ETV Bharat / state

Pranjal Banerjee: এশিয়ার সেরা তিন রেফারির তালিকায় প্রাঞ্জল, স্বপ্ন বিশ্বকাপের ম্যাচ পরিচালনা

author img

By

Published : Jul 15, 2023, 9:10 PM IST

অনূর্ধ্ব-17 এশিয়ান চ্যাম্পিয়নশিপে রেফারি করিয়েছেন। এবার নয়া পালক তাঁর মুকুটে। এশিয়ার অন্যতম সেরা রেফারি নির্বাচিত হওয়ার ফলে ভার লাইসেন্স পাওয়ার পরীক্ষায়ও বসার সুযোগ পেয়েছেন ব্যারাকপুরের প্রাঞ্জল। সৌদি আরবে গিয়ে এই পরীক্ষায় পাশ করলেই আগামী এশিয়া কাপ ও 2026 সালের ফুটবল বিশ্বকাপে রেফারিংয়ের দায়িত্ব পেতে পারেন তিনি।

Pranjal Banerjee
স্বপ্ন বিশ্বকাপের ম্যাচ পরিচালনা

কলকাতা, 15 জুলাই: আর্ন্তজাতিক মঞ্চে বাঙালি রেফারিদের ব্যাটন এখন প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়ের হাতে। আগরপাড়ার তরুণ এখন বাঁশি মুখে জাতীয় এবং আর্ন্তজাতিক স্তরে ম্যাচ পরিচালনা করে চলেছেন। সেই ধারাবাহিক ভালো ম্যাচ পরিচালনার স্বীকৃতি এল এবার। এশিয়ার সেরা তিন রেফারিতে জায়গা করে নিলেন প্রাঞ্জল। প্রথম সেরা তিনে জায়গা করে নেওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে খেলানোর ছাড়পত্র চলতি বছরেই পেতে পারেন। আগামী মাসে ভার লাইসেন্সিং পরীক্ষায় বসতে চলেছেন বাংলার রেফারি। সেখানে পাশ করতে পারলে বিশ্বকাপেও খেলাতে পারবেন তিনি।

কয়েকদিন আগে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম টালিগঞ্জ অগ্রগামীর কলকাতা লিগের ম্যাচ দেখতে ব্যারাকপুর স্টেডিয়ামে গিয়েছিলেন। সেই সময় বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। তবে শারীরিক সক্ষমতা এবং ফুটবলের টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন। প্রযুক্তির ব্যবহারের খুঁটিনাটি নিয়ে চর্চা চলছে বলে জানিয়েছিলেন। আর্ন্তজাতিক ফুটবলে সেরার তকমা জুটলেও ভারতের সেরা রেফারিদের তালিকায় নাম নেই প্রাঞ্জলের। এশিয়ার সেরা রেফারিদের মধ্যে নির্বাচিত হওয়ার দিনেও কলকাতা লিগে ম্যাচও খেলিয়েছেন প্রাঞ্জল।

"আমি তো কলকাতা ময়দানে ম্যাচ খেলিয়েই উঠে এসেছি। যে কোনও রেফারির ম্যাচ পরিচালনার মধ্যে থাকতে হয়। আর স্থানীয়, জাতীয় এবং আর্ন্তজাতিক যেকোনও পর্যায়েই রেফারিদের নিখুঁত থাকতে হয়। সব ম্যাচই তাঁদের কাছে সমান ৷" বলছিলেন প্রাঞ্জল। শুক্রবারই খবর এসেছিল, এশিয়ার মধ্যে সেরা তিন রেফারির একজন বাংলার প্রাঞ্জল। এশিয়ার সেরা রেফারিদের মধ্যে তাঁর নাম থাকায় উচ্ছ্বসিত প্রাঞ্জল। তিনি বলেন, "এশিয়ার সেরা তিন রেফারির মধ্যে আমার নাম থাকায়, চ্যাম্পিয়ন্স লিগে রেফারিদের প্যানেলেও জায়গা হতে পারে আমার। ভার লাইসেন্স না-পেলেও আমি ম্যাচ খেলাতে পারব। তবে খুব কম ক্ষেত্রেই এমন সুযোগ সামনে আসে।"

টানা 22 দিন চলবে ভার লাইসেন্সিংয়ের পরীক্ষা। মোট 308 ঘণ্টা ধরে পরীক্ষা দিতে হবে প্রাঞ্জলকে। কলকাতা লিগ থেকে আর্ন্তজাতিক ম্যাচে উত্তরণ। "কলকাতা লিগে ম্যাচ খেলানো অনেক কঠিন, কারণ বেশিরভাগ ফুটবলারই মাঠের নিয়ম সেরকম জানেন না। বরং আন্তর্জাতিক ক্ষেত্রে ফুটবলাররা অনেক বেশি সচেতন," বলছিলেন প্রাঞ্জল। তবে এত নজির গড়েও চলতি বছরে দেশের সেরা রেফারির শিরোপা পাননি প্রাঞ্জল। "আমার কাজ নিখুঁত ম্যাচ পরিচালনা। সেটাই করার চেষ্টা করি। তারপর স্বীকৃতির বিষয়টি আমার হাতে নেই ৷" বলেন প্রাঞ্জল।

