ETV Bharat / state

শ্যামাপ্রসাদকে সামনে রেখে পশ্চিমবঙ্গ দিবসের দাবি বিজেপির - পশ্চিমবঙ্গ বিজেপি

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সামনে রেখে পশ্চিমবঙ্গ দিবস (#PoschimbongoDibos) পালনের ডাক বঙ্গ বিজেপির ।

statehood day of West Bengal
ছবি
author img

By

Published : Jun 20, 2021, 10:34 AM IST

Updated : Jun 20, 2021, 5:17 PM IST

কলকাতা, 20 জুন : বিধানসভা ভোটে কার্যত দুরমুশ হয়ে গিয়েছে বঙ্গ বিজেপি । কিন্তু হাল ছাড়ছে না । পৌরভোটকে পাখির চোখ করে এগোতে চাইছে । আর এবার একেবারে বাঙালি সেন্টিমেন্টকে হাতিয়ার করার চেষ্টা । রব উঠছে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করার ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিজেপির নতুন কর্মসূচি শুরু হয়েছে পশ্চিমবঙ্গ দিবসের দাবিতে । টুইটারে ছেয়ে গিয়েছে একের পর এক পোস্ট । সঙ্গে চলছে হ্যাশট্যাগ পশ্চিমবঙ্গ দিবস (#PoschimbongoDibos) । আর এই গোটা কর্মসূচিতে মুখ করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে । বিজেপি সাংসদ অর্জুন সিং থেকে শুরু করে নিশীথ প্রামাণিক... প্রত্যেকেরই টুইটার হ্যান্ডেলে জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গ দিবসের দাবি ।

আজ থেকে 74 বছর আগের কথা । 1947 সালের 20 জুন । দেশ স্বাধীন হতে তখনও প্রায় মাস দুই বাকি । দেশভাগের তোড়জোড় চলছে । পাকিস্তানের রূপরেখা প্রায় তৈরি । পূর্ব পাকিস্তানের সীমান্ত নিয়ে তখন টানাটানি চলছিল । সমস্যা শুধু বাংলাকে নিয়ে । পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে কি না তা নিয়ে জোর চর্চা চলছে । তবে শেষ পর্যন্ত সিলমোহর পড়ল পশ্চিমবঙ্গের পক্ষে ।

আর এই গোটা প্রক্রিয়ায় যাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাঁদের মধ্যে অগ্রগণ্য ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় । গতবছর থেকেই বিজেপি আজকের দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের দাবি করে আসছে ।

ভারতের আর কোন কোন রাজ্যের নিজস্ব দিবস রয়েছে ?

বেশিদূর যাওয়ার দরকার নেই । উদাহরণ হিসেবে পাশের দুটি রাজ্যই রয়েছে । বিহার দিবস । 22 মার্চ । ওড়িশারও নিজস্ব দিবস রয়েছে । 1 এপ্রিল । রাজ্যগুলি নিজেদের এই বিশেষ দিনটিকে ছুটির দিন হিসেবে । এছাড়া তেলাঙ্গানাও রয়েছে । সেখানেও 2 জুন তেলাঙ্গানা দিবস হিসেবে পালন করা হয় । একইরকমভাবে অন্ধ্রপ্রদেশ, গুজরাত, রাজস্থান, মহারাষ্ট্র, কেরালা, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতেও নিজস্ব দিবস রয়েছে ।

সাংসদ অর্জুন সিং লিখেছেন, "এটি পশ্চিমবঙ্গের সব মানুষের আশা-আকাঙ্খার দিন । সেদিন যদি মহম্মদ অলি জিন্নার কবল থেকে আমাদের শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ছিনিয়ে না আনতেন, আজ তাহলে বাঙালি হিন্দুদের কোনও অস্তিত্ব থাকত না ।"

  • এটি পশ্চিমবঙ্গের সব মানুষের আশা-আকাঙ্খার দিন। সেদিন যদি মোহাম্মদ অলি জিন্নার কবল থেকে
    আমাদের শ্রদ্ধেয় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ছিনিয়ে না আনতেন আজ তাহলে বাঙালি হিন্দুদের কোনও অস্তিত্ব থাকতো না।@BJP4Bengal#PoschimbongoDibos

    — Arjun Singh (@ArjunsinghWB) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর আরও একটি টুইট করেছেন সাংসদ । লিখেছেন, "আমাদের দেশের প্রত্যেক রাজ্যেরই একটা রাজ্য দিবস আছে । নেই শুধু পশ্চিমবঙ্গের । আমাদের কোন রাজ্য দিবস নেই কেন? আমাদের কি পশ্চিমবঙ্গবাসী হিসেবে কোন গর্ব নেই, নাকি পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের ইতিহাস আমরা বিস্মৃত? আসলে ওই ইতিহাসকে মুছে দেওয়ার চক্রান্ত চলেছে এতদিন ।"

একইরকমভাবে নিশীথ প্রামাণিকও টুইট করেছেন । লিখেছেন, এটি একটি ঐতিহাসিক দিন । অনেক রাজ্যেরই নিজস্ব একটি দিবস আছে । পশ্চিমবঙ্গেরও একটি এমন দিন আছে, কিন্তু অনেকের কাছে, বিশেষ করে আজকের প্রজন্মের কাছে বিষয়টি একেবারেই অজানা ।"

