ETV Bharat / state

মস্তানি যায়নি, ভারতীর জেলে থাকার কথা ছিল : পার্থ - firing

"ভারতী ঘোষের উর্দি পরা মস্তানি এখনও যায়নি । এই কারণে মমতা ব্যানার্জি তাঁকে বারবার সাবধান করেছিলেন । উর্দি ছেড়েও উর্দি পরা মেজাজে কথা বলছেন ।" ভারতী ঘোষের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

পার্থ
author img

By

Published : May 5, 2019, 5:17 AM IST

Updated : May 5, 2019, 5:36 AM IST

কলকাতা, 5 মে : ভারতী ঘোষের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ভারতী ঘোষের উর্দি পরা মস্তানি এখনও যায়নি । এই কারণে মমতা ব্যানার্জি তাঁকে বারবার সাবধান করেছিলেন । উর্দি ছেড়েও উর্দি পরা মেজাজে কথা বলছেন । উর্দি পরা লোকজনও হয়তো এভাবে কথা বলে না । BJP-র প্রার্থী হয়ে যেভাবে মস্তানসুলভ আচরণ করেছেন তা নির্বাচন বিধি ভঙ্গ করেছে । তাঁর প্রার্থীপদ কেন বাতিল হবে না সেই বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দেব ।"

আজ আনন্দপুর থানার গাড়রবাগে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন ভারতী । সেখানে দলের কর্মীরা ভারতীকে অভিযোগ করেন, এলাকায় পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই । তা শুনে ভারতী বলেন , "নিজেরা করে খাচ্ছে । ভোট করতে দেবে না ! ভয় দেখাচ্ছে । " তারপর হুঁশিয়ারি দিয়ে ভারতী বলেন, "ভয় দেখাক না ! বাড়ি থেকে টেনে টেনে বের করে কুকুরের মতো মারব । বলছি তো ।" তাঁর এই মন্তব্য নিয়ে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশনও । ভারতীর মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হলেও BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সমর্থন করেছেন । তাঁর কথায়, "উনি যা বলেছেন ঠিক বলেছেন ।"

পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য

এর পালটা দেন পার্থবাবু । বলেন, "BJP-র আর এক কর্মকর্তা তাঁকে বলছেন, ভালোই করেছে । অবাক হচ্ছি এটা ভেবে । মমতা ব্যানার্জির নেতৃত্বে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন চলছে । ওদের জনভিত্তি নেই বলে গুন্ডাগিরি করছে । এতদিন ছিল দাদাগিরি, এখন দেখছি উর্দিধারী যারা ছিলেন তাঁরাও এধরনের আচরণ করছেন । এটা গণতন্ত্র ও সংবিধানের পক্ষে অত্যন্ত ভয়ানক । হতাশার ফল । বলে এসেছিলেন, "আমি জঙ্গল রানি ।" এখন বুঝতে পারছে । জঙ্গলের মানুষ চিনে ফেলেছে । সরকার ওঁর বিষয়ে অনেক সহনশীল ছিল । যার জেলে থাকার কথা তিনি জেলের বাইরে বসে এসব কথা বলছেন । হুমকি দিচ্ছেন । অন্য রাজ্যের লোক দিয়ে গুলি করে মারবেন কুকুরের মতো ! এটা ভাবা যায় ? জিভকে নিয়ন্ত্রণ করতে পারেন না জনপ্রতিনিধি হবেন কী করে ?"

এই সংক্রান্ত আরও খবর : "কুকুরের মতো" মারার হুমকি ভারতীর , রিপোর্ট তলব

গতকাল বসিরহাটে সায়ন্তন বসু ফের একবার বিতর্কিত মন্তব্য করেছেন । যা নিয়ে পার্থবাবু বলেন, "সায়ন্তন বসু প্রথমে বলেছিলেন, গুলি করে মারব । তিনি ফের একবার বললেন, মানুষকে মারব । এরপরও নির্বাচন কমিশন কেন চুপ করে থাকবে তা ভেবে খারাপ লাগছে । ওরা তো তথ্য চায়, কিন্তু অ্যাকশন হয় কোথায় ? আর ওদের (BJP) দলে কে বেশি খারাপ কথা বলতে পারে তা নিয়ে প্রতিযোগিতা চলছে । এরা রাজ্যের ভালো করবে সেটা বিশ্বাসযোগ্য ?"

