ETV Bharat / state

একটা রামমন্দিরও তো বানাতে পারল না, BJP-কে কটাক্ষ মমতার - ram temple

একটা রামমন্দিরও তো বানাতে পারল না ?" রামমন্দির ইশুতে BJP-কে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা
author img

By

Published : Mar 19, 2019, 9:52 PM IST

কলকাতা, ১৯ মার্চ : "দেশে বহু মন্দির রয়েছে। কতগুলি জানেন ? একটা রামমন্দিরও তো বানাতে পারল না ?" রামমন্দির ইশুতে BJP-কে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ মারোয়াড়ি ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। রামমন্দির ইশুতে BJP-কে কটাক্ষ করেন তিনি। বলেন, "এখানে দক্ষিণেশ্বর, তারপীঠ, তারকেশ্বরের উন্নয়ন হয়েছে। আর ওরা একটা রামমন্দিরও বানাতে পারল না। ভোট এলেই শুধু রামন্দিরের কথা বলে।"

BJP কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকে ব্যবহার করছে। এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মানুষের মনে এখন অনেক দুঃখ। ব্যবসায়ীরা ভয় পাচ্ছেন কখন এজেন্সি চলে আসবে। আগে দেশের মানুষ রাজনৈতিক নেতাদের ভালোবাসতো, এখন ভয় পায়। কিন্তু, প্রতিশ্রুতি দিচ্ছি আমরা আপনাদের কোনও সমস্যায় পড়তে দেব না। পাশে থাকব।"

কলকাতা, ১৯ মার্চ : "দেশে বহু মন্দির রয়েছে। কতগুলি জানেন ? একটা রামমন্দিরও তো বানাতে পারল না ?" রামমন্দির ইশুতে BJP-কে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ মারোয়াড়ি ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। রামমন্দির ইশুতে BJP-কে কটাক্ষ করেন তিনি। বলেন, "এখানে দক্ষিণেশ্বর, তারপীঠ, তারকেশ্বরের উন্নয়ন হয়েছে। আর ওরা একটা রামমন্দিরও বানাতে পারল না। ভোট এলেই শুধু রামন্দিরের কথা বলে।"

BJP কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকে ব্যবহার করছে। এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মানুষের মনে এখন অনেক দুঃখ। ব্যবসায়ীরা ভয় পাচ্ছেন কখন এজেন্সি চলে আসবে। আগে দেশের মানুষ রাজনৈতিক নেতাদের ভালোবাসতো, এখন ভয় পায়। কিন্তু, প্রতিশ্রুতি দিচ্ছি আমরা আপনাদের কোনও সমস্যায় পড়তে দেব না। পাশে থাকব।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.