ETV Bharat / state

ভোটের সময় ওরা রামকে পোলিং এজেন্ট বানাতে চাইছে : ফিরহাদ - lok sabha election

"ভোটের আগে যারা রামকে পোলিং এজেন্ট করে তারাই রামচন্দ্রকে সবচেয়ে বেশি অসম্মান করে।" এই মন্তব্য করলেন ফিরহাদ হাকিম।

ফিরহাদ হাকিম
author img

By

Published : Apr 12, 2019, 9:29 PM IST

Updated : Apr 12, 2019, 9:36 PM IST

কলকাতা, 12 এপ্রিল : "অনেকের বুকের মধ্যেই রাম আছে। ভোটের আগে যারা রামকে পোলিং এজেন্ট করে তারাই রামচন্দ্রকে সবচেয়ে বেশি অসম্মান করে।" রামনবমীর শোভাযাত্রা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের পালটা দিলেন ফিরহাদ হাকিম।

আজ দিলীপবাবু বলেন, "রাজ্য প্রশাসন যদি অস্ত্র মিছিলে বাধা দেয়, তবে তাদের ভুগতে হবে।" এর পালটা ফিরহাদ বলেন, "ধর্মীয় উস্কানি শুরু করেছে BJP। রামনবমী নিয়ে যা ধর্মীয় রীতি আছে, এরাজ্যের কেউ তা কোনওদিন আটকাতে যায়নি। কিন্তু, ধর্মীয় উন্মাদনা হলে প্রশাসনের দায়িত্ব তা রোখা। দিলীপ ঘোষরা দাঙ্গা লাগাতে চায়, সরকার দাঙ্গা আটকাতে চায়। পশ্চিমবঙ্গের মানুষ চায় শান্তির সঙ্গে থাকতে। ধর্মীয় উন্মাদনার জন্য কারোর ভাবাবেগে আঘাত লাগুক এরাজ্যের মানুষ তা চায় না।"

ভিডিয়োয় শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

ফিরহাদ আরও বলেন, "এখন নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। যদি তাই করত তাহলে BJP-কে বরখাস্ত করত। যে পার্টির নেতা মোদির সেনা বলে, তাদের নির্বাচন থেকে সরিয়ে রাখা উচিত। উলটে ভালো ভালো পুলিশ অফিসারদের বদলি করে দেওয়া হচ্ছে।"

কলকাতা, 12 এপ্রিল : "অনেকের বুকের মধ্যেই রাম আছে। ভোটের আগে যারা রামকে পোলিং এজেন্ট করে তারাই রামচন্দ্রকে সবচেয়ে বেশি অসম্মান করে।" রামনবমীর শোভাযাত্রা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের পালটা দিলেন ফিরহাদ হাকিম।

আজ দিলীপবাবু বলেন, "রাজ্য প্রশাসন যদি অস্ত্র মিছিলে বাধা দেয়, তবে তাদের ভুগতে হবে।" এর পালটা ফিরহাদ বলেন, "ধর্মীয় উস্কানি শুরু করেছে BJP। রামনবমী নিয়ে যা ধর্মীয় রীতি আছে, এরাজ্যের কেউ তা কোনওদিন আটকাতে যায়নি। কিন্তু, ধর্মীয় উন্মাদনা হলে প্রশাসনের দায়িত্ব তা রোখা। দিলীপ ঘোষরা দাঙ্গা লাগাতে চায়, সরকার দাঙ্গা আটকাতে চায়। পশ্চিমবঙ্গের মানুষ চায় শান্তির সঙ্গে থাকতে। ধর্মীয় উন্মাদনার জন্য কারোর ভাবাবেগে আঘাত লাগুক এরাজ্যের মানুষ তা চায় না।"

ভিডিয়োয় শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

ফিরহাদ আরও বলেন, "এখন নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। যদি তাই করত তাহলে BJP-কে বরখাস্ত করত। যে পার্টির নেতা মোদির সেনা বলে, তাদের নির্বাচন থেকে সরিয়ে রাখা উচিত। উলটে ভালো ভালো পুলিশ অফিসারদের বদলি করে দেওয়া হচ্ছে।"

Intro:বিজেপি এরাজ্যে রামনবমীর নামে দাঙ্গা লাগাতে চাইছে সরকার দাঙ্গা রুখতে চাইছে। সরকার যে কোন ধরনের দাঙ্গার উঠতে চাইছে রাজ্যে বললেন কলকাতার মেয়র তথা পুর নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরোজ হাকিম বলেন এ রাজ্যে রামনবমী নিয়ে রাজ্য সরকারের কোন আপত্তি নেই তবে যদি ধর্ম নিয়ে উন্মাদনা তৈরী হয় তাহলে তাহলে তা আটকানোর দায়িত্ব রাজ্য সরকারের। আজ কলকাতা পৌর নিগমের এমনটাই জানালেন কলকাতার মেয়র তথা পুরো নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।


Body:তিনি বলেন এই রাজ্যে বিজেপি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে। এর আগেও এই রাজ্যে রামনবমীর মিছিল হয়েছে কিন্তু এই ধরনের পরিস্থিতি আগে কখনো তৈরি হয়নি। ফিরোজ হাকিম বলেন খিদিরপুরে রামনবমীর মিছিল যায় ওখানে মুসলমানরা হিন্দুদের জল দেয়। ফিরোজ বলেন দিলীপ ঘোষের এই রাজ্যে অশান্তি লাগাতে চাইছেন তাই সব মন্তব্য করছেন বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনে বিক্ষোভ কে কটাক্ষ করে বলেন বিজেপি অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে।


Conclusion:তিনি বলেন নির্বাচন কমিশনের সাহস থাকলে বিজেপি দল টাকে নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দিক। কিন্তু তাদের এই সাহস নেই তাই নির্বাচন কমিশন এই প্রসঙ্গে নীরব রয়েছে। নির্বাচন কমিশনের দফতরে বিজেপির বিক্ষোভ কে তীব্র ভাষায় নিন্দা করেন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম।
Last Updated : Apr 12, 2019, 9:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.