- লকডাউনে বিজেপি কর্মীরা ভালো কাজ করেছে ৷
- রেশন বণ্টন করেছে বিজেপি কর্মীরা ৷
- মমতা আমাদের পার্টিকে বিরক্ত করতে কোনও কসুর রাখেনি ৷
- এখানে এলে দুঃখ হয় ৷ লজ্জাও লাগে ৷
- সোনার বাংলা বলে পরিচিত বাংলায় হিংসা, উন্নয়নের বিরুদ্ধ কাজ চলছে ৷
- আমাদের কর্মীদের হত্যা করা হচ্ছে ৷
- পুলিশের রাজনীতিকরণ হচ্ছে ৷
- বাংলায় তুষ্টিকরণের রাজনীতি হচ্ছে ৷
বাংলায় এলে দুঃখ হয়, লজ্জাও লাগে : নাড্ডা
নাড্ডা
14:47 December 09
14:38 December 09
দু'দিনের সফরে রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দলের রাজ্য নেতৃত্ব।
- তৃণমূল পরিবারের পার্টি
- কিন্তু বিজেপি-র পার্টিই পরিবার
- কার্যালয় থেকে বিজেপি চলে
- অসহিষ্ণুতার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়
- বাংলার গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে
- কৃষকরা রাজস্থানে বিজেপিকে আশীর্বাদ দিয়েছে ৷
- বাংলার জন্য বিজেপি বড় লড়াই লড়েছে ৷
- 2014 সালে আমাদের আসন ছিল 2 ৷ 2018 সালে আমাদের আসন সংখ্যা 21 ৷ আর 2021 সালে সেটা 200 তে পৌছাঁবে ৷
- শেষ ল্যাপ বাকি আছে ৷ মমতার সরকারকে উপড়ে ফেলে বিজেপি সরকার গড়বে ৷
14:11 December 09
- কলকাতায় পা রাখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
- দু'দিনের রাজ্য সফরে জে পি নাড্ডা
- কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দলের রাজ্য নেতৃত্ব
- হেস্টিংসে কালো পতাকা নাড্ডাকে
- হেস্টিংসে দলীয় কর্মসূচিতে নাড্ডা ছাড়াও রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষরা
- বাংলার সংস্কৃতি এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন জে পি নাড্ডা
- ভারতীয় জনতা পার্টির সঙ্গে বাংলার বিশেষ সম্পর্ক রয়েছে
- পশ্চিমবঙ্গকে বাঁচানোর কাজ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
- শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান পূরণ করেছেন মোদি, অমিত শাহ
14:47 December 09
- লকডাউনে বিজেপি কর্মীরা ভালো কাজ করেছে ৷
- রেশন বণ্টন করেছে বিজেপি কর্মীরা ৷
- মমতা আমাদের পার্টিকে বিরক্ত করতে কোনও কসুর রাখেনি ৷
- এখানে এলে দুঃখ হয় ৷ লজ্জাও লাগে ৷
- সোনার বাংলা বলে পরিচিত বাংলায় হিংসা, উন্নয়নের বিরুদ্ধ কাজ চলছে ৷
- আমাদের কর্মীদের হত্যা করা হচ্ছে ৷
- পুলিশের রাজনীতিকরণ হচ্ছে ৷
- বাংলায় তুষ্টিকরণের রাজনীতি হচ্ছে ৷
14:38 December 09
দু'দিনের সফরে রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দলের রাজ্য নেতৃত্ব।
- তৃণমূল পরিবারের পার্টি
- কিন্তু বিজেপি-র পার্টিই পরিবার
- কার্যালয় থেকে বিজেপি চলে
- অসহিষ্ণুতার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়
- বাংলার গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে
- কৃষকরা রাজস্থানে বিজেপিকে আশীর্বাদ দিয়েছে ৷
- বাংলার জন্য বিজেপি বড় লড়াই লড়েছে ৷
- 2014 সালে আমাদের আসন ছিল 2 ৷ 2018 সালে আমাদের আসন সংখ্যা 21 ৷ আর 2021 সালে সেটা 200 তে পৌছাঁবে ৷
- শেষ ল্যাপ বাকি আছে ৷ মমতার সরকারকে উপড়ে ফেলে বিজেপি সরকার গড়বে ৷
14:11 December 09
- কলকাতায় পা রাখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
- দু'দিনের রাজ্য সফরে জে পি নাড্ডা
- কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দলের রাজ্য নেতৃত্ব
- হেস্টিংসে কালো পতাকা নাড্ডাকে
- হেস্টিংসে দলীয় কর্মসূচিতে নাড্ডা ছাড়াও রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষরা
- বাংলার সংস্কৃতি এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন জে পি নাড্ডা
- ভারতীয় জনতা পার্টির সঙ্গে বাংলার বিশেষ সম্পর্ক রয়েছে
- পশ্চিমবঙ্গকে বাঁচানোর কাজ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
- শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান পূরণ করেছেন মোদি, অমিত শাহ
Last Updated : Dec 9, 2020, 2:53 PM IST