কলকাতা, 18 ডিসেম্বর : রবিবার কলকাতায় পৌরভোট (KMC Election 2021) ৷ এই ভোটে সন্ত্রাসের আশঙ্কা করছে রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ ফলে আগে থেকেই ভোটের দিন কমিশনে যাওয়ার হুমকি দিয়ে রাখল ৷
তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য শনিবার বলেন, "3 ঘণ্টা দেখব, ভোট লুঠ হলে রাজ্য নির্বাচন কমিশনে যাব ৷" এদিন তিনি আরও বলেন, "ভোট লুঠ হলে সিটকে দিয়ে তদন্ত করতে বলব । 2015 ও 2016 নির্বাচন আমরা দেখেছি, এই প্রশাসন কীভাবে নির্বাচন করায় তা সকলেই জানে! কতজন সাংবাদিক হাসপাতালে ভর্তি ছিলেন, কত ক্যামেরা ভাঙা হয়েছিল সকলেই তা জানেন ৷"
আরও পড়ুন : নিশ্চিন্ত তৃণমূল, কলকাতা পৌরভোটে বিরোধীরা খাতা খুললেই সন্তুষ্ট
বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে বিধানসভা ভোট পরবর্তী হিংসা এখনও থামেনি ৷ তাই আগামীকাল নির্বাচনে অশান্তি হলে বিজেপি তার মতো করে প্রতিরোধ করবার চেষ্টা করবে ৷ যদি আবারও সন্ত্রাস হয় তার বিরুদ্ধে যথাযোগ্য আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন গেরুয়া শিবিরের নেতারা ৷