ETV Bharat / state

Women's Reservation Bill: মহিলা সংরক্ষণ বিল পাশে উচ্ছ্বসিত বঙ্গ বিজেপির মহিলা ব্রিগেড - মহিলা সংরক্ষণ বিল পাশ

লোকসভা ও রাজ্যসভায় পাস হয়ে গিয়েছে মহিলা সংরক্ষণ বিল ৷ বঙ্গের বিজেপি ব্রিগেডের মহিলারা এই বিল পাস নিয়ে উচ্ছ্বসিত ৷

ETV Bharat
মহিলা সংরক্ষণ বিল পাশে উচ্ছসিত বিজেপির মহিলা ব্রিগেড
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 10:59 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর: সংসদের বিশেষ অধিবেশনে ইতিমধ্যেই পাস হয়ে গিয়েছে মহিলা সংরক্ষণ বিল । বহু বছর ধরেই লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য 33 শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি আলোচনায় উঠে আসছে ৷ এর আগে কয়েকটি সরকারের আমলে এই বিল পাস করানোর চেষ্টা হলেও, তা হয়ে ওঠেনি ৷ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে এই বিল পাস হয়ে আইন হওয়ার পথে চলছে, ফলে এটি নিয়ে স্বাভাবিকভাবেই কৃতিত্ব নিতে চাইছে বিজেপি শিবির ৷ তাই সারা দেশজুড়ে গেরুয়া শিবিরে চলছে আনন্দ এবং উদযাপন ।

পিছিয়ে নেই বঙ্গের মহিলা মোর্চাও । শুক্রবার পদ্ম শিবিরের প্রধান কার্যালয় অর্থাৎ মুরুলীধর সেন লেনে মহিলাদের উচ্ছ্বাস ধরা পড়ল । শুধু রাজ্য মহিলা মোর্চাই নয়, এই উদযাপনে অংশগ্রহণ করেন বিজেপির মহিলা বিধায়করাও । উপস্থিত ছিলেন মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র । মহিলারা নরেন্দ্র মোদির ছবিতে পুষ্পস্তবক পরান এবং ছবিতে তাঁকে লাড্ডু খাওয়ান । এই ঐতিহাসিক বিল পাশের আনন্দে মতোয়াড়া হয়ে ওঠেন বিজেপি কর্মকর্তারা । এরপর তাঁরা প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ঢাক বাজিয়ে ও দলীয় পতাকা হাতে নিয়ে নাচেন এবং কিছুদূর পদযাত্রাও করেন ।

লোকসভা ও রাজ্যসভায় এই বিলটি পাশ হওয়ার পর ভারতীয় নারীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী । এদিন মুরুলীধর সেন লেনে উপস্থিত মহিলা মোর্চার সদস্যরা একে অপরকে অভিনন্দন জানান । এই বিষয়ে উচ্ছসিত ফাল্গুনী পাত্র বলেন, "এই বিল পাসের কৃতিত্ব অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । সোনিয়া গান্ধিজী বলেছিলেন যে এটা তাঁর স্বামী রাজীব গান্ধির স্বপ্ন ছিল, আমরা তাঁর স্বপ্নকে সাধুবাদ জানাই । কিন্তু 5 দশক ধরে ভারতবর্ষে কংগ্রেস সরকার রাজ করেছে । রাজীব গান্ধির সময় চারশোর উপর আসন নিয়ে তারা লোকসভায় ক্ষমতায় ছিল । কিন্তু বুঝতে পারছি না কেন তাঁরা তাঁদের স্বপ্নকে পূরণ করতে পারেননি । রাজ্যসভায় পাশ হওয়ার পরেও তাঁরা লোকসভায় বিলটি আনেনি । কিন্তু সেটা কোন গিমিকের কারণে তারা আনেননি ? কিন্তু অটল বিহারী বাজপেয়ী এই বিলটি চারবার এনেছিলেন । কিন্তু তখন এই বিল পাস করানো তাঁর পক্ষে সম্ভব হয়নি । কিন্তু মোদিজী তাঁর কথা রেখেছেন । তিন তালাক বিলের মত তিনি এই সাহসী পদক্ষেপ করেছেন, তাও মহিলাদের জন্য । তাই মহিলাদের ক্ষমতায়ন এবং উন্নয়নের জন্য তিনি শুধু ভাবেন না সেটা কাজে করেও দেখান ।"

আরও পড়ুন: মহিলা সংরক্ষণ বিল নিয়ে উচ্ছ্বসিত কঙ্গনা-এষা, দরাজ প্রশংসা মোদির

প্রসঙ্গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে মহিলাদের জন্য 33 শতাংশ আসন সংরক্ষণের বিলটি গত বুধবার পাস হয়েছে লোকসভায় । বৃহস্পতিবার বিলটি রাজ্যসভায় পাস হয় ৷ এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চূড়ান্ত সিলমোহর পড়ার অপেক্ষায় রয়েছে এই বিলটি । তবে কবে থেকে এই বিল বাস্তবে কার্যকর হবে তা স্পষ্ট নয় ৷ কারণ কেন্দ্র জানিয়েছে, আগে জনগণনা হবে, তারপর আসন ডিলিমিটেশন হবে ৷ তারপর এই নিয়ম কার্যকর হবে ৷

