ETV Bharat / state

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সল্টলেকে বিজেপির প্রতিবাদ, আটক শমীক-অর্চনাসহ অনেকে

এদিন ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে পথে নামে বিজেপি ৷ করুণাময়ী থেকে বিধাননগর পর্যন্ত মিছিল ছিল তাদের ৷ কিন্তু মিছিল শুরুর আগেই পুলিশ তা আটকে দেয় বলে অভিযোগ বিজেপি কর্মীদের ৷ রাজ্য বিজেপির কয়েকজন প্রথম সারির নেতাকেও আটক করা হয় ৷

সল্টলেকে বিজেপির প্রতিবাদ
সল্টলেকে বিজেপির প্রতিবাদ
author img

By

Published : Jul 14, 2021, 10:49 PM IST

কলকাতা, 14 জুলাই : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ফের প্রতিবাদে পথে বিজেপি ৷ আজ ভ্যাকসিন দুর্নীতি ও বিজেপি কর্মীদের ভ্যাকসিন না দেওয়াকে কেন্দ্র করে সল্টলেকে বিক্ষোভ দেখাল বিজেপি ৷ এরপর করুণাময়ী থেকে বিধাননগর এসডিও অফিসে ডেপুটেশন দিতে যাওয়ার উদ্দেশে রওনা দেন তাঁরা ৷ কিন্তু, সেখানে পৌঁছানোর আগে করুণাময়ীর কাছে মিছিল আটকে দেয় পুলিশ ৷ রাজ্য বিজেপির প্রথম সারির কয়েকজন নেতাকে আটক করা হয় ৷

5 জুলাই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের (Fake Covid Vaccine) প্রতিবাদে কলকাতা পুরনিগম অভিযান করে বিজেপি ৷ যদিও, ওই কর্মসূচিতে কলকাতা পুলিশের কোনও অনুমতি ছিল না ৷ ফলে, অভিযান সফল হওয়ার আগে মাঝপথেই আটকে দেয় পুলিশ ৷ বিজেপির কর্মীদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু হয় পুলিশের ৷ বেশ কয়েকজন বিজেপি কর্মী অসুস্থও হয়ে পড়েন ৷ তার পর অনেক বিজেপি কর্মী-সমর্থককে আটক করা হয় ৷

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সল্টলেকে বিজেপির প্রতিবাদ

আরও পড়ুন, মাঝপথেই ছত্রভঙ্গ বিজেপির মিছিল, আটক বহু কর্মী

এদিনও পুলিশ তাদের মিছিল আটকে দেয় বলে অভিযোগ ৷ পাশাপাশি আটক করা হয় বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, অর্চনা মজুমদার-সহ প্রায় 39 জন বিজেপি কর্মীকে । তাঁদের বিধাননগর পূর্ব থানায় নিয়ে যাওয়া হয় । এবিষয়ে অর্চনা মজুমদার বলেন, "পুলিশ জোর করে বিজেপি কর্মীদের আটক করেছে । হেনস্থা করা হয়েছে আটক বিজেপি কর্মীদের । গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে গেলে পুলিশ দিয়ে আন্দোলন দমন করানোর চেষ্টা করা হচ্ছে ৷"

কলকাতা, 14 জুলাই : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ফের প্রতিবাদে পথে বিজেপি ৷ আজ ভ্যাকসিন দুর্নীতি ও বিজেপি কর্মীদের ভ্যাকসিন না দেওয়াকে কেন্দ্র করে সল্টলেকে বিক্ষোভ দেখাল বিজেপি ৷ এরপর করুণাময়ী থেকে বিধাননগর এসডিও অফিসে ডেপুটেশন দিতে যাওয়ার উদ্দেশে রওনা দেন তাঁরা ৷ কিন্তু, সেখানে পৌঁছানোর আগে করুণাময়ীর কাছে মিছিল আটকে দেয় পুলিশ ৷ রাজ্য বিজেপির প্রথম সারির কয়েকজন নেতাকে আটক করা হয় ৷

5 জুলাই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের (Fake Covid Vaccine) প্রতিবাদে কলকাতা পুরনিগম অভিযান করে বিজেপি ৷ যদিও, ওই কর্মসূচিতে কলকাতা পুলিশের কোনও অনুমতি ছিল না ৷ ফলে, অভিযান সফল হওয়ার আগে মাঝপথেই আটকে দেয় পুলিশ ৷ বিজেপির কর্মীদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু হয় পুলিশের ৷ বেশ কয়েকজন বিজেপি কর্মী অসুস্থও হয়ে পড়েন ৷ তার পর অনেক বিজেপি কর্মী-সমর্থককে আটক করা হয় ৷

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সল্টলেকে বিজেপির প্রতিবাদ

আরও পড়ুন, মাঝপথেই ছত্রভঙ্গ বিজেপির মিছিল, আটক বহু কর্মী

এদিনও পুলিশ তাদের মিছিল আটকে দেয় বলে অভিযোগ ৷ পাশাপাশি আটক করা হয় বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, অর্চনা মজুমদার-সহ প্রায় 39 জন বিজেপি কর্মীকে । তাঁদের বিধাননগর পূর্ব থানায় নিয়ে যাওয়া হয় । এবিষয়ে অর্চনা মজুমদার বলেন, "পুলিশ জোর করে বিজেপি কর্মীদের আটক করেছে । হেনস্থা করা হয়েছে আটক বিজেপি কর্মীদের । গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে গেলে পুলিশ দিয়ে আন্দোলন দমন করানোর চেষ্টা করা হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.