ETV Bharat / state

BJP Meet Assembly Speaker: দলত্যাগী বিধায়কদের নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি নিয়ে স্পিকারের কাছে বিজেপি - 2021 সালের বিধানসভা নির্বাচন

সোমবার বিজেপির পরিষদীয় প্রতিনিধি দল দেখা করে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে (BJP Delegation Meet Speaker) ৷ দলত্য়াগী বিধায়কদের নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তাঁরা ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, দাবি না মানা হলে পরে আরও বড় আন্দোলন হবে ৷

BJP Meet Assembly Speaker
BJP Meet Assembly Speaker
author img

By

Published : Mar 13, 2023, 8:02 PM IST

কলকাতা, 13 মার্চ: মুকুল রায়ের (Mukul Roy) মতো বাকি দলত্যাগীদের নিয়ে দ্রুত সিদ্ধান্ত জানান অধ্যক্ষ । এমনটাই চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । প্রসঙ্গত, এদিন বিধানসভায় অধিবেশনের ফাঁকে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Assembly Speaker Biman Banerjee) ঘরে গিয়ে ডেপুটেশন দিয়ে আসেন বিজেপির (BJP) পরিষদীয় দলের নেতারা । তাঁদের দাবি, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, সুমন কাঞ্জিলাল-সহ বিজেপি ত্যাগী বিধায়কদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে অধ্যক্ষকে ।

এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘর থেকে বেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, মুকুল রায় সম্পর্কে যেভাবে অধ্যক্ষ তাঁর অবস্থান স্পষ্ট করে দিয়েছেন । একইভাবে বাকি দলত্যাগী বিধায়কদের নিয়েও তাঁর অবস্থান স্পষ্ট করুন । এরপরই শুভেন্দু অধিকারীর হুশিয়ারি, ‘‘আজকে শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিলাম । এরপর কাজ না হলে মিছিল করে আসব । প্রয়োজনে আগামিদিনে অবস্থান হবে, ধর্না হবে, শহিদ মিনারের মতো অনশনও হবে ।’’

প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনের (Bengal Assembly Elections 2021) পর 77 আসনে জয় পেয়েছিল গেরুয়া শিবির । এরপর কয়েকটি ক্ষেত্রে উপনির্বাচনে হার ও পরবর্তীতে একের পর এক দলবদলের কারণে এই মুহূর্তে বিজেপির বিধায়ক সংখ্যা 69 । কিন্তু বিধানসভার খাতায় এই সংখ্যাটা কিন্তু 75 । এই অবস্থায় বিজেপি ছেড়ে অন্য দলে যাওয়া বিধায়কদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন (Anti Defection Law) কার্যকর করা নিয়ে মামলা করেছে বিজেপি পরিষদীয় দল । প্রত্যেকের মামলাই এই মুহূর্তে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিচারাধীন । এই অবস্থায় ডেপুটেশন দিয়ে দলত্যাগী বিধায়কদের দ্রুত বরখাস্ত করার জন্য চাপ বাড়ানোর চেষ্টা করল রাজ্যের প্রধান বিরোধী দল ।

এদিন এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিজেপির তরফ থেকে তাঁর কাছে একটি প্রতিনিধি দল এসেছিল ৷ তাদের সঙ্গে অত্যন্ত সুষ্ঠুভাবে আলোচনা হয়েছে । তবে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ কীভাবে হবে, তা স্পিকারের আওতাধীন বিষয় । তিনি বলেন, ‘‘শুনানি বাড়ায় গোটা বিষয়টি কীভাবে হবে, সবটাই অধ্যক্ষের আওতাভূক্ত বিষয় । এভাবে সময় বেঁধে দেওয়া যায় না ।’’

আরও পড়ুন: কোন দলে মুকুল! ফের হাইকোর্টে মামলা শুভেন্দু অধিকারীর

কলকাতা, 13 মার্চ: মুকুল রায়ের (Mukul Roy) মতো বাকি দলত্যাগীদের নিয়ে দ্রুত সিদ্ধান্ত জানান অধ্যক্ষ । এমনটাই চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । প্রসঙ্গত, এদিন বিধানসভায় অধিবেশনের ফাঁকে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Assembly Speaker Biman Banerjee) ঘরে গিয়ে ডেপুটেশন দিয়ে আসেন বিজেপির (BJP) পরিষদীয় দলের নেতারা । তাঁদের দাবি, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, সুমন কাঞ্জিলাল-সহ বিজেপি ত্যাগী বিধায়কদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে অধ্যক্ষকে ।

এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘর থেকে বেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, মুকুল রায় সম্পর্কে যেভাবে অধ্যক্ষ তাঁর অবস্থান স্পষ্ট করে দিয়েছেন । একইভাবে বাকি দলত্যাগী বিধায়কদের নিয়েও তাঁর অবস্থান স্পষ্ট করুন । এরপরই শুভেন্দু অধিকারীর হুশিয়ারি, ‘‘আজকে শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিলাম । এরপর কাজ না হলে মিছিল করে আসব । প্রয়োজনে আগামিদিনে অবস্থান হবে, ধর্না হবে, শহিদ মিনারের মতো অনশনও হবে ।’’

প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনের (Bengal Assembly Elections 2021) পর 77 আসনে জয় পেয়েছিল গেরুয়া শিবির । এরপর কয়েকটি ক্ষেত্রে উপনির্বাচনে হার ও পরবর্তীতে একের পর এক দলবদলের কারণে এই মুহূর্তে বিজেপির বিধায়ক সংখ্যা 69 । কিন্তু বিধানসভার খাতায় এই সংখ্যাটা কিন্তু 75 । এই অবস্থায় বিজেপি ছেড়ে অন্য দলে যাওয়া বিধায়কদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন (Anti Defection Law) কার্যকর করা নিয়ে মামলা করেছে বিজেপি পরিষদীয় দল । প্রত্যেকের মামলাই এই মুহূর্তে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিচারাধীন । এই অবস্থায় ডেপুটেশন দিয়ে দলত্যাগী বিধায়কদের দ্রুত বরখাস্ত করার জন্য চাপ বাড়ানোর চেষ্টা করল রাজ্যের প্রধান বিরোধী দল ।

এদিন এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিজেপির তরফ থেকে তাঁর কাছে একটি প্রতিনিধি দল এসেছিল ৷ তাদের সঙ্গে অত্যন্ত সুষ্ঠুভাবে আলোচনা হয়েছে । তবে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ কীভাবে হবে, তা স্পিকারের আওতাধীন বিষয় । তিনি বলেন, ‘‘শুনানি বাড়ায় গোটা বিষয়টি কীভাবে হবে, সবটাই অধ্যক্ষের আওতাভূক্ত বিষয় । এভাবে সময় বেঁধে দেওয়া যায় না ।’’

আরও পড়ুন: কোন দলে মুকুল! ফের হাইকোর্টে মামলা শুভেন্দু অধিকারীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.