ETV Bharat / state

মিছিল আটকানোয় পুলিশের সঙ্গে বচসা BJP প্রার্থীর - rally

আগে থেকে অনুমতি নিয়েই মিছিল শুরু করেছিল BJP ৷ তবু মিছিলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বচসা বাধে BJP প্রার্থী নীলাঞ্জন রায়ের ৷

পুলিশের সঙ্গে বচসা BJP প্রার্থীর
author img

By

Published : May 1, 2019, 10:03 AM IST

কলকাতা, 1 মে : মেটিয়াবুরুজে মিছিলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বচসা বাধে BJP-র ৷ গতকাল মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের 136, 137 ও 139 নম্বর ওয়ার্ডে প্রচার করার কথা ছিল ৷ মিছিলে নেতৃত্বে ছিলেন ডায়মন্ডহারবারের BJP প্রার্থী নীলাঞ্জন রায় ৷ 136 নম্বর ওয়ার্ডে প্রচারের পর 137 নম্বর ওয়ার্ডে প্রচারের জন্য গেলে পুলিশ বাধা দেয় ৷

যে রুট দিয়ে BJP মিছিল করার জন্য এগোচ্ছিল, সেই রুটের অনুমতি ছিল না বলে জানিয়েছে পুলিশ ৷ পরে অবশ্য অন্য রুট দিয়ে মিছিল ঘুরিয়ে 137 নম্বর ওয়ার্ডে প্রচার শুরু করেন নীলাঞ্জন ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

BJP প্রার্থী বলেন, "নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে আমরা কর্মসূচিটা করছিলাম ৷ কিন্তু পুলিশ বলে, এই রাস্তা দিয়ে আপনাদের যেতে দেওয়া যাবে না ৷ বিকল্প রাস্তা দিয়ে যান ৷ বিভিন্ন জায়গাতে আমরা দেখছি, BJP-র যখন কর্মসূচি হচ্ছে অনুমতির ক্ষেত্রে পুলিশের সহোযোগিতা আমরা পাচ্ছি না ৷"

তিনি বলেন, তৃণমূল কংগ্রেস নিয়ম না মেনে কোনও প্রোগ্রাম করলে পুলিশ আটকায় না ৷ অন্যদিকে BJP কর্মসূচি করতে গেলে পুলিশি বাধার সম্মুখীন হতে হচ্ছে ৷ রাজ্য পুলিশ একতরফাভাবে তৃণমূলের দালালি করছে ৷ সে জন্য নির্বাচন কমিশনের কাছে তাঁরা তাঁদের বক্তব্য জানাবেন ৷

যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, সব কিছু নির্বাচন কমিশনের নিয়ম মেনেই করা হচ্ছে ৷

কলকাতা, 1 মে : মেটিয়াবুরুজে মিছিলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বচসা বাধে BJP-র ৷ গতকাল মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের 136, 137 ও 139 নম্বর ওয়ার্ডে প্রচার করার কথা ছিল ৷ মিছিলে নেতৃত্বে ছিলেন ডায়মন্ডহারবারের BJP প্রার্থী নীলাঞ্জন রায় ৷ 136 নম্বর ওয়ার্ডে প্রচারের পর 137 নম্বর ওয়ার্ডে প্রচারের জন্য গেলে পুলিশ বাধা দেয় ৷

যে রুট দিয়ে BJP মিছিল করার জন্য এগোচ্ছিল, সেই রুটের অনুমতি ছিল না বলে জানিয়েছে পুলিশ ৷ পরে অবশ্য অন্য রুট দিয়ে মিছিল ঘুরিয়ে 137 নম্বর ওয়ার্ডে প্রচার শুরু করেন নীলাঞ্জন ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

BJP প্রার্থী বলেন, "নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে আমরা কর্মসূচিটা করছিলাম ৷ কিন্তু পুলিশ বলে, এই রাস্তা দিয়ে আপনাদের যেতে দেওয়া যাবে না ৷ বিকল্প রাস্তা দিয়ে যান ৷ বিভিন্ন জায়গাতে আমরা দেখছি, BJP-র যখন কর্মসূচি হচ্ছে অনুমতির ক্ষেত্রে পুলিশের সহোযোগিতা আমরা পাচ্ছি না ৷"

তিনি বলেন, তৃণমূল কংগ্রেস নিয়ম না মেনে কোনও প্রোগ্রাম করলে পুলিশ আটকায় না ৷ অন্যদিকে BJP কর্মসূচি করতে গেলে পুলিশি বাধার সম্মুখীন হতে হচ্ছে ৷ রাজ্য পুলিশ একতরফাভাবে তৃণমূলের দালালি করছে ৷ সে জন্য নির্বাচন কমিশনের কাছে তাঁরা তাঁদের বক্তব্য জানাবেন ৷

যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, সব কিছু নির্বাচন কমিশনের নিয়ম মেনেই করা হচ্ছে ৷

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.