  • Today is a historic day. Many states in the country have statehood days. West Bengal also has a
    statehood day which is not known to many including today's generation. On this day, 56
    non-Muslim MLAs voted in favour of West Bengal #PoschimbongoDibos pic.twitter.com/JFGRDIfu0u

    — Nisith Pramanik (@NisithPramanik) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 20 জুন : বিধানসভা ভোটে কার্যত দুরমুশ হয়ে গিয়েছে বঙ্গ বিজেপি । কিন্তু হাল ছাড়ছে না । পৌরভোটকে পাখির চোখ করে এগোতে চাইছে । আর এবার একেবারে বাঙালি সেন্টিমেন্টকে হাতিয়ার করার চেষ্টা । রব উঠছে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করার ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিজেপির নতুন কর্মসূচি শুরু হয়েছে পশ্চিমবঙ্গ দিবসের দাবিতে । টুইটারে ছেয়ে গিয়েছে একের পর এক পোস্ট । সঙ্গে চলছে হ্যাশট্যাগ পশ্চিমবঙ্গ দিবস (#PoschimbongoDibos) । আর এই গোটা কর্মসূচিতে মুখ করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে । বিজেপি সাংসদ অর্জুন সিং থেকে শুরু করে নিশীথ প্রামাণিক... প্রত্যেকেরই টুইটার হ্যান্ডেলে জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গ দিবসের দাবি ।

আজ থেকে 74 বছর আগের কথা । 1947 সালের 20 জুন । দেশ স্বাধীন হতে তখনও প্রায় মাস দুই বাকি । দেশভাগের তোড়জোড় চলছে । পাকিস্তানের রূপরেখা প্রায় তৈরি । পূর্ব পাকিস্তানের সীমান্ত নিয়ে তখন টানাটানি চলছিল । সমস্যা শুধু বাংলাকে নিয়ে । পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে কি না তা নিয়ে জোর চর্চা চলছে । তবে শেষ পর্যন্ত সিলমোহর পড়ল পশ্চিমবঙ্গের পক্ষে ।

আর এই গোটা প্রক্রিয়ায় যাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাঁদের মধ্যে অগ্রগণ্য ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় । গতবছর থেকেই বিজেপি আজকের দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের দাবি করে আসছে ।

ভারতের আর কোন কোন রাজ্যের নিজস্ব দিবস রয়েছে ?

বেশিদূর যাওয়ার দরকার নেই । উদাহরণ হিসেবে পাশের দুটি রাজ্যই রয়েছে । বিহার দিবস । 22 মার্চ । ওড়িশারও নিজস্ব দিবস রয়েছে । 1 এপ্রিল । রাজ্যগুলি নিজেদের এই বিশেষ দিনটিকে ছুটির দিন হিসেবে । এছাড়া তেলাঙ্গানাও রয়েছে । সেখানেও 2 জুন তেলাঙ্গানা দিবস হিসেবে পালন করা হয় । একইরকমভাবে অন্ধ্রপ্রদেশ, গুজরাত, রাজস্থান, মহারাষ্ট্র, কেরালা, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতেও নিজস্ব দিবস রয়েছে ।

সাংসদ অর্জুন সিং লিখেছেন, "এটি পশ্চিমবঙ্গের সব মানুষের আশা-আকাঙ্খার দিন । সেদিন যদি মহম্মদ অলি জিন্নার কবল থেকে আমাদের শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ছিনিয়ে না আনতেন, আজ তাহলে বাঙালি হিন্দুদের কোনও অস্তিত্ব থাকত না ।"

  • এটি পশ্চিমবঙ্গের সব মানুষের আশা-আকাঙ্খার দিন। সেদিন যদি মোহাম্মদ অলি জিন্নার কবল থেকে
    আমাদের শ্রদ্ধেয় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ছিনিয়ে না আনতেন আজ তাহলে বাঙালি হিন্দুদের কোনও অস্তিত্ব থাকতো না।@BJP4Bengal#PoschimbongoDibos

    — Arjun Singh (@ArjunsinghWB) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর আরও একটি টুইট করেছেন সাংসদ । লিখেছেন, "আমাদের দেশের প্রত্যেক রাজ্যেরই একটা রাজ্য দিবস আছে । নেই শুধু পশ্চিমবঙ্গের । আমাদের কোন রাজ্য দিবস নেই কেন? আমাদের কি পশ্চিমবঙ্গবাসী হিসেবে কোন গর্ব নেই, নাকি পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের ইতিহাস আমরা বিস্মৃত? আসলে ওই ইতিহাসকে মুছে দেওয়ার চক্রান্ত চলেছে এতদিন ।"

একইরকমভাবে নিশীথ প্রামাণিকও টুইট করেছেন । লিখেছেন, এটি একটি ঐতিহাসিক দিন । অনেক রাজ্যেরই নিজস্ব একটি দিবস আছে । পশ্চিমবঙ্গেরও একটি এমন দিন আছে, কিন্তু অনেকের কাছে, বিশেষ করে আজকের প্রজন্মের কাছে বিষয়টি একেবারেই অজানা ।"

  • Today is a historic day. Many states in the country have statehood days. West Bengal also has a
    statehood day which is not known to many including today's generation. On this day, 56
    non-Muslim MLAs voted in favour of West Bengal #PoschimbongoDibos pic.twitter.com/JFGRDIfu0u

    — Nisith Pramanik (@NisithPramanik) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Jun 20, 2021, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.