আরও পড়ুন: প্রীতমকে ছেড়ে সামাদকে সই করাল মোহনবাগান

কলকাতা, 15 জুলাই: আর্ন্তজাতিক মঞ্চে বাঙালি রেফারিদের ব্যাটন এখন প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়ের হাতে। আগরপাড়ার তরুণ এখন বাঁশি মুখে জাতীয় এবং আর্ন্তজাতিক স্তরে ম্যাচ পরিচালনা করে চলেছেন। সেই ধারাবাহিক ভালো ম্যাচ পরিচালনার স্বীকৃতি এল এবার। এশিয়ার সেরা তিন রেফারিতে জায়গা করে নিলেন প্রাঞ্জল। প্রথম সেরা তিনে জায়গা করে নেওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে খেলানোর ছাড়পত্র চলতি বছরেই পেতে পারেন। আগামী মাসে ভার লাইসেন্সিং পরীক্ষায় বসতে চলেছেন বাংলার রেফারি। সেখানে পাশ করতে পারলে বিশ্বকাপেও খেলাতে পারবেন তিনি।

কয়েকদিন আগে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম টালিগঞ্জ অগ্রগামীর কলকাতা লিগের ম্যাচ দেখতে ব্যারাকপুর স্টেডিয়ামে গিয়েছিলেন। সেই সময় বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। তবে শারীরিক সক্ষমতা এবং ফুটবলের টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন। প্রযুক্তির ব্যবহারের খুঁটিনাটি নিয়ে চর্চা চলছে বলে জানিয়েছিলেন। আর্ন্তজাতিক ফুটবলে সেরার তকমা জুটলেও ভারতের সেরা রেফারিদের তালিকায় নাম নেই প্রাঞ্জলের। এশিয়ার সেরা রেফারিদের মধ্যে নির্বাচিত হওয়ার দিনেও কলকাতা লিগে ম্যাচও খেলিয়েছেন প্রাঞ্জল।

"আমি তো কলকাতা ময়দানে ম্যাচ খেলিয়েই উঠে এসেছি। যে কোনও রেফারির ম্যাচ পরিচালনার মধ্যে থাকতে হয়। আর স্থানীয়, জাতীয় এবং আর্ন্তজাতিক যেকোনও পর্যায়েই রেফারিদের নিখুঁত থাকতে হয়। সব ম্যাচই তাঁদের কাছে সমান ৷" বলছিলেন প্রাঞ্জল। শুক্রবারই খবর এসেছিল, এশিয়ার মধ্যে সেরা তিন রেফারির একজন বাংলার প্রাঞ্জল। এশিয়ার সেরা রেফারিদের মধ্যে তাঁর নাম থাকায় উচ্ছ্বসিত প্রাঞ্জল। তিনি বলেন, "এশিয়ার সেরা তিন রেফারির মধ্যে আমার নাম থাকায়, চ্যাম্পিয়ন্স লিগে রেফারিদের প্যানেলেও জায়গা হতে পারে আমার। ভার লাইসেন্স না-পেলেও আমি ম্যাচ খেলাতে পারব। তবে খুব কম ক্ষেত্রেই এমন সুযোগ সামনে আসে।"

টানা 22 দিন চলবে ভার লাইসেন্সিংয়ের পরীক্ষা। মোট 308 ঘণ্টা ধরে পরীক্ষা দিতে হবে প্রাঞ্জলকে। কলকাতা লিগ থেকে আর্ন্তজাতিক ম্যাচে উত্তরণ। "কলকাতা লিগে ম্যাচ খেলানো অনেক কঠিন, কারণ বেশিরভাগ ফুটবলারই মাঠের নিয়ম সেরকম জানেন না। বরং আন্তর্জাতিক ক্ষেত্রে ফুটবলাররা অনেক বেশি সচেতন," বলছিলেন প্রাঞ্জল। তবে এত নজির গড়েও চলতি বছরে দেশের সেরা রেফারির শিরোপা পাননি প্রাঞ্জল। "আমার কাজ নিখুঁত ম্যাচ পরিচালনা। সেটাই করার চেষ্টা করি। তারপর স্বীকৃতির বিষয়টি আমার হাতে নেই ৷" বলেন প্রাঞ্জল।

আরও পড়ুন: প্রীতমকে ছেড়ে সামাদকে সই করাল মোহনবাগান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.