কলকাতা, 16 সেপ্টেম্বর: পরীক্ষাকেন্দ্রে ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন নিয়ে যাওয়া রুখতে নতুন পদক্ষেপ গ্রহণের চিন্তাভাবনা করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ৷ পরীক্ষাকেন্দ্রে হ্যান্ড হোল্ডিং মেটাল ডিটেক্টর ব্যবহার করা যেতে পারে ৷ যা দিয়ে সার্চ করলেই জানা যাবে, কারোর কাছে মেটাল জাতীয় কোনও বস্তু রয়েছে কি না । তবে বিষয়টি এখন আলোচনার প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ।
2019 সালের মাধ্যমিক পরীক্ষায় প্রায় প্রতিটি বিষয়ের প্রশ্নপত্রই সোশাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে যায় পরীক্ষা চলাকালীন । আগামী বছর অর্থাৎ 2020 সালের পরীক্ষায় যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য ভাবনাচিন্তা শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ । কীভাবে এই ধরনের ঘটনা রোখা যায়, কী করে আটকানো সম্ভব মোবাইল ফোন? বিষয়গুলি নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে ৷
শপিং মল, মেট্রো বা এয়ারপোর্টে মেটাল জাতীয় বস্তু চিহ্নিত করতে এক ধরনের হ্যান্ড হোল্ডিং মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয় ৷ এই ধরনের মেটাল ডিটেক্টর পরীক্ষাকেন্দ্রেও ব্যবহার করার ভাবনাচিন্তা করছে মধ্যশিক্ষা পর্ষদ । চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় একাধিক প্রশ্নপত্র ফাঁস হয়েছে । সোশাল মিডিয়ায় তা প্রকাশও পেয়েছে পরীক্ষা চলাকালীন ৷ তবে পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে আসায় নিষেধাজ্ঞা রয়েছে ৷ তবে সেই বিষয় তোয়াক্কা না করেই অনেকেই পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেছিল । মোবাইলে ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র বাইরে ফাঁস করে দেওয়ার ঘটনাও ঘটেছে । তাই এবার মেটাল ডিটেক্টর চালু করে পরীক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে আসার বিষয়টি রুখতে চাওয়া হচ্ছে ৷
যদিও, বিষয়টি এখন আলোচনার প্রাথমিক পর্যায়ে রয়েছে । পর্ষদ সূত্রে খবর, এখন মেটাল ডিটেক্টরের বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে ৷ আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়ে । মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এই বিষয়ে বলেন, "আমাদের আলোচনা চলছে । আমরা এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছাইনি ।" প্রসঙ্গত, 2020 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 18 ফেব্রুয়ারি ও শেষ হবে 27 ফেব্রুয়ারি ।