কলকাতা, 22 সেপ্টেম্বর: সংসদের বিশেষ অধিবেশনে ইতিমধ্যেই পাস হয়ে গিয়েছে মহিলা সংরক্ষণ বিল । বহু বছর ধরেই লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য 33 শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি আলোচনায় উঠে আসছে ৷ এর আগে কয়েকটি সরকারের আমলে এই বিল পাস করানোর চেষ্টা হলেও, তা হয়ে ওঠেনি ৷ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে এই বিল পাস হয়ে আইন হওয়ার পথে চলছে, ফলে এটি নিয়ে স্বাভাবিকভাবেই কৃতিত্ব নিতে চাইছে বিজেপি শিবির ৷ তাই সারা দেশজুড়ে গেরুয়া শিবিরে চলছে আনন্দ এবং উদযাপন ।

পিছিয়ে নেই বঙ্গের মহিলা মোর্চাও । শুক্রবার পদ্ম শিবিরের প্রধান কার্যালয় অর্থাৎ মুরুলীধর সেন লেনে মহিলাদের উচ্ছ্বাস ধরা পড়ল । শুধু রাজ্য মহিলা মোর্চাই নয়, এই উদযাপনে অংশগ্রহণ করেন বিজেপির মহিলা বিধায়করাও । উপস্থিত ছিলেন মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র । মহিলারা নরেন্দ্র মোদির ছবিতে পুষ্পস্তবক পরান এবং ছবিতে তাঁকে লাড্ডু খাওয়ান । এই ঐতিহাসিক বিল পাশের আনন্দে মতোয়াড়া হয়ে ওঠেন বিজেপি কর্মকর্তারা । এরপর তাঁরা প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ঢাক বাজিয়ে ও দলীয় পতাকা হাতে নিয়ে নাচেন এবং কিছুদূর পদযাত্রাও করেন ।

লোকসভা ও রাজ্যসভায় এই বিলটি পাশ হওয়ার পর ভারতীয় নারীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী । এদিন মুরুলীধর সেন লেনে উপস্থিত মহিলা মোর্চার সদস্যরা একে অপরকে অভিনন্দন জানান । এই বিষয়ে উচ্ছসিত ফাল্গুনী পাত্র বলেন, "এই বিল পাসের কৃতিত্ব অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । সোনিয়া গান্ধিজী বলেছিলেন যে এটা তাঁর স্বামী রাজীব গান্ধির স্বপ্ন ছিল, আমরা তাঁর স্বপ্নকে সাধুবাদ জানাই । কিন্তু 5 দশক ধরে ভারতবর্ষে কংগ্রেস সরকার রাজ করেছে । রাজীব গান্ধির সময় চারশোর উপর আসন নিয়ে তারা লোকসভায় ক্ষমতায় ছিল । কিন্তু বুঝতে পারছি না কেন তাঁরা তাঁদের স্বপ্নকে পূরণ করতে পারেননি । রাজ্যসভায় পাশ হওয়ার পরেও তাঁরা লোকসভায় বিলটি আনেনি । কিন্তু সেটা কোন গিমিকের কারণে তারা আনেননি ? কিন্তু অটল বিহারী বাজপেয়ী এই বিলটি চারবার এনেছিলেন । কিন্তু তখন এই বিল পাস করানো তাঁর পক্ষে সম্ভব হয়নি । কিন্তু মোদিজী তাঁর কথা রেখেছেন । তিন তালাক বিলের মত তিনি এই সাহসী পদক্ষেপ করেছেন, তাও মহিলাদের জন্য । তাই মহিলাদের ক্ষমতায়ন এবং উন্নয়নের জন্য তিনি শুধু ভাবেন না সেটা কাজে করেও দেখান ।"

আরও পড়ুন: মহিলা সংরক্ষণ বিল নিয়ে উচ্ছ্বসিত কঙ্গনা-এষা, দরাজ প্রশংসা মোদির

প্রসঙ্গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে মহিলাদের জন্য 33 শতাংশ আসন সংরক্ষণের বিলটি গত বুধবার পাস হয়েছে লোকসভায় । বৃহস্পতিবার বিলটি রাজ্যসভায় পাস হয় ৷ এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চূড়ান্ত সিলমোহর পড়ার অপেক্ষায় রয়েছে এই বিলটি । তবে কবে থেকে এই বিল বাস্তবে কার্যকর হবে তা স্পষ্ট নয় ৷ কারণ কেন্দ্র জানিয়েছে, আগে জনগণনা হবে, তারপর আসন ডিলিমিটেশন হবে ৷ তারপর এই নিয়ম কার্যকর হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.