কলকাতা, 5 মে : ভারতী ঘোষের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ভারতী ঘোষের উর্দি পরা মস্তানি এখনও যায়নি । এই কারণে মমতা ব্যানার্জি তাঁকে বারবার সাবধান করেছিলেন । উর্দি ছেড়েও উর্দি পরা মেজাজে কথা বলছেন । উর্দি পরা লোকজনও হয়তো এভাবে কথা বলে না । BJP-র প্রার্থী হয়ে যেভাবে মস্তানসুলভ আচরণ করেছেন তা নির্বাচন বিধি ভঙ্গ করেছে । তাঁর প্রার্থীপদ কেন বাতিল হবে না সেই বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দেব ।"

আজ আনন্দপুর থানার গাড়রবাগে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন ভারতী । সেখানে দলের কর্মীরা ভারতীকে অভিযোগ করেন, এলাকায় পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই । তা শুনে ভারতী বলেন , "নিজেরা করে খাচ্ছে । ভোট করতে দেবে না ! ভয় দেখাচ্ছে । " তারপর হুঁশিয়ারি দিয়ে ভারতী বলেন, "ভয় দেখাক না ! বাড়ি থেকে টেনে টেনে বের করে কুকুরের মতো মারব । বলছি তো ।" তাঁর এই মন্তব্য নিয়ে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশনও । ভারতীর মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হলেও BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সমর্থন করেছেন । তাঁর কথায়, "উনি যা বলেছেন ঠিক বলেছেন ।"

পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য

এর পালটা দেন পার্থবাবু । বলেন, "BJP-র আর এক কর্মকর্তা তাঁকে বলছেন, ভালোই করেছে । অবাক হচ্ছি এটা ভেবে । মমতা ব্যানার্জির নেতৃত্বে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন চলছে । ওদের জনভিত্তি নেই বলে গুন্ডাগিরি করছে । এতদিন ছিল দাদাগিরি, এখন দেখছি উর্দিধারী যারা ছিলেন তাঁরাও এধরনের আচরণ করছেন । এটা গণতন্ত্র ও সংবিধানের পক্ষে অত্যন্ত ভয়ানক । হতাশার ফল । বলে এসেছিলেন, "আমি জঙ্গল রানি ।" এখন বুঝতে পারছে । জঙ্গলের মানুষ চিনে ফেলেছে । সরকার ওঁর বিষয়ে অনেক সহনশীল ছিল । যার জেলে থাকার কথা তিনি জেলের বাইরে বসে এসব কথা বলছেন । হুমকি দিচ্ছেন । অন্য রাজ্যের লোক দিয়ে গুলি করে মারবেন কুকুরের মতো ! এটা ভাবা যায় ? জিভকে নিয়ন্ত্রণ করতে পারেন না জনপ্রতিনিধি হবেন কী করে ?"

এই সংক্রান্ত আরও খবর : "কুকুরের মতো" মারার হুমকি ভারতীর , রিপোর্ট তলব

গতকাল বসিরহাটে সায়ন্তন বসু ফের একবার বিতর্কিত মন্তব্য করেছেন । যা নিয়ে পার্থবাবু বলেন, "সায়ন্তন বসু প্রথমে বলেছিলেন, গুলি করে মারব । তিনি ফের একবার বললেন, মানুষকে মারব । এরপরও নির্বাচন কমিশন কেন চুপ করে থাকবে তা ভেবে খারাপ লাগছে । ওরা তো তথ্য চায়, কিন্তু অ্যাকশন হয় কোথায় ? আর ওদের (BJP) দলে কে বেশি খারাপ কথা বলতে পারে তা নিয়ে প্রতিযোগিতা চলছে । এরা রাজ্যের ভালো করবে সেটা বিশ্বাসযোগ্য ?"

sample description
Last Updated : May 5, 2019, 5:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.