ETV Bharat / state

বাংলায় বেড়েছে কর্মসংস্থান, পরিসংখ্যান তুলে ধরে দাবি ডেরেকের - বাংলায় কর্মসংস্থান

2021 সালের জানুয়ারি পর্যন্ত ক্ষুদ্র-কুটির-মাঝারি শিল্পে 1.35 কোটি কর্মসংস্থান হয়েছে । চলতি আর্থিক বছরে 1.07 কোটি মানুষ 100 দিনের কাজ পেয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের 40 শতাংশ বেকারত্ব কমার দাবির পাশে দাঁড়িয়ে টুইট ডেরেকের ।

ডেরেক ও'ব্রায়েন
ডেরেক ও'ব্রায়েন
author img

By

Published : Jan 17, 2021, 6:05 PM IST

কলকাতা, 17 জানুয়ারি : বাংলায় বেকারত্বের হার কমছে । কর্মসংস্থান তৈরি হয়েছে । দাবি করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন । তাঁর দাবি, গত বছর দেশে যখন বেকারত্ব 24 শতাংশ, তখন বাংলায় বেকারত্বের হার কমে হয়েছে 40 শতাংশ । নিজের বক্তব্যের সমর্থনে একটি পরিসংখ্যানও টুইটারে তুলে ধরেন তিনি ।

বাংলায় কর্মসংস্থান বৃদ্ধির যে পরিসংখ্যান তিনি তুলে ধরেছেন তাতে বলা হয়েছে, রাজ্যে 1 কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে । তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে ক্ষুদ্র-কুটির-মাঝারি শিল্প, 100 দিনের কাজ, সমুদ্র বন্দর... সব জায়গাতেই কর্মসংস্থান তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি । সাংসদের তুলে ধরা পরিসংখ্যান অনুযায়ী, তথ্যপ্রযুক্তিতে 2.10 লাখেরও বেশি কর্মসংস্থান হয়েছে । 2021 সালের জানুয়ারি পর্যন্ত ক্ষুদ্র-কুটির-মাঝারি শিল্পে 1.35 কোটি কর্মসংস্থান হয়েছে । চলতি আর্থিক বছরে 1.07 কোটি মানুষ 100 দিনের কাজ পেয়েছেন । এছাড়া সম্প্রতি তাজপুরে যে সমুদ্র বন্দরের অনুমোদন দেওয়া হয়েছে, তাতে 25 হাজার কর্মসংস্থান হবে বলে দাবি করেতন তিনি ।

  • In 2020, when the country faced 24% unemployment, Bengal’s unemployment reduced by 40%. Jobs created in Bengal and schemes. Here are the numbers👇

    ২০২০ সালে, যখন দেশে ২৪% বেকারত্ব তখন বাংলায় বেকারত্ব হ্রাস পেয়েছে ৪০%। বাংলায় কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পরিসংখ্যান দেখুন 👇 pic.twitter.com/7luewjbIK6

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) January 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বাংলায় বেকারত্বের হার 40 শতাংশ কমেছে, দাবি মমতার

এর পাশাপাশি কর্মভূমি, কর্মসাথী প্রকল্প, যুবশ্রী ও উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে রাজ্যের বহু বেকার ছেলেমেয়ে উপকৃত হচ্ছেন বলে দাবি করেন তৃণমূল সাংসদ ।

একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি । দিল্লি থেকে আসা বিজেপি নেতারা সম্প্রতি বাংলার কর্মসংস্থান নিয়ে বিভিন্নভাবে রাজ্য সরকারকে বিঁধেছেন । কর্মসংস্থানের ইশুতে বিজেপির আক্রমণের এবার জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । এবার কর্মসংস্থান ইশুতে কেন্দ্রীয় সরকারকে জবাব দিলেন ডেরেক ও'ব্রায়েন ।

কলকাতা, 17 জানুয়ারি : বাংলায় বেকারত্বের হার কমছে । কর্মসংস্থান তৈরি হয়েছে । দাবি করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন । তাঁর দাবি, গত বছর দেশে যখন বেকারত্ব 24 শতাংশ, তখন বাংলায় বেকারত্বের হার কমে হয়েছে 40 শতাংশ । নিজের বক্তব্যের সমর্থনে একটি পরিসংখ্যানও টুইটারে তুলে ধরেন তিনি ।

বাংলায় কর্মসংস্থান বৃদ্ধির যে পরিসংখ্যান তিনি তুলে ধরেছেন তাতে বলা হয়েছে, রাজ্যে 1 কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে । তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে ক্ষুদ্র-কুটির-মাঝারি শিল্প, 100 দিনের কাজ, সমুদ্র বন্দর... সব জায়গাতেই কর্মসংস্থান তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি । সাংসদের তুলে ধরা পরিসংখ্যান অনুযায়ী, তথ্যপ্রযুক্তিতে 2.10 লাখেরও বেশি কর্মসংস্থান হয়েছে । 2021 সালের জানুয়ারি পর্যন্ত ক্ষুদ্র-কুটির-মাঝারি শিল্পে 1.35 কোটি কর্মসংস্থান হয়েছে । চলতি আর্থিক বছরে 1.07 কোটি মানুষ 100 দিনের কাজ পেয়েছেন । এছাড়া সম্প্রতি তাজপুরে যে সমুদ্র বন্দরের অনুমোদন দেওয়া হয়েছে, তাতে 25 হাজার কর্মসংস্থান হবে বলে দাবি করেতন তিনি ।

  • In 2020, when the country faced 24% unemployment, Bengal’s unemployment reduced by 40%. Jobs created in Bengal and schemes. Here are the numbers👇

    ২০২০ সালে, যখন দেশে ২৪% বেকারত্ব তখন বাংলায় বেকারত্ব হ্রাস পেয়েছে ৪০%। বাংলায় কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পরিসংখ্যান দেখুন 👇 pic.twitter.com/7luewjbIK6

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) January 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বাংলায় বেকারত্বের হার 40 শতাংশ কমেছে, দাবি মমতার

এর পাশাপাশি কর্মভূমি, কর্মসাথী প্রকল্প, যুবশ্রী ও উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে রাজ্যের বহু বেকার ছেলেমেয়ে উপকৃত হচ্ছেন বলে দাবি করেন তৃণমূল সাংসদ ।

একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি । দিল্লি থেকে আসা বিজেপি নেতারা সম্প্রতি বাংলার কর্মসংস্থান নিয়ে বিভিন্নভাবে রাজ্য সরকারকে বিঁধেছেন । কর্মসংস্থানের ইশুতে বিজেপির আক্রমণের এবার জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । এবার কর্মসংস্থান ইশুতে কেন্দ্রীয় সরকারকে জবাব দিলেন ডেরেক ও'ব্রায়েন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.