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়নে (sell in Kolkata Book Fair) ।

আরও পড়ুন: 'দশমী'র বইমেলা যেন অলীক কোনও উঠান !

তবে এই বিষয়ে ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, "আমরা বাংলাদেশে গেলেও এই পরিমাণ বই বিক্রি হয় না ৷" এবছর বইমেলায় থিম কান্ট্রি ছিল স্পেন ৷ এদিনের সাংবাদিক বৈঠকে স্পেনের প্রতিনিধির পক্ষ থেকে বলা হয়, এবার স্পেন প্যাভিলিয়নে একশোর উপর আলোচনা সভা বসেছে । সিনেমা, সাহিত্য, ফুটবল, গান বাদ যায়নি কিছুই । এমনকি স্পেন থেকে যা বই আনা হয়েছে, তার সবই এখানে বিভিন্ন মানুষের হাতে তুলে দেওয়া হবে ।

এই বছর বইমেলায় বিশেষ পুরস্কার দেওয়া হয় বাংলাদেশ, থাইল্যান্ড, বিধাননগর পৌরসভা, পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দফতর, বিধাননগর পুলিশ, দমকলকে । বাংলার ঐতিহ্য দুর্গাপুজোকে তুলে ধরার অভিনব ভাবনার জন্য পুরস্কার দেওয়া হয় জাগো বাংলার স্টলকেও । হলের মধ্যে ছোট স্টল হিসেবে পুরস্কার পায় মায়া আর্ট স্পেস । বড় স্টল হিসেবে পুরস্কার পায় পেঙ্গুইন । মেলার মধ্যে খোলা জায়গায় ছোট স্টলের মধ্যে যুগ্মভাবে জয়ী হয়েছে 7 নং সাহিত্য পাড়া লেন এবং বাণীশিল্প । বড় স্টলের মধ্যে জয়ী হয়েছে প্রতিভাস এবং কারিগর । গিল্ডের তরফে জানানো হয়েছে, 47 তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার প্রথম সাংবাদিক সম্মেলন করা হবে 2023 সালের নভেম্বর মাসে । আগামী বছরে থিম কান্ট্রি হতে ইউরোপেরই কোনও দেশ বলে এদিন আভাস মিলেছে ৷

Last Updated : Feb 13, 2023, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.